শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসঙ্গীত চর্চার প্রসারে কর্মশালা



ডেস্ক রিপোর্ট, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শুদ্ধ সুর ও বাণীতে নজরুলসঙ্গীত চর্চার প্রসারে গাজীপুরে দু’দিনব্যাপী কর্মশালা সম্পন্ন হয়েছে। গত শুক্রবার জেলা শিল্পকলা একাডেমি, গাজীপুর ও জেলা প্রশাসক কার্যালয়ের নাটমন্দিরে শুরু হয় এ কর্মশালা। কর্মশালায় সঙ্গীত শিল্পী, প্রশিক্ষণার্থী ও সাংস্কৃতিক কর্মীরা অংশগ্রহণ করেন। শনিবার শেষ হয় দু’দিনব্যাপী এই কর্মশালা।

বাংলাদেশ শিল্পকলা একাডেমির সহযোগিতায় বাংলাদেশ নজরুল সঙ্গীত সংস্থা ২০-৩০ এপ্রিল পর্যন্ত দেশের ১০টি জেলায় এ কর্মশালা পরিচালনা করছে। গাজীপুর জেলা শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায় আয়োজিত এ কর্মশালার বিষয়ে জেলা কালচারাল অফিসার শারমীন জাহান জানান, নজরুলের সাহিত্যকর্ম ও তাঁর অসাম্প্রদায়িক চেতনা সবার মাঝে ছড়িয়ে দেয়ার প্রয়াসে কবির কালজয়ী গান শুদ্ধ সুর ও বাণীতে প্রচার-প্রসারের লক্ষ্যে এ প্রশিক্ষণ কর্মশালার আয়োজন করা হয়েছে। নজরুল সঙ্গীত শিল্পী আফরোজা খান মিতা ও নাসিমা শাহীন ফ্যান্সী দু’দিনের কর্মশালায় প্রশিক্ষণ প্রদান করেন। 

শনিবার সন্ধ্যায় কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার গাজীপুর এর উপপরিচালক (উপসচিব) মোঃ ওয়াহিদ হোসেন। প্রশিক্ষণে অংশগ্রহণকারীদের মাঝে তিনি সনদপত্র বিতরণ করেন।

   

বাবা-মা হচ্ছেন জাস্টিন বিবার ও হেইলি বিবার



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: জাস্টিন বিবার ও হেইলি বিবার

ছবি: জাস্টিন বিবার ও হেইলি বিবার

  • Font increase
  • Font Decrease

হলিউডের জনপ্রিয় তারকা দম্পতি জাস্টিন বিবার ও হেইলি বিবার। ২০১৮ সালের সেপ্টেম্বরে গাটছড়া বাঁধেন তারা। অবশেষে তাদের পরিবারে আসছেন নতুন সদস্য। সম্প্রতি হেইলি এবং জাস্টিন সন্তান আগমনের ঘোষণা দিয়েছেন। তাদের প্রথম সন্তান মায়ের গর্ভে ৬ মাস বয়সে আছে এবং শিগগিরই অনাগত শিশুর মুখ দেখার প্রত্যাশা করছেন হবু পিতা-মাতা। 

বৃহস্পতিবার (৯ মে) হাওয়াইতে ছিলেন এই দম্পতি। তথ্য মতে, পুনরায় বিয়ের রীতিনীতি মেনেছেন জাস্টিন এবং হেইলি। বিয়ের পাঁচ বছর পেরিয়ে এখন হেইলি ২৭ এবং জাস্টিন ৩০ বছর বয়েসে আবারও একে অপরের প্রতি ভালোবাসা প্রকাশ করলেন। সেইখানেই একত্রে ছবি তোলেন তারা, যার মাধ্যমে সন্তানের আগমনের কথা প্রকাশ করা হয়।

হেইলি তার একটি ভিডিও এবং ছবি শেয়ার করেছেন। সাদা লেসের সুন্দর পোশাকে তার বেবিবাম্প নিয়ে প্রথম ফটোশ্যুটের ছবি ভক্তদের শেয়ার করেছেন তিনি। ইস্টাগ্রামে তার সেই ছবিতে তাই শুভাকাঙ্ক্ষী এবং মার্কিন তারকারা শুভেচ্ছা জানিয়েছেন। এ তালিকায় নাম ছিল কিম কার্ডাশিয়ান, মডেল গিগি হাদিদ সহ বিখ্যাত মুখ।


একই দিনে জাস্টিনও তার একাউন্ট থেকে ছবি শেয়ার করেন। ঘনিষ্ঠ তথ্য মতে, অনেক দিন ধরেই সংসারের নতুন সদস্য প্রত্যাশা করছিলেন বিবার দম্পতি। জীবনের নতুন অধ্যায় শুরু করার জন্য তারা অনেক আনন্দিত এবং উত্তেজিত। এমনকি অনাগত শিশুর আসার খবরে তারা উভয়ের পরিবার অনেক খুশি।

চলতি বছর ম্যাট গালাতে জাস্টিন বিবার এবং হেইলি বিবার দুজনেই অনুপস্থিত ছিলেন। সেই কারণেই বেশ কিছুদিন ধরে হেইলির গর্ভবতী হওয়ার গুঞ্জন ছিল হলিউডে। অবশেষে দুই তারকা নিজেরাই সত্যতার কথা জানালেন। এই সুখবর শোনার পর থেকেই ভক্তরা উত্তেজিত হয়ে রয়েছে।

একসময় তরুণ এবং কিশোরীদের হার্টথ্রব ছিলেন জাস্টিন বিবার। মাত্র ১৩ বছর বয়সেই তার গান এবং সুরেলা কণ্ঠের জাদুতে মাতিয়েছিলেন বিশ্ব। এখনো একজন জনপ্রিয় পশ্চিমা সঙ্গীত শিল্পী হিসেবে বিশ্ববাসীর কাছে পরিচিত তিনি। অপরদিকে মডেলিং এর পাশাপাশি হেইলির রয়েছে নিজস্ব কসমেটিক্স ব্র্যান্ড 'রোড'।

;

এবার কন্যা সন্তানের মা পরিমনী



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রাজ্যের পর এবার কন্যাসন্তানের মা হয়েছেন ঢাকাই সিনেমার আলোচিত-সামলোচিত নায়িকা পরীমনি। দত্তক নেওয়া মেয়ের নাম সাফিরা সুলতানা প্রিয়ম।

বৃহস্পতিবার (৯ মে) বিষয়টি নিশ্চিত করেছেন পরী নিজেই। জানালেন, আগামী ১২ মে হবে মেয়ের আকিকা। তিনি বলেন, ছেলের পরে মেয়ে! সে যে কী আনন্দ! পৃথিবীতে আসার ছ’দিন হল ওর। আমার ঘরে ছেলের পাশে আলো হয়ে আছে।

দত্তক নেওয়া প্রসঙ্গে পরীমনি বলেন, নিয়ম মেনেই সবকিছু করেছি। কাগজে সই করার সময় মনে হল আল্লাহ আবার আমার জন্য কিছু করলেন। জীবনে কোন দিন কিছু নিয়ম অনুযায়ী বা পরিকল্পনা করে করিনি। তাই আল্লাহ আমার জন্য যা যা চেয়েছেন তাই মাথা পেতে নিয়েছি। ও পরীর মতোই আমার কোলে চলে এল। কোলে যখন নিই, মনে হয় আমার নাভি কেটেই ও এসেছে। ওর ছবি এখন দিচ্ছি না। কেউ রাগ করবেন না! মা তো... আর কিছু দিন যাক।

হঠাৎ সন্তান নেওয়ার ভাবনা প্রসঙ্গে আলোচিত এই চিত্রনায়িকা বলেন, আমি যা মন থেকে চাই তাই করি। কে কী বলল সে সব নিয়ে কোনও দিন ভাবিনি। কে বলেছে বাবা ছাড়া সন্তান মানুষ করা যায় না? কে বলেছে জন্ম দেওয়া বাবা-মা ছাড়া সন্তান মানুষ হয় না? এই সব নিয়ম সমাজের তৈরি। এই তো আর কয়েক দিনের মধ্যেই মাতৃ দিবস নিয়ে হইচই হবে। কিন্তু সেখানেও তো পিতৃতন্ত্রের আদলে তৈরি করা মেয়েদের জয়গান। কাজ আর সন্তানদের নিয়ে বাঁচব আমি। এখন রাতের দিকে সব শান্ত হয়ে আসার পরে একদিকে ছেলে, আরেকদিকে ঘুমন্ত মেয়ের মাঝে যখন চোখ খুলে দেখি তখন মনে হয় পরী মণির আকাশটা বড় হয়ে আসছে।

নির্মাতা গিয়াস উদ্দিন সেলিমের ‘গুণিন’ সিনেমায় অভিনয় করতে গিয়ে সম্পর্কে জড়ান শরিফুল রাজ-পরীমণি। সম্পর্কের সাতদিনের মাথায় ১৭ অক্টোবরে, ২০২১ সালে বিয়ে করেন তারা। এরপর ২০২২ সালের ২১ জানুয়ারি হলুদ অনুষ্ঠান এবং পরদিন ২২ জানুয়ারি জমকালো আয়োজনে ১০১ টাকা দেনমোহরে বিয়ের আনুষ্ঠানিকতা সম্পন্ন হয় এই তারকাজুটির।

দাম্পত্যজীবনে এক পুত্রসন্তান আসে তাদের সংসারে। কিন্তু সেই ছেলের প্রথম জন্মবার্ষিকীর কিছুদিন পরই বিচ্ছেদ হয় তাদের। নানা কলহ ও অভিযোগের পর গত বছরের ১৮ সেপ্টেম্বর অভিনেতাকে ডিভোর্স লেটার পাঠান পরীমণি। সেখানে বিচ্ছেদের কারণ হিসেবে মনের মিল না হওয়া, বনিবনা না হওয়া, খোঁজখবর না রাখা ও মানসিক অশান্তির কথা উল্লেখ করা হয়েছে।

;

প্রথম আন্তর্জাতিক কনসার্টের অভিজ্ঞতা আজীবন স্মৃতিময় হয়ে থাকবে : আনিসা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
অস্ট্রেলিয়ার সমূদ্র সৈকতে আনিসা; (ইনসেটে) মেলবোর্নের শোতে গাইছেন তিনি

অস্ট্রেলিয়ার সমূদ্র সৈকতে আনিসা; (ইনসেটে) মেলবোর্নের শোতে গাইছেন তিনি

  • Font increase
  • Font Decrease

গত বছরটি ছিল তরুণ সঙ্গীতশিল্পী আতিয়া আনিসার জন্য স্বর্ণালী একটি সময়। কেননা, একই বছরে তিনি অল্প দিনের সঙ্গীত ক্যারিয়ারে পেয়েছেন জাতীয় চলচ্চিত্র পুরস্কার ও মেরিল প্রথম আলো পুরস্কার। তার গাওয়া ‘পরান’ সিনেমার ‘চলো নিরালায়’ গানটি তুমুল জনপ্রিয়তা পায় গত বছরেই।

এই শিল্পী এখন গান আর পড়াশুনা নিয়ে ব্যস্ত সময় কাটাচ্ছেন। সদ্য অস্ট্রেলিয়া গিয়েছিলেন পহেলা বৈশাখ উপলক্ষ্যে আয়োজিত কনসার্টে গাইতে। এবারই প্রথম তিনি দেশের বাইরে গাইতে গেলেন। প্রসঙ্গটি তুলতেই আনিসা বার্তা২৪.কমকে বলেন, ‘এটা আমার প্রথম আন্তর্জাতিক সঙ্গীত সফর। তাও আবার অস্ট্রেলিয়ার মতো দেশে। চমৎকার অভিজ্ঞতাও হয়েছে। সবমিলিয়ে এ শোটি আজীবন স্মৃতিময় হয়ে থাকবে।’

মেলবোর্নের শোতে গাইছেন আনিসা

প্রথম যে কোন অভিজ্ঞতাই অন্যরকম মনে হয়। কেমন ছিল প্রথম আন্তর্জাতিক শোয়ের অভিজ্ঞতা, সে কথাও জানালেন আনিসা। তার ভাষ্য, ‘এক কথায় অনবদ্য অভিজ্ঞতা। আমি জানতামও না, অস্ট্রেলিয়ার মতো ব্যস্ত দেশে থেকেও বাঙালিরা আমার গান এভাবে শোনেন, আমাকে এভাবে ভালোবাসেন! তারা আমার গানের নাম ধরে ধরে গাওয়ার অনুরোধ করেছেন। চলো নিরালায় গানটি তো আমার গাইতেই হয়নি। তারা আমার সঙ্গে অনবরত ঠোট মিলিয়ে গেছেন। সে সময় তাদের এক্সপ্রেশন দেখে বেশ গর্ব অনুভব হয়েছিল। এই ভালোবাসাটা আমি ধরে রাখার আপ্রাণ চেষ্টা করে যাবো।’

আতিয়া আনিসা আরও বলেন, ‘অস্ট্রেলিয়াতে ছিলাম ৬ দিন। দুটি শো নিয়ে গিয়েছিলাম। ২৮ এপ্রিল মেলবোর্নে শোটি সফলভাবে সম্পন্ন করি। কিন্তু ৫ মে সিডনির শোটি আর করতে পারিনি। কারণ ৩ মে থেকে আমার বিশ্ববিদ্যালয়ের ফাইনাল পরীক্ষার তারিখ পড়ে হুট করেই। বাধ্য হয়ে একটি শো করে দেশে ফিরি। এখন পরীক্ষা নিয়ে ব্যস্ত। আর একটা পরীক্ষা বাকী। এরমধ্যে ঢাকায় যে শোগুলোর কথা চলছিল সেগুলো নিয়েছি।’

মেলবোর্নের শোতে মুগ্ধ হয়ে আনিসার গান শুনছেন দর্শক

এতোদিন পর দেশের বাইরে গাইতে যাওয়ার সুযোগ পেলেন? জানতে চাইলে আনিসা বার্তা২৪.কমকে বলেন, ‘‘আসলে বেশ আগে থেকেই বিভিন্ন দেশে শো করার প্রস্তাব পাই। কিন্তু নিজেই তখন শোগুলো করিনি। আমার সব সময় মনে হয়েছে, নিজের পরিচিতি তৈরী করার পর আমি দেশের প্রতিনিধিত্ব করতে দেশের বাইরে যাব। এরমধ্যে আমি জাতীয় চলচ্চিত্র পুরস্কার, মেরিল প্রথম আলো পুরস্কারসহ দেশের গুরুত্বপূর্ণ বেশকিছু পুরস্কার অর্জন করেছি। সবচেয়ে বড় কথা- আমার মৌলিক কয়েকটি গান হয়েছে যা দর্শক শোনার জন্য আবতার করে। বলতে গেলে, ‘চলো নিরালায়’ গানটি আমার গলায় লাইভ শোনার জন্যই অস্ট্রেলিয়াতে আমাকে শো করতে নিয়ে গিয়েছেন আয়োজকরা। সবমিলিয়ে এখন নিজেকে সেই যোগ্যতা সম্পন্ন মনে করেছি বলেই আন্তর্জাতিক অঙ্গনে শো করতে সম্মত হয়েছি।’’

মেলবোর্নের সবচেয়ে সুন্দর জায়গার একটি এই সমূদ্র সৈকত। সেখানে ঘুরেছেন আনিসা

গত বছর মেরিল প্রথম আলো পুরস্কার পাওয়ার পর এবারও এই সম্মানজনক পুরস্কারের সেরা গায়িকার মনোনয়ন পেয়েছেন আনিসা। এবার দর্শক ভক্তরা তাকে সেরার তালিকায় রেখেছেন চরকির ওয়েব ফিল্ম ‘পুর্নমিলনে’র গান ‘পুড়ে গেলাম’-এর জন্য। তার সঙ্গে মনোনয়ন তালিকায় আরও রয়েছেন কোনাল, অবন্তী সিথি ও জেফার রহমান। এবার পুরস্কার নিয়ে কতোটা আশাবাদী জানতে চাইলে আনিসা বলেন, ‘নিজের জন্য সবাই শতভাগ আশাবাদী থাকেন। আমিও তার বাইরে নই। কেননা, একটি বছরের এতো গানের ভীড়ে যখন ভক্তরা আমার গানটিকে সেরা চার-এ স্থান দেন তখন প্রত্যাশা না বেড়ে পারে না। সুতরাং বুঝতেই পারছেন, পুরস্কার পাই আর না পাই, মনোনয়ন পাওয়াটাও পুরস্কারের চেয়ে কোন অংশে কমকিছু নয়।’

;

ভারতের ইউটিউবাররাও শাকিব খানের প্রশংসায় পঞ্চমুখ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘তুফান’-এর টিজারে সুপারস্টার শাকিব খান

‘তুফান’-এর টিজারে সুপারস্টার শাকিব খান

  • Font increase
  • Font Decrease

গত মঙ্গলবার বিকেলে প্রকাশ করা হয়েছে ঢালিউড সুপারস্টার শাকিব খান অভিনত ‘তুফান’ সিনেমার টিজার। ব্যবসাসফল নির্মাতা রায়হান রাফী পরিচালিত সিনেমাটির ঘোষণার পর থেকেই দর্শকের মধ্যে অন্য রকম এক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

টিজার প্রকাশের পর প্রশংসাসূচক মন্তব্যে সত্যিই যেন ‘তুফান’ এসে গেছে! শুধু বাংলাদেশের শাকিবিয়ানরাই নয়, পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবাররাও মুগ্ধ ‘তুফান’-এর টিজারে। ভিডিও কনটেন্টে তারা এই টিজারের প্রশংসায় পঞ্চমুখ।

কলকাতার জনপ্রিয় ইউটিউবার অরিত্র ব্যানার্জি নিজের চ্যানেল ‘অরিত্রস জ্ঞান’-এ ‘তুফান’-এর টিজার নিয়ে বলেন, ‘শাকিব খানের সুপারস্টার ইমেজ রায়হান রাফী যেভাবে তুলে ধরেছেন, সেটা আগে দেখা যায়নি। এ ছাড়া টিজারে শাকিব খানের অভিনেতা সত্তাকে বেরিয়ে আসতে দেখা গেছে।

টিজারের শেষ দৃশ্যে যেখানে বাথটাবে শাকিব বসে আসেন, চারপাশে আগুন জ্বলছে-দৃশ্যটি দেখতে ব্যাপক লাগছে। এ শাকিব চিৎকার করছেন, দৃশ্যটিতে তার অভিনয়ের দিকটাও উঠে এসেছে।’
এ ছাড়া মাত্র কয়েক সেকেন্ডের উপস্থিতিতে চঞ্চল চৌধুরী নিজের জাত চিনিয়েছেন, সেটাও উল্লেখ করেছেন অরিত্র।

পশ্চিমবঙ্গের জনপ্রিয় ইউটিউবাররাও মুগ্ধ ‘তুফান’-এর টিজারে। কোলাজ

পশ্চিমবঙ্গের আরেক জনপ্রিয় ইউটিউব চ্যানেল ‘রূপমস রিভিউ’-এর রূপস ‘তুফান’-এর টিজার নিয়ে বলেন, ‘পশ্চিমবঙ্গে সাম্প্রতিক সময়ে যত বড় তারকার সিনেমার টিজার এসেছে, তার থেকে এটা অনেক গুণ এগিয়ে।’নির্মাতার রাফীর প্রশংসা করে রূপম আরও বলেন, ‘যাঁরা এখন মূলধারার বাণিজ্যিক সিনেমা বানাচ্ছেন, এই পরিচালকের কাছ থেকে শেখা উচিত। কারণ, এ ছবির বাজেট তো ১৫ বা ২০ কোটি নয়, কীভাবে অল্প বাজেটে এ ধরনের লুক অ্যান্ড ফিল দিতে পারেন, তাকে কুর্নিশ করা উচিত।’

শাকিবের প্রশংসা করে রূপম বলেন, ‘শাকিবকে যদি ভালো পরিচালকের সঙ্গে কাজ করতে দেওয়া হয়, তিনি দারুণ কাজ করবেন। শাকিব খানের যে লুক, সেটা দারুণ।’একই সঙ্গে তিনি টিজারের শুরুর মনোলগ আর গানেরও প্রশংসা করেন।

আরেকটি ইউটিউব চ্যানেল ‘আর্টিস্টিক সেভেন সেন্স’-এর সাগরনীল বলেন, ‘এটা এমন একটি টিজার, যেটা নিয়ে মানুষ আরও কয়েক সপ্তাহ কথা বলবে। কারণ, বাংলা ছবির যে বাজেট, সেখানে এ ধরনের টিজার স্বপ্নের অতীত। সেখানে রায়হান রাফী স্বপ্নকে সত্যি করে দেখিয়েছেন।’

আলোচিত এই ইউটিউবার ‘তুফান’-এর টিজার নিয়ে আরও বলেন, ‘ছবিটি ভালো হবে, খুব ভালো হবে, এমন প্রত্যাশা আমাদের সবারই ছিল। কিন্তু এই টিজার সে প্রত্যাশাকেও ছাড়িয়ে গেছে। টিজারে দেখে মনে হয়েছে, রাফী তারকা শাকিব খানের সঙ্গে অভিনেতা শাকিব খানকেও ছবিতে তুলে এনেছেন।’

‘তুফান’-এর টিজারে সুপারস্টার শাকিব খান

সাগরনীলও ‘তুফান এল রে’ গানটির প্রশংসা করেন। তিন ইউটিউবারই ‘তুফান’-এর প্যান ইন্ডিয়ান বা সর্বভারতীয় মুক্তি দেওয়ার পরামর্শ দেন। পবিত্র ঈদুল আজহায় মুক্তির অপেক্ষায় থাকা সিনেমাটিতে শাকিব খান ছাড়াও অভিনয় করেছেন চঞ্চল চৌধুরী, মিমি চক্রবর্তী, নাবিলাসহ আরও অনেকেই।

;