বিয়ে নিবন্ধন ফরম হাতে ইতালির পথে আনুশকা



সেন্ট্রাল ডেস্ক ২

  • Font increase
  • Font Decrease
মিয়া-বিবি রাজি, তো কেয়া করে গা কাজি?‌ হুট করে বিমানে উড়ে যাওয়ার আগে শীত মৌসুমে খানিকটা ভালোবাসার উষ্ণতা ছড়িয়ে দিয়ে গেলেন বিরাট-আনুশকা। এরই মধ্যে আনুশকা নাকি বিয়ে নিবন্ধন অফিস থেকে ফরম তুলেছেন এবং বিয়ের জন্য ১২, ১৮ ও ২১ ডিসেম্বর এবং আগামী বছরের ৫ জানু্য়ারির তারিখ পেয়েছেন। যদিও সোশ্যাল মিডিয়ায় প্রচার হয়ে গেছে ১২ ডিসেম্বরই চার হাত এক হচ্ছে। জাহির–সাগরিকার বিয়ের পরই কথা উঠেছিল এবার বিরাট কোহলি তার দীর্ঘদিনের বান্ধবী আনুশকাকে খুব শিগগিরই বিয়ে করতে চলেছেন। বিরাট–আনুশকার বিয়ের খবর ইতোমধ্যেই ভাইরাল সোশ্যাল মিডিয়ায়। যদিও এ নিয়ে মুখ খুলতে নারাজ বিরুষ্কা। আসল খবর কী, তা কোনও সূত্রই সঠিকভাবে বলতে পারছে না। কিন্তু বিরুষ্কাকে নিয়ে একটু তদন্ত করলেই ব্যাপারটা মিলে যাবে। প্রথমত, বিরাট কোহলি বেশ কয়েকদিন ধরেই ছুটি নিয়ে ঘ্যানঘ্যান করছিলেন। তবে ছুটিটা ঠিক কী কারণে তার চাই, তা স্পষ্ট ছিল না। এটা ঠিকই টানা ৪৮ মাস ধরে ম্যাচ খেলার পর বিরাটের শরীর বিশ্রাম চাইছিল আর সেই বিশ্রামের ফাঁকেই বিয়েটাও সেরে ফেলতে চাইছেন ভারতীয় দলের মোস্ট এলিজেবল ব্যাচেলর। অন্যদিকে, বৃহস্পতিবার বিরাটের ইতালি উড়ে যাওয়ার পরই আনুশকার পেছন পেছন ইতালি  যাওয়ার পেছনে কী,  তাও স্পষ্ট নয়। যদিও আগেও এই যুগলকে একান্তে বিদেশে সময় কাটাতে দেখা গিয়েছে। এবারও কী সেরকম কিছু? তবে জল্পনা আরও ‌একটু বেড়ে গেল, যখন দেখা গেল আনুশকার পরিবারও ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছে। তাহলে কী দুই পরিবারের ঘনিষ্ঠদের উপস্থিতিতেই ডেস্টিনেশন বিয়েটা সেরে ফেলতে চাইছেন আনুশকা ও বিরাট?‌ মুম্বাই বিমানবন্দরে অবশ্য আনুশকার গতিবিধি ধরা পড়েছে সংবাদমাধ্যমের ক্যামেরায়। সাংবাদিকেরা বারবার প্রশ্ন করলেও, আনুশকা কোনও উত্তর দেননি। সোজা এয়ারপোর্টের ভেতরে চলে যান। তার মা–বাবাকেও দেখা যায় ট্রলি ঠেলে ভেতরে ঢুকে যেতে। কিন্তু বিরাট আগাগোড়া নিজেকে একটি কালো জ্যাকেটে মুড়ে রেখেছিলেন, যাতে তাকে কেউ চিনতে না পারেন। এমনকি, নিরাপত্তারক্ষীর সঙ্গে সেলফিও তুলতে অস্বীকার করেন। যদিও এদিনও বিরাট এবং আনুশকা— দু’‌জনের বাড়ির তরফেই বিয়ের সত্যতা স্বীকার করা হয়নি। বিরাট তার ঘনিষ্ঠ বন্ধুবান্ধবের টিকিট ইতোমধ্যেই বুক করিয়ে দিয়েছেন। এমনকি, তার ছোটবেলার কোচ রাজকুমার শর্মাও বিয়েতে যাবেন বলে দিল্লির কোয়ার্টার ফাইনাল ম্যাচে হাজির থাকতে পারছেন না। তবে, রাজকুমার নাকি জানিয়েছেন, তার ভাইপোর বিয়ে!‌ আরেক সংবাদপত্রের খবর অনুযায়ী, মুম্বাইয়ের ভার্সোভার যে অ্যাপার্টমেন্টে থাকেন আনুশকা, সেখানকার কিছু প্রতিবেশীকেও নিমন্ত্রণ করেছেন এই অভিনেত্রী। সব মিলিয়ে ব্যাপার বেশ রহস্যময়। বিরুষ্কাকে নিয়ে তদন্ত করতে গিয়ে আরও রোমাঞ্চকর তথ্য জানা গিয়েছে। বিরাট–আনুশকার ব্রেক আপের পর যখন পুনরায় প্যাচ–আপ হয় তাদের, তখন দেরাদুনে এক সাধুবাবার আশ্রমে আর্শীবাদ নিতে গিয়েছিলেন দু’‌জনে। শোনা যাচ্ছে, সেই সাধু মহারাজকেও ইতালিতে উড়িয়ে নিয়ে যাওয়া হচ্ছে। অতএব সোশ্যাল মিডিয়াকে যতই বুদ্ধু বানানোর চেষ্টা হোক, বিষয়টি স্পষ্ট। এখন ফাইনাল নাইট ১২ না হলে ১৮, ফের যখন ভারতে ফিরবেন বিরাট, তখন নিশ্চয়ই বউ নিয়েই ফিরবেন। সূত্র: আজকাল।
   

হলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিতে টাবু



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

টাবু / ছবি : ইন্সটাগ্রাম

  • Font increase
  • Font Decrease

ডেনিস ভিলেনিউভ পরিচালিত ব্লকবাস্টার হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ডুন’-এর প্রিকুয়েল সিরিজ ‘ডুন : প্রোফেসি’তে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের টাইমলেস বিউটি টাবু।

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, টাবু এই সিরিজে সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় অভিনয় করবেন। যে চরিত্রকে ভ্যারাইটি ‘শক্তিশালী, ‘বুদ্ধিমান’ এবং ‘আকর্ষণীয়’ চরিত্র হিসাবে বর্ণনা করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়ার মতো চরিত্র এটি।

টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

এইবিও ম্যাক্সের সিরিজ ‘ডুন : প্রোফেসি।’ এটি ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসনের ‘সিস্টারহুড অফ ডুন’ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। এর আগে সিরিজটির নাম ছিল ‘ডুন : দ্য সিস্টারহুড।’

এর আগেও আন্তর্জাতিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে টাবুর। তিনি ‘দ্য নেমশেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’তে অভিনয় করেছিলেন।

‘ডুন : প্রোফেসি’র প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা। এই সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ-সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন-ফ্র্যাঙ্কলিন।

টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

টাবু অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘ক্রু’। তিন নারী বিমানবালার গল্প নিয়ে তৈরী এই হিন্দি সিনেমা বক্সঅফিসে দারুণ সফলতা পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, কপিল শর্মা প্রমুখ।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

;

মৃণাল সেনের জন্মশতবার্ষিকীতে টিজার নিয়ে হাজির চঞ্চল



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী

‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী

  • Font increase
  • Font Decrease

২০১৮ সালের ৩০ ডিসেম্বর বিদায় নেন উপমহাদেশের অন্যতম সেরা চলচ্চিত্র নির্মাতা মৃণাল সেন। তার মৃত্যুতে কলকাতাজুড়ে নেমেছিল শোকের ছায়া। হাজার হাজার দর্শক, সিনেমা অঙ্গনের মানুষ রাস্তায় নেমেছিল প্রিয় নির্মাতাকে শেষ শ্রদ্ধা জানাতে।

গতকাল ছিল (১৪ মে) মৃণাল সেনের জন্মশতবার্ষিকী। এ উপলক্ষে ‘পদাতিক’ সিনেমার টিজার প্রকাশ করা হয়েছে। চিরবিদায়ের সেই দৃশ্য দিয়েই শুরু হয়েছে ‘পদাতিক’ সিনেমার টিজার। যেটা নির্মিত হয়েছে মৃণাল সেনের জীবন ও কর্ম নিয়ে। বানিয়েছেন সৃজিত মুখার্জি। টলিউডের এই ছবি বাংলাদেশের জন্য বিশেষ, কারণ এর কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ মৃণাল সেনের ভূমিকায় অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী।

‘পদাতিক’-এর দৃশ্য

এক মিনিট ৩৭ সেকেন্ডের এই ঝলকে ছবির কিছু গুরুত্বপূর্ণ দৃশ্য উপস্থাপন করা হয়েছে। সিনেমার প্রতি মৃণাল সেনের ভালোবাসা, বিশ্ব মঞ্চে বাংলা সিনেমা তুলে ধরা কিংবা স্ত্রীর সঙ্গে গীতা সোমের সঙ্গে তার সম্পর্ক; এসবের টুকরো চিত্র দেখানো হয়েছে টিজারে। আর শেষটা হয়েছে সিনেমাটিক কায়দায়, চঞ্চলের মুখে ‘কাট ইট’ সংলাপ দিয়ে।

‘পদাতিক’-এর দৃশ্য

ছবিটি নিয়ে চঞ্চল চৌধুরী আগেই বলেছেন, ‘মৃণাল সেনের চরিত্রে অভিনয় করাটা একটা দুঃসাহসিক ব্যাপার। এই চরিত্রে অভিনয় করার জন্য সাহস থাকতে হয়। সেই সাহসটি আমার আছে কিনা, একজন তৃতীয় ব্যক্তি হয়ে বিষয়টা চিন্তা করলে আমার তো অবিশ্বাস্য লাগছে। তবু দুঃসাহস নিয়ে, কাজের প্রতি একটা লোভ, স্বপ্ন থাকার কারণে এই কাজটি করা। তার ওপর সৃজিত মুখার্জির সঙ্গে কাজ করা। সৃজিতের কাজগুলো দেখে আগে থেকেই তার সঙ্গে কাজ করার ইচ্ছা ছিল।’

‘পদাতিক’-এ মৃণাল সেনের ভূমিকায় চঞ্চল চৌধুরী

‘পদাতিক’-এ মৃণালের স্ত্রীর ভূমিকায় অভিনয় করেছেন মনামী ঘোষ। এছাড়াও ছবিটিতে আছেন জীতু কমল, কোরাক সামন্ত প্রমুখ। ছবির সংগীতের দিকটা সামলেছেন ইন্দ্রদীপ দাশগুপ্ত। টিজার প্রকাশ করা হলেও ছবিটির মুক্তির তারিখ এখনও উন্মোচন করেননি সংশ্লিষ্টরা।

;

পরী, মিমের পর এবার স্বস্তিকার সঙ্গে শরিফুল রাজ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
শরিফুল রাজ ও স্বস্তিকা মুখার্জি

শরিফুল রাজ ও স্বস্তিকা মুখার্জি

  • Font increase
  • Font Decrease

মেধাবী চলচ্চিত্র অভিনেতা শরিফুল রাজ এখন ব্যক্তিজীবন নিয়েই বেশি চর্চিত। মাঝে নতুন নায়িকার বিপরীতে ‘কাজলরেখা’, `ওমর’ সিনেমাগুলো করলেও সেটি খুব একটা জমে ওঠেনি। তার ক্যারিয়ারের সবচেয়ে বড় হিট ছবি ছিল জনপ্রিয় নায়িকা বিদ্যা সিনহা মিমের বিপরীতে ‘পরাণ’। এর আগে তিনি অভিনয় করেছেন আরেক জনপ্রিয় স্ত্রী এবং তার একসময়ের স্ত্রী পরীমণির সঙ্গে। এবার আরেক প্রখ্যাত নায়িকার বিপরীতে কাজ করতে চলেছেন শরিফুল রাজ।

হিমু আকরামের পরিচালনায় ‘আলতাবানু জোছনা দেখেনি’ নামের একটি ছবিতে নায়িকা হচ্ছেন পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি, এমন খবর বেশ পুরনো। ছবিটির শুটিংয়ের তারিখ কয়েক দফা পিছেয়েছে।

স্বস্তিকা মুখার্জি

গত বছরের সেপ্টেম্বরে নাট্য নির্মাতা হিমু আকরাম ‘আলতাবানু জোছনা দেখেনি’ ছবির ঘোষণা দিয়েছিলেন। বলেছিলেন, নায়িকা থাকছেন স্বস্তিকা মুখার্জি। তার বিপরীতে কে অভিনয় করবেন, সেটা জানাতে পারেননি। নির্মাতা বলেছিলেন, স্বস্তিকার জন্য নায়ক খোঁজা হচ্ছে। অবশেষে পাওয়া গেল স্বস্তিকার নায়ক। তিনি হলেন শরিফুল রাজ। প্রযোজনা সংস্থার সূত্রে স্বস্তিকার নায়ক হিসেবে শরিফুল রাজের চুক্তিবদ্ধ হওয়ার খবর জানা যায়। যদিও এ ব্যাপারে নির্মাতা হিমু আকরামের সঙ্গে যোগাযোগ করা হলে সাড়া মেলেনি।

‘আতলাবানু জোসনা দেখেনি’ প্রযোজনা করতে যাচ্ছে বেঙ্গল মাল্টিমিডিয়া। শরিফুল রাজ-স্বস্তিকা ছাড়াও ‘আতলাবানু জোসনা দেখেনি’ ছবিতে মামুনুর রশীদ ইরেশ যাকের, সোহেল মণ্ডলসহ অনেকের অভিনয়ের কথা আছে।

শরিফুল রাজ

বহু নাটক নির্মাণ করেছেন হিমু আকবর। এবার নিজের গল্পেই প্রথম ছবি বানাবেন তিনি। চিত্রনাট্য লিখেছেন হিমু আকরাম, মোহাম্মদ নাজিম উদ দৌলা ও মোহাম্মদ নাজিম উদ্দিন। খোঁজ নিয়ে জানা যায়, সৈয়দপুর, সুন্দরবন, রাজেন্দ্রপুরের শালবনে অনেকটা রহস্যে ঘেরা গল্পে এ ছবির শুটিং হওয়ার কথা আছে চলতি বছরে।

;

এবার সেমি ক্ল্যাসিক্যাল গেয়ে প্রশংসায় ভাসছেন অভিনেতা অনির্বাণ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
অনির্বাণ ভট্টাচার্য

অনির্বাণ ভট্টাচার্য

  • Font increase
  • Font Decrease

‘কিচ্ছু চাইনি আমি’ গেয়ে রাতারাতি গায়ক হিসেবে খ্যাতি পেয়েছিলেন টালিগঞ্জের অন্যতম মেধাবী অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য। ‘শাহজাহান রিজেন্সি’ সিনেমার গানটি এখনো মানুষের মুখে মুখে ফেরে। গানটির জন্য ফিল্মফেয়ারসহ একাধিক পুরস্কারও ঝুলিতে পুরেছেন অনির্বাণ।

গানটি প্রকাশের প্রায় ছয় বছর পর আবারও গান গেয়ে আলোচনায় এলেন এই অভিনেতা কাম নির্মাতা। কলকাতার টিভি চ্যানেল জি বাংলার ‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চে ‘নয়ন সরসী কেন ভরেছে জলে’ গানের প্রথম কলি গেয়ে প্রশংসা পেয়েছেন অনির্বাণ।

‘সারেগামাপা লেজেন্ডস’-এর মঞ্চে গায়ক অভিজিৎ ভট্টাচার্য ও অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

মুকুল দত্তের লেখা গানটি কিশোর কুমারের সুরে গেয়েছেন ভারতীয় গায়ক অভিজিৎ ভট্টাচার্য। অনিবার্ণের কণ্ঠে নিজের গাওয়া গান শুনে অভিজিৎও মুগ্ধ হয়েছেন। অনুষ্ঠানটি উপস্থাপনা করছেন অনির্বাণ।

জি বাংলার ফেসবুক পেজে অনির্বাণের গানের ভিডিওটি প্রকাশ্যে আসার পর সেটি ফেসবুকে ভাইরাল হয়েছে। অনেকেই ফেসবুকে লিখেছেন, ‘অপূর্ব। কত কী যে লুকিয়ে রেখেছেন ওই অভিনয়ের আড়ালে!’ কেউ কেউ আবার লিখেছেন, ‘অর্নিবাণ দাদা, এত দিন তোমার মুভিতে অভিনয় দেখেছি। অভিনয়ে তো তুমি সেরা, কিন্তু গানের গলা যে তোমার এত সুন্দর, জানতাম না। তুমি সবেতেই সেরা।’

এর আগে ২০২০ সালে মুক্তিপ্রাপ্ত ‘ড্রাকুলা স্যার’ সিনেমায় ‘প্রিয়তমা’ গানেও কণ্ঠ দিয়েছেন তিনি।

অভিনেতা অনির্বাণ ভট্টাচার্য

মঞ্চ, চলচ্চিত্র ও টিভি নাটকে অভিনয়ের পাশাপাশি নির্মাতা হিসেবেও পরিচিতি পেয়েছেন তিনি। বাদল সরকারের নাটক অবলম্বনে ‘বল্লভপুরের রূপকথা’ নির্মাণ করে প্রশংসিত হয়েছেন অনির্বাণ। আগামী ১৪ জুন মুক্তির অপেক্ষায় থাকা ‘অথৈ’ সিনেমায় দেখা যাবে অনির্বাণকে।

;