জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে ২৯ সিনেমা

  জাতীয় চলচ্চিত্র পুরস্কার
  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

জাতীয় চলচ্চিত্র পুরস্কার

২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য আবেদনের মেয়াদ শেষ হয়েছে আজ (২৫ জুন)।

বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড সূত্রে জানা গেছে, এক দফা আবেদনের মেয়াদ বাড়িয়ে ২০১৯ সালের জাতীয় চলচ্চিত্র পুরস্কারের জন্য জমা পড়েছে মোট ২৯ টি সিনেমা। এছাড়া স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র ৫টি, ৩টি ডকুমেন্টারি জমা পড়েছে।

বিজ্ঞাপন

এর আগে এক বিজ্ঞপ্তিতে ৫ এপ্রিলের মধ্যে চলচ্চিত্র জমা দেওয়ার আহ্বান জানিয়েছিল বাংলাদেশ চলচ্চিত্র সেন্সর বোর্ড। তবে করোনার কারণে নির্ধারিত সময়ে অনেকেই চলচ্চিত্র জমা দিতে না পারায় মেয়াদ বাড়িয়ে ২৫ জুন করা হয়।

১৯৭৫ সালে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রথম প্রদান করা হয়। বাংলাদেশ সরকার চলচ্চিত্র শিল্পের বিকাশ ও উন্নয়নে উল্লেখযোগ্য অবদানের জন্য ব্যক্তিবিশেষকে এবং শ্রেষ্ঠ চলচ্চিত্র ও প্রামাণ্যচিত্রকে জাতীয় চলচ্চিত্র পুরস্কার প্রদান করে থাকে।

বিজ্ঞাপন