পুতিনের রাশিয়া সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন লুলা



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সেন্ট পিটার্সবার্গ সফরের আমন্ত্রণ প্রত্যাখ্যান করেছেন।

শুক্রবার (২৬ মে) পুতিনের সাথে টেলিফোনে আলাপকালে তিনি এ আমন্ত্রণ প্রত্যাখ্যান করেন।

এদিকে, দিন কয়েক আগে লুলা ও ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদমির জেলেনস্কির মধ্যে বাক-বিতণ্ডায় জড়ান এবং জাপানে জি-৭ শীর্ষ সম্মেলনে তাদের পরিকল্পিত বৈঠক বাতিল হয়।

আগামী ১৪ থেকে ১৭ জুন সেন্ট পিটার্সবার্গে আন্তর্জাতিক অর্থনৈতিক ফোরামের সম্মেলন হওয়ার কথা রয়েছে। এ সম্মেলনে অংশ নিতে লুলাকে আমন্ত্রণ জানান পুতিন।

সেন্ট পিটার্সবার্গে যাওয়ার আমন্ত্রণের জন্যে লুলা টুইটারে পুতিনকে ধন্যবাদ দিয়ে বলেন, ‘এ মুহূর্তে আমার পক্ষে রাশিয়া সফর সম্ভব নয়।’

তবে শান্তির জন্যে সংঘাত নিয়ে কথা বলতে চীন, ইন্দোনেশিয়া ও ভারতের পাশাপাশি ব্রাজিলের থাকার কথাও তিনি পুনর্ব্যক্ত করেন।

গত বছর ২৪ ফেব্রুয়ারি রাশিয়া ইউক্রেনের ওপর হামলা চালায়। এর পর থেকে উভয়পক্ষে যুদ্ধ চলমান রয়েছে। এ প্রসঙ্গে লুলা বলেন, উভয়েই নিশ্চিত যে, তারা যুদ্ধে জয়ী হতে চলেছে।

এদিকে, গত বছর লুলা বলেছিলেন, যুদ্ধের জন্যে পুতিনের পাশাপাশি জেলেনস্কিও দায়ী। তবে এ মন্তব্যের জন্যে তিনি তীব্রভাবে সমালোচিত হন।

   

স্কটল্যান্ডে খালিস্তান সমর্থকদের বাধার মুখে ভারতীয় হাইকমিশনার



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
বিক্রম দুরাইস্বামী।। ছবি : সংগৃহীত

বিক্রম দুরাইস্বামী।। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

কানাডার পরে স্কটল্যান্ডে ফের প্রকাশ্যে এলো খালিস্তানি বিচ্ছিন্নতাবাদীদের সক্রিয়তা। এবার তাদের টার্গেট হয়েছেন যুক্তরাজ্যে নিযুক্ত ভারতীয় হাই কমিশনার বিক্রম দুরাইস্বামী।

ব্রিটেনের ভারতীয় হাই কমিশন সূত্রে হিন্দুস্তান টাইমস জানিয়েছে, দুরাইস্বামীকে শুক্রবার (২৯ সেপ্টেম্বর) স্কটল্যান্ডের একটি গুরুদ্বারে প্রবেশ করতে গিয়ে বাধার মুখে পড়তে হয়।

ভারতীয় হাই কমিশনারকে গুরুদ্বার পরিচালনা সমিতির কয়েকজন সদস্য জানিয়ে দেন যে, তিনি সেখানে স্বাগত নন।

প্রাথমিকভাবে জানা গেছে, ভারতে নিষিদ্ধ বিচ্ছিন্নতাবাদী সংগঠন শিখস ফর জাস্টিসের (এসএফজে) সমর্থকরাই ওই ঘটনা ঘটিয়েছে।

খালিস্তানি নেতা হারদীপ সিং নিজ্জারের হত্যার ঘটনায় কানাডার প্রধানমন্ত্রী জাস্টিন ট্রুডোর বিতর্কিত বিবৃতির পরে পর ভারত এবং কানাডার মধ্যে কূটনৈতিক টানাপড়েন চলছে। এই পরিস্থিতিতে স্কটল্যান্ডের ঘটনায় পরিস্থিতি নতুন মোড় নিতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।

সূত্রের খবর, আলবার্ট ড্রাইভে গ্লাসগো গুরুদ্বার কমিটির সঙ্গে বৈঠকের জন্য গিয়ে খালিস্তানপন্থীদের বিক্ষোভের মুখে পড়তে হয় ব্রিটেনের ভারতীয় হাই কমিশনারকে।

প্রসঙ্গত, যুক্তরাষ্ট্র, কানাডা, ব্রিটেনসহ কয়েকটি দেশে সক্রিয় রয়েছে বিচ্ছিন্নতাবাদী সংগঠন এসএফজে। পাঞ্জাবের মধ্যে ‘স্বাধীন এবং সার্বভৌম’ রাষ্ট্র গড়ার দাবি তুলেছে তারা।

২০১৯ সালের ১০ জুলাই এসএফজেকে পাঁচ বছরের জন্য নিষিদ্ধ ঘোষণা করে ভারতের কেন্দ্রীয় সরকার। তারা জানায়, ওই সংগঠন ভারতের সার্বভৌমত্ব এবং ভৌগোলিক অখণ্ডতার জন্য বড়সড় হুঁশিয়ারি।

২০২০ সালে সংগঠনের নেতা পান্নুনকে জঙ্গি ঘোষণাও করে ভারতের কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রণালয়। তাকে আটক করতে ইন্টারপোলকে ‘রেড নোটিস’ জারি করার অনুরোধও জানায় ভারত। যদিও এ বিষয়ে আরও তথ্য চেয়ে ওই আবেদন ফেরত পাঠায় ইন্টারপোল।

;

‘কসোভোয় হামলার পরিকল্পনা করেছেন সার্বিয়ার প্রেসিডেন্ট’



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। ছবি : সংগৃহীত

কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

সার্বিয়ার প্রেসিডেন্ট আলেকসান্ডার ভুসিক যুদ্ধ শুরুর লক্ষ্যে উত্তর কসোভোতে হামলার পরিকল্পনা করেছেন এবং নির্দেশ দিয়েছেন বলে অভিযোগ করেছেন কসোভোর প্রধানমন্ত্রী আলবিন কুর্তি।

প্রসঙ্গত, প্রায় ৩০ জন ভারী অস্ত্রধারী সার্ব হামলাকারী গত রবিবার বানজস্কা গ্রামে হামলা চালায়। সার্বিয়ার ওই সশস্ত্র যোদ্ধারা অর্থোডক্স মঠে হামলা চালালে উভয় পক্ষের সংঘর্ষে কসোভোর এক পুলিশ এবং তিন সার্ব হামলাকারী নিহত হন।

কয়েক ঘন্টা পরে পুলিশ মঠটি পুনরুদ্ধার করে প্রচুর অস্ত্র ও গোলাবারুদ উদ্ধার করে।

কসোভোর স্বরাষ্ট্রমন্ত্রী হেলাল ভেকলার মতে, সশস্ত্র হামলাকারীদের মধ্যে আহত ছয় সদস্যকে দক্ষিণ সার্বিয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে এবং বাকি হামলাকারীরা পালিয়ে গেছে।

আলবিন কুর্তি আল-জাজিরাকে বলেছেন, ‘বানজস্কায় সশস্ত্র হামলাকারীদের কাছ থেকে সার্বিয়ায় তৈরি অস্ত্র উদ্ধার করা হয়েছে, যা খোলা বাজারে পাওয়া যায় না। আমরা পাঁচ মিলিয়ন ইউরো মূল্যের গোলাবারুদ এবং অস্ত্র উদ্ধার করেছি, যার সবই সার্বিয়ার অস্ত্র কারখানায় তৈরি করা হয়েছে।’

তিনি আরও বলেন, ‘হ্যান্ড গ্রেনেড, মেশিনগান উদ্ধারের ঘটনায় এটা স্পষ্ট যে, সার্বিয়ার সেনাবাহিনী একটি আধাসামরিক বাহিনী গঠন করেছে।’

কুর্তি বলেন, ‘গত রবিবারের আক্রমণের চূড়ান্ত লক্ষ্য ছিল উত্তেজনা বাড়ানো। তারা চেয়েছিল আমাদের পুলিশ বানজস্কা মঠে প্রবেশ করুক, যাতে তারা সেই ছবি বিশ্বব্যাপী ছড়িয়ে দিতে পারে। কিন্তু, এটি ঘটেনি কারণ আমাদের পুলিশ খুব শক্তিশালী এবং খুব পেশাদার। ফলে, হামলাকারীরা পালিয়ে গেছে।’

তিনি আরও বলেন, ‘তারা গত রবিবার যুদ্ধ শুরু করতে চেয়েছিল। এটি সর্বজনবিদিত যে, সারাজেভোতে কীভাবে যুদ্ধ শুরু হয়েছিল। আমরা খুব সতর্ক ছিলাম যাতে অনুরূপ কিছু না ঘটে। কিন্তু, আমি মনে করি তারা যুদ্ধের শুরু থেকেই যুগোস্লাভিয়ার সাবেক এই প্রজাতন্ত্রে যুদ্ধ পরিস্থিতির পুনরাবৃত্তি করতে চেয়েছিল।’

কুর্তি বলেন, ‘মিলান রাডোসিক নামের একজন শীর্ষস্থানীয় কসোভো সার্ব রাজনীতিবিদ শুক্রবার স্বীকার করেছেন যে, তিনি হামলার পরিকল্পনা করেছিলেন এবং বেলগ্রেড থেকে সামরিক সরঞ্জাম এবং প্রস্তুতি গ্রহণ করেছিলেন। তারা সার্বিয়ার প্রেসিডেন্ট ভুসিকের কাছ থেকে রাজনৈতিক আদেশও পেয়েছিলেন।’

কসোভোর বেলগ্রেড সমর্থিত সার্ব রাজনৈতিক দল ‘সার্ব লিস্ট’-এর ভাইস প্রেসিডেন্ট রাডোসিক শুক্রবার তার অবস্থান থেকে পদত্যাগ করেন এবং আক্রমণটিকে কসোভো কর্তৃপক্ষের বিরুদ্ধে একটি প্রতিরক্ষা অভিযান বলে অভিহিত করেন।

;

পাকিস্তানের হামলায় ভারতীয় গোয়েন্দা সংস্থা জড়িত, দাবি পাক স্বরাষ্ট্রমন্ত্রীর



আন্তর্জাতিক ডেস্ক, বার্তা২৪.কম
পাকিস্তানের অন্তবর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি । ছবি: সংগৃহীত

পাকিস্তানের অন্তবর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি । ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের বেলুচিস্তান ও খাইবার-পাখতুনকওয়া প্রদেশে সন্ত্রাসী হামলার ঘটনায় ভারতের গোয়েন্দা সংস্থা, রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং (RAW) জড়িত বলে দাবি করেছেন দেশটির অন্তর্বর্তীকালীন স্বরাষ্ট্রমন্ত্রী সরফরাজ বুগতি। পাকিস্তানের গণমাধ্যম জিও নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।  

শনিবার (৩০ সেপ্টেম্বর) দেশটির কোয়েটা প্রদেশে এক সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন।

বুগতি বলেন, আমরা জানি কে এবং কারা কোথা থেকে এ ঘটনার ইন্ধন দিচ্ছে। কর্তৃপক্ষ জানে কারা এসব কর্মকাণ্ডে জড়িত। পাকিস্তানিরা এ হামলার প্রতিটি রক্তের ফোঁটার প্রতিশোধ নেবে।

দেশে জঙ্গি ও তাদের সহায়তাকারীদের কোনো স্থান নেই বলে জোর দিয়ে সন্ত্রাস নির্মূলে সব ধরনের শক্তি ব্যবহার করার প্রতিশ্রুতি দেন মন্ত্রী।

এদিকে, বেলুচিস্তানের মাস্তুং জেলায় ঈদে মিলাদুন নবীর মিছিলের প্রস্তুতি চলাকালীন আত্মঘাতী হামলার বিরুদ্ধে কোয়েটার কাউন্টার-টেররিজম ডিপার্টমেন্ট (সিটিডি) থানায় অজ্ঞাত হামলাকারীদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে। 

সিটিডির এক মুখপাত্র জিও নিউজকে জানান, খুন, খুনের চেষ্টা, সন্ত্রাসবিরোধী এবং বিস্ফোরক আইনে অভিযুক্তদের বিরুদ্ধে মামলা করা হয়েছে।

মুখপাত্র আরও জানান, ঘটনার পরে তদন্ত চলছে, তবে এখনও পর্যন্ত কাউকে গ্রেফতার করা হয়নি।

যুক্তরাষ্ট্রসহ, সৌদি আরব, সংযুক্ত আরব আমিরাত, ইরাক, আলজেরিয়া, ফ্রান্স, তুর্কি এবং মিশর এ সন্ত্রাসী হামলার নিন্দা জানিয়েছে।

দেশগুলো সকল প্রকার সহিংসতা, সন্ত্রাসবাদ এবং নাগরিকদের ভয় দেখানোর বিরুদ্ধে তাদের দৃঢ় অবস্থান পুন:ব্যক্ত করেছে এবং আহতদের দ্রুত সুস্থতার জন্য প্রার্থনা করছে।

উল্লেখ্য, পাকিস্তানে পরপর দুইবার বোমা হামলার ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৫৭ জন এবং আহত শতাধিক।



;

সাইফার মামলার তদন্তে দোষী সাব্যস্ত ইমরান খান



আন্তর্জাতিক ডেস্ক বার্তা২৪.কম
ইমরান খান। ছবি : সংগৃহীত

ইমরান খান। ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান এবং সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিকে শনিবার রাষ্ট্রীয় গোপনীয়তা প্রকাশের (সাইফার) মামলায় দোষী ঘোষণা সাব্যস্ত করেছে দেশটির শীর্ষ তদন্ত সংস্থা।

ফেডারেল ইনভেস্টিগেশন এজেন্সি (এফআইএ) তেহরিক-ই-ইনসাফ পার্টির (পিটিআই) চেয়ারম্যান ইমরান এবং তার ডেপুটি কুরেশির বিরুদ্ধে শনিবার চার্জশিট জমা দিয়েছে।

পাকিস্তান অবজারভারভারের ওয়েবসাইটের বরাতে এনডিটিভি জানিয়েছে, অফিসিয়াল সিক্রেটস অ্যাক্টের অধীনে প্রতিষ্ঠিত একটি বিশেষ আদালতে মামলাটির বিচারিক কার্যক্রম চলছে এবং ইমরান ও কুরেশি-উভয়ই বর্তমানে বিচার বিভাগীয় রিমান্ডে কারাগারে আটক রয়েছেন।

গত বছর মার্চ মাসে ওয়াশিংটনে দেশটির দূতাবাসের পাঠানো একটি গোপন কূটনৈতিক তথ্য প্রকাশ করায় অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট লঙ্ঘনের অভিযোগে গত মাসে গ্রেপ্তার হন ৭০ বছর বয়সি ইমরান খান।

সাইফার মামলায় পিটিআই নেতাদের বিচার শুরু করতে এবং আইন অনুযায়ী তাদের সাজা দেওয়ার জন্য আদালতকে অনুরোধ করেছে এফআইএ।

এফআইএ-এর চার্জশিটে ইমরান ও কুরেশির নাম থাকলেও পিটিআইয়ের সাবেক সাধারণ সম্পাদক আসাদ উমরের নাম নেই বলে জানা গেছে।

জিওটিভি জানিয়েছে, ওই মামলায় সাবেক মুখ্য সচিব আজম খানকে ইমরান খানের বিরুদ্ধে এফআইএ-এর শক্তিশালী সাক্ষী হিসাবে উপস্থাপন করা হয়েছে। এক্ষেত্রে ১৬৪ ধারায় জবানবন্দী দিয়েছেন আজম খান।

পাকিস্তান অবজারভার আরও জানিয়েছে, আদালতে চার্জশিটসহ ২৮ জন সাক্ষীর একটি তালিকা জমা দিয়েছে এফআইএ।

সাক্ষীদের তালিকায় পররাষ্ট্র সচিব আসাদ মজিদ, সাবেক পররাষ্ট্র সচিব সোহেল মাহমুদ এবং অতিরিক্ত পররাষ্ট্র সচিব ফয়সাল নিয়াজ তিরমিজির নাম রয়েছে বলে জানা গেছে।

এর আগে ২৬ সেপ্টেম্বর তৃতীয়বারের মতো ইমরান খানকে রিমান্ডে কারাগারে পাঠানো হয়েছিল। তার বিচার বিভাগীয় রিমান্ড প্রাথমিকভাবে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত এবং এরপর ২৬ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছিল।

;