৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডস

ইতিহাস গড়লো ‘ব্ল্যাক প্যান্থার’, মনোনয়নে এগিয়ে ‘রোমা’ ও ‘দ্য ফেভারিট’



বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর
ছবিঃ সংগৃহীত

ছবিঃ সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অস্কার দৌড়ে এগিয়ে গেলো নেটফ্লিক্স প্রযোজিত আলফনসো কুয়ারনের ‘রোমা’ ও ইয়র্গেস লানতিমসের ‘দ্য ফেভারিট’। দুটি ছবিই ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসে সর্বাধিক ১০টি করে মনোনয়ন পেয়েছে। মঙ্গলবার (২২ জানুয়ারি) বাংলাদেশ সময় সন্ধ্যা ৭টা ২০ মিনিটে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে বিশ্ব চলচ্চিত্রের সবচেয়ে মর্যাদাপূর্ণ পুরস্কার অস্কারের ৯১তম আসরের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। মনোনীতদের ছবি ও কলাকুশলীদের নাম ঘোষণা করেন পাকিস্তানি বংশোদ্ভুত আমেরিকান অভিনেতা কুমাইল নানজিয়ানি ও মার্কিন অভিনেত্রী ট্রেসি এলিস রস।

ইতিহাস গড়লো ‘ব্ল্যাক প্যান্থার’
প্রথম সুপারহিরো ছবি হিসেবে অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের ইতিহাসে সেরা চলচ্চিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে মার্ভেল কমিকস অবলম্বনে নির্মিত ‘ব্ল্যাক প্যান্থার’। রায়ান কুগলার পরিচালিত ছবিটি মোট সাতটি বিভাগে মনোনীত হয়েছে। বাকিগুলো হলো মৌলিক গান, মৌলিক সুর, শব্দমিশ্রণ, শব্দ সম্পাদনা, পোশাক পরিকল্পনা ও শিল্প নির্দেশনা বিভাগ। সেরা ছবি বিভাগে ‘ব্ল্যাক প্যান্থার’-এর সঙ্গে লড়ছে ‘দ্য ফেভারিট’, ‘ভাইস’, ‘রোমা’, ‘গ্রিন বুক’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ও ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’। এর মধ্যে ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ও ব্যবসাসফল ছবি। কুইন ব্যান্ডের গায়ক ফ্রেডি মার্কারির বায়োপিকটি মনোনীত হয়েছে পাঁচটি বিভাগে। এতে অভিনয়ের জন্য রামি মালিক সেরা অভিনেতা শাখায় মনোনয়ন পেয়েছেন। কৃষ্ণাঙ্গ পিয়ানো বাদক ও তার শ্বেতাঙ্গ গাড়িচালকের বন্ধুত্বকে ঘিরে নির্মিত ‘গ্রিন বুক’ও পাঁচটি মনোনয়ন পেয়েছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/22/1548178211382.jpg
‘ব্ল্যাক প্যান্থার’ ছবির দৃশ্য

 

‘রোমা’র দৌড়
স্প্যানিশ ও মেক্সিকান ভাষায় নির্মিত সাদাকালো ছবি ‘রোমা’র মাধ্যমে অস্কারে সেরা চলচ্চিত্র বিভাগে প্রথমবার মনোনয়নের স্বাদ পেলো নেটফ্লিক্স। বিদেশি ভাষার ছবি বিভাগেও লড়ছে এটি। এই ছবির সুবাদে সেরা পরিচালক, সেরা চিত্রগ্রাহক ও সেরা চিত্রনাট্য শাখার মনোনয়ন পেয়েছেন আলফনসো কুয়ারন। মেক্সিকো সিটির আবাসিক এলাকা রোমায় বেড়ে উঠেছেন ‘গ্র্যাভিটি’ খ্যাত অস্কারজয়ী এই নির্মাতা। মা ও দুই গৃহকর্মী তাকে লালন-পালন করেছেন সেখানে। ৫৬ বছর বয়সী এই পরিচালক ‘রোমা’য় সত্তর দশকের গোড়ার দিককার নিজের মধ্যবিত্ত পরিবারের একবছরের গল্প তুলে ধরেছেন। ভেনিস চলচ্চিত্র উৎসবে স্বর্ণসিংহ জিতেছে এটি। ‘রোমা’য় গৃহকর্মীর চরিত্রে দারুণ অভিনয়ের সুবাদে অস্কারে সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন ইয়ালিৎসা অ্যাপারিসিও। এছাড়া মেরিনা ডি তাভিরা সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগের মনোনয়ন পেয়েছেন।

ফেভারিট ‘দ্য ফেভারিট’
ফক্স সার্চলাইট প্রযোজিত ‘দ্য ফেভারিট’ ১০টি মনোনয়ন পেয়ে অস্কারের দৌড়ে ফেভারিট হয়ে গেলো। ছবিটি তৈরি অষ্টাদশ শতকের ঐতিহাসিক প্রেক্ষাপটে। এতে ব্রিটিশ রানী অ্যান চরিত্রে অভিনয়ের জন্য অলিভিয়া কোলম্যান সেরা অভিনেত্রী বিভাগে মনোনীত হয়েছেন। ছবিটির অন্য দুই অভিনেত্রী র‌্যাচেল ভাইস ও এমা স্টোন উভয়ে সেরা পার্শ্ব-অভিনেত্রী বিভাগের মনোনয়ন পেয়েছেন। ‘দ্য ফেভারিট’-েএর জন্য সেরা পরিচালক বিভাগে মনোনীত হয়েছেন গ্রিক নির্মাতা ইয়র্গেস লানতিমস।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/22/1548178257654.jpg
‘দ্য ফেভারিট’ ছবির দৃশ্য

 

সপ্তমবার ক্লোজ
বর্ষীয়ান অভিনেত্রী গ্লেন ক্লোজ অস্কারে ছয়বার মনোনয়ন পেয়েছিলেন। কিন্তু প্রতিবারই শূন্য হাতে ফিরতে হয়েছে তাকে। এবার ‘দ্য ওয়াইফ’ তাকে এনে দিয়েছে অস্কারের সপ্তম মনোনয়ন। দেখা যাক, তার ভাগ্যে কী আছে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/22/1548178296567.jpg
গ্লেন ক্লোজ

অস্কারে ভারতীয় প্রেক্ষাপটের প্রামাণ্যচিত্র
এবারের অস্কারে স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্র বিভাগে মনোনয়ন পেয়েছে ‘ব্ল্যাক শিপ’, ‘এন্ড গেম’, ‘লাইফবোট’, ‘অ্যা নাইট অ্যাট দ্য গার্ডেন’, ‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’। এই পাঁচটি ছোট দৈর্ঘ্যের প্রামাণ্যচিত্রের মধ্যে ‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’ নিয়ে ব্যাপক আলোচনা চলছে। এটি তৈরি হয়েছে ভারতীয় প্রেক্ষাপটে। মেয়েদের মাসিককে ঘিরে চিরাচরিত কুসংস্কার ও অন্ধবিশ্বাসের বিরুদ্ধে নারীদের সংগ্রামই এর বিষয়বস্তু। এতে রয়েছে স্যানিটারি ন্যাপকিন মেশিন তৈরি করে বিপ্লব ঘটানো সমাজকর্মী অরুণাচালাম মুরুগানানথামের কথা। ছবিটির নির্বাহী প্রযোজক গুনীত মঙ্গা। তার প্রতিষ্ঠান শিক্ষা এন্টারটেইনমেন্ট এর আগে ‘দ্য লাঞ্চবক্স’ ও ‘মাসান’-এর মতো প্রশংসিত ছবি সহ-প্রযোজনা করেছে। উত্তর ভারতের হাপুরে প্যাড মেশিন স্থাপনে নারী ও মেয়েদের অভিজ্ঞতা বর্ণনা করা হয়েছে ২৬ মিনিটের স্বল্পদৈর্ঘ্য প্রামাণ্যচিত্রটিতে। লস অ্যাঞ্জেলেসের ওকউড স্কুলের একদল শিক্ষার্থী ও তাদের শিক্ষিকা মেলিসা বার্টনের গড়া দ্য প্যাড প্রজেক্ট সংগঠনের উদ্যোগে ছবিটি তৈরি হয়েছে। এটি পরিচালনা করেছেন ইরানি বংশোদ্ভুত আমেরিকান নির্মাতা রায়কা জেহতাবশি।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/22/1548178907496.jpg
‘পিরিয়ড. এন্ড অব সেনটেন্স’ ছবির দৃশ্য

 

উপেক্ষিতরা
‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির জন্য সেরা অভিনেতা বিভাগে মনোনয়ন পেলেও সেরা পরিচালক শাখায় উপেক্ষিত ব্র্যাডলি কুপার। তার ছবি দ্বিতীয় সর্বাধিক আটটি বিভাগে মনোনীত হয়েছে। এর মধ্যে সেরা অভিনেত্রী বিভাগে মনোনয়ন পেয়েছেন গায়িকা লেডি গাগা। এছাড়া গাগার গাওয়া ‘শ্যালো’ সেরা মৌলিক গান বিভাগে আছে এগিয়ে। এশীয় তারকাপ্রধান ছবি ‘ক্রেজি রিচ এশিয়ানস’ একটি বিভাগেও মনোনয়ন পায়নি অস্কারে। এছাড়া ‘ব্ল্যাক প্যান্থার’-এর জন্য রায়ান কুগলার সেরা পরিচালক শাখায় জায়গা পাননি।
https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/22/1548179820263.jpg

সবচেয়ে বেশি মনোনীত ছবিগুলো
দ্য ফেভারিট, রোমা (১০টি)
অ্যা স্টার ইজ বর্ন, ভাইস (৮টি)
ব্ল্যাক প্যান্থার (৭টি)
ব্ল্যাকক্ল্যান্সম্যান (৬টি)
বোহেমিয়ান র‌্যাপসোডি, গ্রিন বুক (৫টি)
ফার্স্ট ম্যান, ম্যারি পপিনস রিটার্নস (৪টি)

উপস্থাপক ছাড়াই অস্কার
সমকামি-ভীতি নিয়ে টুইট করে বিতর্কে জড়িয়ে কমেডিয়ান কেভিন হার্ট নিজের নাম প্রত্যাহার করে নেওয়ায় এবারের অস্কারে উপস্থাপক থাকছেন না কেউ। ৯১ বছরের ইতিহাসে এ নিয়ে দ্বিতীয়বারের মতো এমন ঘটনা দেখা যাবে।

https://img.imageboss.me/width/700/quality:100/https://img.barta24.com/uploads/news/2019/Jan/22/1548178328100.jpg
২০১৮ সালের অস্কার মঞ্চ

 

আগামী ২৪ ফেব্রুয়ারি হলিউডের ডলবি থিয়েটারে বসবে ৯১তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের জমকালো আসর। এখানেই বিজয়ীদের নাম ঘোষণা ও পুরস্কার প্রদান করা হবে। এবিসি নেটওয়ার্কের মাধ্যমে বিশ্বের ২২৫টিরও বেশি দেশে সরাসরি সম্প্রচার করা হবে অনুষ্ঠানটি।

   

ভাঙা হাতে কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার কালো যাদু



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

  • Font increase
  • Font Decrease

ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ ৭৭তম জমকালো এই আসরে ইতোমধ্যে নজরকাড়া লুকে ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি সব তারকা। এবার ভাঙা হাতে কানের লাল গালিচায় কালো যাদু দেখালেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার (১৬ মে) কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সম্মোহনী জাদু চালালেন বলিউডের রাই সুন্দরী। পঞ্চাশের গণ্ডি পেরোনো ঐশ্বর্যর রূপর ছটায় ঝলমলিয়ে উঠল কান। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার কালো যাদু

রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার।

মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হয়েছেন বচ্চন বধূ। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। রেড কার্পেটেও প্লাস্টার হাতেই দেখা মিলল তার।

ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়নাসহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।

;

মিশা-ডিপজল প্যানেলকে সংবর্ধনা জানালেন নিপুণ সমর্থিত শিল্পীরা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মিশা-ডিপজল প্যানেলকে সংবর্ধনা জানালেন নিপুণ সমর্থিত শিল্পীরা

মিশা-ডিপজল প্যানেলকে সংবর্ধনা জানালেন নিপুণ সমর্থিত শিল্পীরা

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ সমর্থিত ১০৩ জন শিল্পী।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নেন তারা। এ সময় শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল।

কার্যনির্বাহী সদস্যরা হলেন সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু রিয়ানা পারভিন পলি ও সনি রহমান।

;

হাতে চোট নিয়ে মেয়ের সঙ্গে কানের পথে ঐশ্বরিয়া



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
হাতে প্লাস্টার নিয়ে বিমানবন্দরে ঐশ্বরিয়া রাই

হাতে প্লাস্টার নিয়ে বিমানবন্দরে ঐশ্বরিয়া রাই

  • Font increase
  • Font Decrease

কান চলচ্চিত্র উৎসব মানেই যেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই। এ বছরও সাবেক বিশ্ব সুন্দরী রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুত। বুধবার সন্ধ্যায় মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বিমানবন্দরে কানের উদ্দেশে রওনা দিতে দেখা যায় তাকে। তবে ভক্তদের চমকে দিয়েছে চোট পাওয়া তার ডান হাত। তাতে করা হয়েছে প্লাস্টার। এত বড় একটি উৎসবের আগে এ কী হয়ে গেল ঐশ্বরিয়ার!

পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে গাড়ি থেকে নামছেন ঐশ্বরিয়া। অভিনেত্রীর ডান হাতে প্লাস্টার করা। তবে বাম হাতে কিন্তু ধরে ছিলেন আরাধ্যারই হাত। কালো পোশাকের সঙ্গে ছিল হাঁটু সমান লম্বা একটা নীল রঙের কোট। আর আরাধ্যাকে দেখা গেল নীল রঙের হুডি ও কালো প্যান্টে। মায়ের কানযাত্রার সঙ্গী সে!

বিমান বন্দরে ঢোকার আগে ঐশ্বর্য কয়েক সেকেন্ডের জন্য সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে হাত নাড়েন এবং তারপরে চলে যান কানের উদ্দেশে উড়ে যেতে।


রাই-সুন্দরীর হাতের প্লাস্টার কপালে ভাঁজ ফেলেছে তাঁর ভক্তদের। একজন লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী নায়িকা ঐশ্বর্য। কান উৎসবে ওকে দেখার জন্য আর তর সইছে না। অনেক ভালোবাসি’।

ঐশ্বর্য রাই ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তাঁর ছবি দেবদাস এখানেই প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল'রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট মাতিয়ে রেখেছেন।

ঐশ্বরিয়া ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে এই বছর দেখা যাবে অদিতি রাও হায়দারি, শোবিতা ধুলিপালা ও কিয়ারা আদভানিকে।

;

হলিউডের ব্লকবাস্টার ফ্র্যাঞ্চাইজিতে টাবু



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

টাবু / ছবি : ইন্সটাগ্রাম

  • Font increase
  • Font Decrease

ডেনিস ভিলেনিউভ পরিচালিত ব্লকবাস্টার হলিউড ফ্র্যাঞ্চাইজি ‘ডুন’-এর প্রিকুয়েল সিরিজ ‘ডুন : প্রোফেসি’তে অভিনয় করতে যাচ্ছেন বলিউডের টাইমলেস বিউটি টাবু।

আন্তর্জাতিক গণমাধ্যম ভ্যারাইটির একটি প্রতিবেদনে বলা হয়েছে, টাবু এই সিরিজে সিস্টার ফ্রান্সেসকার ভূমিকায় অভিনয় করবেন। যে চরিত্রকে ভ্যারাইটি ‘শক্তিশালী, ‘বুদ্ধিমান’ এবং ‘আকর্ষণীয়’ চরিত্র হিসাবে বর্ণনা করেছে। প্রতিবেদনটিতে বলা হয়েছে, মনে দীর্ঘস্থায়ী ছাপ রেখে যাওয়ার মতো চরিত্র এটি।

টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

এইবিও ম্যাক্সের সিরিজ ‘ডুন : প্রোফেসি।’ এটি ব্রায়ান হারবার্ট এবং কেভিন জে অ্যান্ডারসনের ‘সিস্টারহুড অফ ডুন’ উপন্যাসের উপর ভিত্তি করে তৈরি। এর আগে সিরিজটির নাম ছিল ‘ডুন : দ্য সিস্টারহুড।’

এর আগেও আন্তর্জাতিক ছবিতে কাজ করার অভিজ্ঞতা আছে টাবুর। তিনি ‘দ্য নেমশেক’, ‘লাইফ অব পাই’ এবং বিবিসি মিনি সিরিজ ‘অ্যা সুইটেবল বয়’তে অভিনয় করেছিলেন।

‘ডুন : প্রোফেসি’র প্রিমিয়ারের তারিখ এখনও ঘোষণা করেননি নির্মাতারা। এই সিরিজে আরও আছেন এমিলি ওয়াটসন, অলিভিয়া উইলিয়ামস, মার্ক স্ট্রন, সারাহ-সোফি বসনিনা এবং শ্যালম ব্রুন-ফ্র্যাঙ্কলিন।

টাবু /  ছবি : ইন্সটাগ্রাম

টাবু অভিনীত সর্বশেষ সিনেমা ছিল ‘ক্রু’। তিন নারী বিমানবালার গল্প নিয়ে তৈরী এই হিন্দি সিনেমা বক্সঅফিসে দারুণ সফলতা পেয়েছে। এতে আরও অভিনয় করেছেন কারিনা কাপুর খান, কৃতি শ্যানন, কপিল শর্মা প্রমুখ।

তথ্যসূত্র : হিন্দুস্তান টাইমস

;