গাজার গুরুতর মানবিক সংকট এড়াতে সম্মত শি-মাখোঁ



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ইমানুয়েল মাখোঁ এবং শি জিনপিং। ছবি : সংগৃহীত

ইমানুয়েল মাখোঁ এবং শি জিনপিং। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ইসরায়েল-হামাস যুদ্ধ নিয়ে ফোন কলে সোমবার (২০ নভেম্বর) আলোচনা করেছেন চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁ।

বেইজিংয়ের রাষ্ট্রীয় টেলিভিশন সিসিটিভি জানিয়েছে, ‘দুই নেতা গাজার গুরুতর মানবিক সংকট এড়াতে সম্মত হয়েছেন।

সিসিটিভি জানিয়েছে, ‘দুই রাষ্ট্রপ্রধান ইসরায়েল-ফিলিস্তিন সংঘাতের বিষয়ে মতামত বিনিময় করেছেন এবং উভয়েই বিশ্বাস করেন যে ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পরিস্থিতির আরও অবনতি এড়াতে, বিশেষ করে আরও গুরুতর মানবিক সংকট এড়ানোই সর্বোচ্চ অগ্রাধিকার হওয়া উচিত।’

ফরাসি পররাষ্ট্রমন্ত্রী ক্যাথরিন কলোনার চীন সফরের কয়েকদিন আগে শি’র সঙ্গে ফোন কলে আলাপ করলেন মাখোঁ।

সিসিটিভির প্রতিবেদন অনুসারে, শি এবং মাখোঁ আন্তর্জাতিক এবং আঞ্চলিক বিষয়ে যোগাযোগ বজায় রাখতে এবং বিশ্ব শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখতে অবদান রাখতে সম্মত হয়েছেন।

সিসিটিভি আরও জানিয়েছে, ‘ফিলিস্তিন ও ইসরায়েলের মধ্যে পুনরাবৃত্ত সংঘাত সমাধানের মৌলিক উপায় হল দ্বি-রাষ্ট্র তত্ত্ব।’

এদিকে, গাজায় অবিলম্বে যুদ্ধবিরতির জন্য আহ্বান জানিয়েছেন আরব ও মুসলিম দেশের মন্ত্রীরা। তারা সোমবার (২০ নভেম্বর) ওই আহ্বান জানান বলে জানিয়েছে রয়টার্স।

উল্লেখ্য, আবর দেশগুলোর প্রতিনিধি দল সকল বৈরিতার অবসান ঘটিয়ে বিধ্বস্ত ফিলিস্তিনি ছিটমহলে মানবিক সাহায্যের অনুমতি আদায়ের জন্য সফরের প্রথম পর্যায়ে বেইজিং সফর করছেন।

ওই প্রতিনিধিদল জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পাঁচটি স্থায়ী সদস্যের প্রত্যেকের প্রতিনিধিত্বকারী কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ করবেন বলে জানা গেছে।

এ ছাড়াও ফিলিস্তিনিদের বিরুদ্ধে ইসরায়েলের আত্মরক্ষা হিসাবে তার কর্মকাণ্ডের ন্যায্যতা প্রত্যাখ্যান করার জন্য পশ্চিমের উপরও চাপ সৃষ্টি করছে তারা।

চীনের শীর্ষ কূটনীতিক ওয়াং ইয়ের সঙ্গে সোমবারের বৈঠকে সৌদি আরব, জর্ডান, মিশর, ইন্দোনেশিয়া, ফিলিস্তিন অধিকৃত অঞ্চল এবং ওআইসির সদস্যসহ আরও অনেক দেশের প্রতিনিধিরা অংশ নেন।

চলতি মাসে রিয়াদে যৌথ ইসলামিক-আরব শীর্ষ সম্মেলনেও ফিলিস্তিনি ভূখণ্ডে ইসরায়েল যে যুদ্ধাপরাধ এবং মানবতার বিরুদ্ধে অপরাধ করছে, আন্তর্জাতিক অপরাধ আদালতকে তা তদন্তের আহ্বান জানানো হয়েছে।

   

৮ আরোহী নিয়ে মার্কিন সামরিক বিমান জাপানে বিধ্বস্ত



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

আটজন আরোহী নিয়ে যুক্তরাষ্ট্রের একটি সামরিক বিমান জাপানের ইয়াকুশিমা দ্বীপে বিধ্বস্ত হয়েছে।

জাপানের কোস্ট গার্ড জানিয়েছে, বিধ্বস্ত বিমানের একজনকে পাওয়া গেছে। তবে অন্যদের অবস্থা সম্পর্কে স্পষ্ট তথ্য পাওয়া যায়নি।

বুধবার (২৯ নভেম্বর) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

দেশটির একজন কর্মকর্তার উদ্ধৃতি দিয়ে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বিমানটির ধ্বংসাবশেষ সম্ভবত ইয়াকুশিমা দ্বীপে পাওয়া গেছে।

জাপানের সম্প্রচারমাধ্যম এনএইচকে জানিয়েছে, সিভি-২২ অসপ্রে ইয়াকুশিমা বিমানবন্দরে অবতরণের চেষ্টা করছিল। বিমানের বাম ইঞ্জিনে আগুন লাগে।

বিমানটি ইয়ামাগুচি অঞ্চলের ইওয়াকুনি ঘাঁটি থেকে ওকিনাওয়ার কাদেনা ঘাঁটির দিকে যাচ্ছিল বলে ধারণা করা হচ্ছে। ইয়াকুশিমা, কাগোশিমা প্রিফেকচারে, জাপানের কিউশু দ্বীপের দক্ষিণে অবস্থিত।

;

ইলন মাস্ককে গাজা সফরের আমন্ত্রণ জানিয়েছে হামাস



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

হামাসের একজন সিনিয়র কর্মকর্তা মার্কিন শীর্ষ ধনী ব্যবসায়ী ও প্রযুক্তি উদ্যোক্তা ইলন মাস্ককে গাজা উপত্যকায় সফরের জন্য আমন্ত্রণ জানিয়েছেন। বুধবার (২৯ নভেম্বর) আন্তর্জাতিক সংবাদ সংস্থা রয়টার্সের এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

খবরে বলা হয়েছে, ইসরায়েলি বোমা হামলায় গাজার ধ্বংসাত্মক পরিস্থিতি দেখার জন্য তাকে আমন্ত্রণ জানিয়েছেন হামাসের সিনিয়র কর্মকর্তা ওসামা হামদান।

বৈরুতে এক সংবাদ সম্মেলনে হামাসের সিনিয়র কর্মকর্তা বলেছেন, "বস্তুত্ব ও বিশ্বাসযোগ্যতার মানদণ্ড মেনে গাজার জনগণের বিরুদ্ধে সংঘটিত গণহত্যা ও ধ্বংসযজ্ঞের পরিধি দেখার জন্য আমরা তাকে গাজা সফরের আমন্ত্রণ জানাই।"

গত সোমবার (২৭ নভেম্বর) ইসরায়েলে গিয়ে হামাসের হামলা স্থল দেখে এসেছেন এ মার্কিন ধনকুবের। দেখা করেছেন দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গেও। তবে তিনি গাজা উপত্যকায় ইসরায়েলি হামলার বিভীষিকা দেখেন নি। তাই এবার সেই লক্ষ্যেই ইলন মাস্ক কে গাজার আসার আমন্ত্রণ জানিয়েছে হামাস।

ইলন মাস্ক সামাজিক মাধ্যম এক্স- প্ল্যাটফর্মের মালিক। গত সোমবার (২৭ নভেম্বর) ইলন মাস্ক ইসরায়েলে হামাসের আক্রমণের সাইটটি পরিদর্শন করেছেন এবং সামাজিক মাধ্যমে বিদ্বেষ ছড়ানো বন্ধে প্রয়োজনীয় পদক্ষেপ নেয়ার প্রতিশ্রুতি দিয়েছেন।

৫০ দিনের মধ্যে ইসরায়েলের প্রতিরক্ষা বাহিনী গাজাবাসীদের ওপর ৪০ হাজার টনের বেশি বিস্ফোরক ফেলেছে জানিয়ে তিনি আরও বলেন, "আমি মার্কিন প্রেসিডেন্ট বাইডেনকে ইসরায়েলের সাথে মার্কিন সম্পর্ক পর্যালোচনা করতে এবং তাদের অস্ত্র সরবরাহ বন্ধ করার আহ্বান জানাচ্ছি।"

এছাড়াও ৭ অক্টোবরের পর থেকে গাজায় ইসরায়েলের ধ্বংসযজ্ঞ ও তাণ্ডবের বিষয়ে কথা বলতে গিয়ে, হামদান ধ্বংসস্তূপের নিচে আটকে থাকা মৃতদেহ উদ্ধারে সহায়তা করার জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি আহ্বান জানিয়েছেন।

;

নিচে নামায় বেঁচে গিয়েছি, পেনাংয়ে বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক



স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ-ইস্ট এশিয়া, বার্তা২৪.কম,ব্যাংকক
পেনাংয়ে বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক

পেনাংয়ে বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক

  • Font increase
  • Font Decrease

'কাজ করতে করতে ক্লান্ত হয়ে পড়েছিলাম। তাই উপরের তলা থেকে নিচে আসি একটু জিরিয়ে নেয়ার জন্য। এ সময়ই বিকট শব্দে ভবনটি ধসে পড়ে৷ আর কয়েক মিনিট দেরি হলে আমাকেও সঙ্গীদের মতো মারা যেতে হতো। আমি ভাগ্যবান যে বেঁচে গিয়েছি।' 

মালয়েশিয়ার পেনাং প্রদেশে ভয়াবহ ভবনধসে বেঁচে যাওয়া ৪৩ বছর বয়সী বাংলাদেশি মহিদুল ইসলাম স্থানীয় সংবাদ মাধ্যমকে নিজের অভিজ্ঞতার কথা জানান।

পেনাংয়ে ভূমিধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশি নিহতের খবর পাওয়া গিয়েছে। এছাড়াও এখনো উদ্ধার কাজ চলছে। গত মঙ্গলবার রাতে পেনাংয়ের বায়ান লেপাস জেলার বাতু মং এলাকায় এই ভবন ধসের ঘটনা ঘটে।

মহিদুল বলেন, 'নির্মাণাধীন ওয়্যারহাউজের উপরের তলায় অন্য চারজনের সঙ্গে আমিও মেঝের কাজ করছিলাম। আমি একটু বিশ্রামের জন্য বিরতি  নিয়ে বাইরে আসি। তখনই এই ঘটনা ঘটে ৷' 

তিনি বলেন, 'হঠাৎ বিকট শব্দে আওয়াজ হলে ভয় পেয়ে যাই। পরে পেছনে এসে দেখি আমাদের নির্মানাধীন ভবনটি ধসে পড়েছে ৷' 

তিনি জানান, 'এই নির্মাণাধীন ভবনে গত তিন মাস ধরে কাজ করছিল তারা। সকলে বন্ধু হয়ে গিয়েছিলাম। গতকালও একসঙ্গে কাজ শুরু করেছিলাম। সত্যি ভাবতেই খুব কষ্ট হচ্ছে!' 

৩৮ বছর বয়সী, আরেকজন বেঁচে যাওয়া বাংলাদেশি শ্রমিক বলেন, 'আমি নিচের ফ্লোরে কাজ করছিলাম। হঠাৎ ভবন নড়ে ওঠে এবং উপর থেকে  চিৎকারের শব্দ আসে ৷ আমি লাফ দিয়ে ভবন থেকে বেরিয়ে আসি। মুহুর্তের মধ্যেই ধসে পড়ে ভবনটি ৷' 

তিনি বলেন, 'ধ্বংস স্তুপ থেকে একজন শ্রমিক বেরিয়ে আসতে সক্ষম হয়। কিন্তু গুরুতর আহত ছিলেন এবং পরে তিনি মারা যান।' 

গত মঙ্গলবার রাত ৯ টা ৪৫ মিনিটে এই ভবনধসের ঘটনা ঘটে। পেনাং উপ পুলিশ প্রধান ডেপুটি কমান্ডার দাতুক মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, ভবনের ভেতর ৯ জন আটকে ছিল। এর মধ্যে ৫ জনকে খুঁজে পাওয়া গিয়েছে।

ঘটনাস্থলে ১৪ টন ওজন এবং ১২ মিটার দৈর্ঘ্যের একটি স্তম্ভ আরও ১৪ টি স্তম্ভের উপর ধসে পড়লে ভবনটি ধসে যায়। নির্মাণ স্থানটিতে ১৮ জন শ্রমিক ছিলেন।

পেনাং ফায়ার এন্ড রেস্কিউ বিভাগের উপ পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, উদ্ধার কাজে দেরি হচ্ছে এবং কঠিন হয়ে পড়েছে কারণ পড়ে যাওয়া স্তম্ভগুলো খুবই ভারি। সেগুলো সরাতে বেগ পেতে হচ্ছে। আমাদের আরও বড় ও শক্তিশালী উদ্ধার যন্ত্র প্রয়োজন সেগুলো সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌছাতে।

;

পেনাংয়ে ভবনধস: ৩ বাংলাদেশি নিহত, আহত ২, ভেতরে আটকা ৪



স্পেশাল করেসপন্ডেন্ট, সাউথ-ইস্ট এশিয়া
পেনাংয়ে ভবনধস

পেনাংয়ে ভবনধস

  • Font increase
  • Font Decrease

মালয়েশিয়ার পেনাং শহরে এক ভয়াবহ ভবন ধসে এখন পর্যন্ত ৩ জন বাংলাদেশির মৃত্যু হয়েছে। ২ জন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি। এছাড়াও উদ্ধারকারী দল ধারণা করছে ৪ জন ধসে যাওয়া ভবনের ভেতর আটকা পড়েছেন। তাদের উদ্ধারের চেষ্টা চলছে। 

গত মঙ্গলবার রাত ৯টা ৪৫ মিনিটে এই ভবনধসের ঘটনা ঘটে। পেনাং উপ পুলিশ প্রধান ডেপুটি কমান্ডার দাতুক মোহাম্মদ ইউসুফ জান মোহাম্মদ বলেন, ভবনের ভেতর ৯ জন আটকে ছিল। এর মধ্যে ৫ জনকে খুঁজে পাওয়া গেছে। 

ঘটনাস্থালে ১৪ টন ওজন এবং ১২ মিটার দৈর্ঘ্যের একটি স্তম্ভ আরো ১৪টি স্তম্ভের ওপর ধসে পড়লে ভবনটি ধসে যায়। নির্মাণস্থানটিতে ১৮ জন শ্রমিক ছিলেন। তার মধ্যে ৯ জন ওই সময় নামাজ পড়তে যান বলে জানান তিনি। 

উপপুলিশ প্রধান আরো জানান, এখন পর্যন্ত তিনজনের মৃত্যু হয়েছে। দুজন ঘটনাস্থলেই মারা যান। আরেকজন হাসপাতালে পৌঁছালে মৃত্যুবরণ করেন। গুরুতর আহত আরো ২ জনকে পেনাং হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে। 

তিনি বলেন, আমাদের ধারণা ধসে পড়া ভবনে আরো ৪ জন শ্রমিক ফাঁদে আটকে পড়ে আছেন। ভবনটিতে কর্মরত সব শ্রমিকরাই বাংলাদেশি। 

পেনাং ফায়ার এন্ড রেস্কু বিভাগের উপ পরিচালক জুলফাহমি সুতাজি বলেন, উদ্ধার কাজে দেরি হচ্ছে এবং কঠিন হয়ে পড়েছে কারণ পড়ে যাওয়া স্তম্ভগুলো খুবই ভারি। সেগুলো সরাতে বেগ পেতে হচ্ছে। আমাদের আরো বড় ও শক্তিশালি উদ্ধার যন্ত্র প্রয়োজন সেগুলো সরাতে এবং আটকে পড়াদের কাছে পৌঁছাতে। 

;