বৃহস্পতিবারের রাশিফল

  • জ্যোতিষী রুবাই
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

মেষ/ এরিস (Aries) (মার্চ ২১ – এপ্রিল ২০): স্বাস্থ্য ভাল থাকবে। আর্থিক ঝঞ্ঝাট এড়াতে খরচ কম করুন। বাজেটের মধ্যে থাকুন। কর্মভাবে সহকর্মীদের আপনার উদার মানসিকতার সুযোগ নিতে দেবেন না। কর্মক্ষেত্রে স্বতস্ফূর্ততা থাকবে।

বৃষ/ টরাস (Taurus) (এপ্রিল ২১ – মে ২১): দিনটিতে কোনোভাবে তর্ক জড়িয়ে পড়তে পারেন। কোনটা প্রয়োজনীয় সেটা বুঝতে শিখুন। ক্রোধ নিয়ন্ত্রণে রাখুন। কর্মক্ষেত্রে ভাল ব্যবহার করুন। আর্থিক পরিস্থিতি খারাপ হতে পারে। পারিবারিক জমায়েত থেকে ভাল কিছু ঘটতে পারে।

বিজ্ঞাপন

মিথুন/ জেমিনি (Gemini) (মে ২২– জুন ২১): উত্তেজনা থেকে মুক্তি পাবেন। পরিবারের সদস্যদের সাহায্য পাবেন। অনুভূতি এবং চাপ মনের মধ্যে থাকতে পারে। প্রেম যোগ শুভ। প্রেমকে কেউ আলাদা করতে পারবে না। অর্থ অপব্যয় হবে।  সঞ্চয় করতে হবে।

কর্কট/ ক্যান্সার (Cancer) (জুন ২২ – জুলাই ২৩): কর্মক্ষেত্রে নিজে শক্ত রাখুন। ব্যবসায়ে আজকে অনেক কিছু শিখবেন। ব্যয় সন্ধান করতে পারবেন। প্রেমে উচ্ছাস অনুভব করবেন। কর্মক্ষেত্রে চমৎকার কিছু ঘটতে পারে।

সিংহ/ লিও (Leo) (জুলাই ২৪– আগস্ট ২৩): ক্ষমতা শক্তি অনেক বেশি আপনার, সেটিকে কাজে লাগান। অলস মানসিকতা ত্যাগ করুন। অপ্রত্যাশিত দায়িত্ব আজকে ঝামেলায় ফেলবে। প্রেম ভালবাসা গভীর থাকবে। সৃজনশীল ক্ষমতা থাকবে, যার প্রশংসা পাবেন পরবর্তীতে।

কন্যা/ ভার্গ (Virgo) (আগস্ট ২৪– সেপ্টেম্বর ২৩): নিজেকে গোছানোর সময় পাবেন। স্বাস্থ্য ভাল রাখতে হবে। সহজেই মূলধন জোগাড় করবেন। নতুন প্রকল্প শুরু করতে সক্ষম হবেন। পুঁজি বিনিয়োগ করতে পারেন।  রুক্ষ আচরণ দূরে সরিয়ে রাখুন, নয়তো পশ্তাবেন।

তুলা/ লিব্রা (Libra) (সেপ্টেম্বর ২৪– অক্টোবর ২৩): আশা আজকে বাস্তব রূপ পাবে। অর্থ বিনিয়োগ এবং সঞ্চয় দুইই হবে। পরিবারের থেকে পরামর্শ নিতে পারেন। আর্থিক পরিস্থিতি অনেক উন্নত হবে। বিবাহের প্রস্তাব আসতে পারে। সিদ্ধান্ত নেওয়ার আগে ভাবনা চিন্তা করুন। অযাচিত ভ্রমণে করতে পারেন।

বৃশ্চিক/ স্করপিও (Scorpio) (অক্টোবর ২৪– নভেম্বর ২২): স্বাস্থ্য ভাল থাকবে। পরিবারের সঙ্গে ভাল সময় কাটবে। আর্থিক অবস্থা উন্নত হবে। সন্তানের কাজ আপনাকে গর্বিত করবেন। আজকে জনপ্রিয়তা ঘিরে ধরতে পারে, অনেকের কাছেই আকর্ষণীয় হয়ে উঠবেন। সাফল্য নাগালে আসবে।

ধনু/স্যজিটেরিয়াস (Sagitarious) (নভেম্বর ২৩– ডিসেম্বর ২১): স্বাস্থ্য ভাল থাকবে। অর্থনৈতিক পরিস্থিতিও ভালো যাবে। নতুন ব্যবসা শুরু হতে পারে। ব্যবসায়িক পরিকল্পনা আকর্ষণীয় করে তুলবে। সহকর্মীদের সামলানোর জন্য কৌশলের প্রয়োজন। জীবন সঙ্গীকে এখুনি মনের সব কথা না বলাই ভালো।

মকর/ ক্যাপ্রিকন (Capricorn) (ডিসেম্বর ২২ – জানুয়ারি ২০): আপনার ব্যক্তিত্বকে আরও জোড়ালো করতে হবে। তাই সেটিকে উন্নত করুন। সহকর্মীর প্রতি নিজের বিশ্বাস বাড়িয়ে তুলতে হবে। আর্থিক অবস্থা উন্নত হবে। পুরনো আত্মীয়দের সঙ্গে সম্পর্ক ভাল হবে। প্রেমে সময় দরকার, সেটিকে ব্যয় করুন।

কুম্ভ/  অ্যাকুইরিয়াস (Aquarious) (জানুয়ারি ২১ – ফেব্রুয়ারি ১৯): ধার্মিক কাজে মনযোগ বৃদ্ধি পাবে। অর্থ উপার্জনের ক্ষেত্রে নতুন সুযোগ আসবে। নজর আকর্ষণের এক ভাল দিন। আবেগজনিত ঝামেলা বিপদে ফেলবে। অভিজ্ঞ ব্যক্তির সঙ্গে কথা বলুন। ভ্রমণে করতে পারেন। প্রেম জীবনে ব্যাঘাত ঘটবে।

মীন/ পিসেস (Pisces) (ফেব্রুয়ারি ২০ – মার্চ ২০): অন্যের সাথে খুশি ভাগ করে নিন। আর্থিক পরিস্থিতি শক্তিশালী থাকবে। অপ্রয়োজনীয় জিনিসে ব্যয় বাড়বে। বন্ধু এবং পরিবারের থেকে ভালোবাসা পাবেন। কোনোভাবে সহকর্মীর ভুল বোঝার কারণ হতে পারেন।