গানের ‘বুলবুলি’ সানজিদা মাহমুদ নন্দিতা বিয়ে করেছেন
-
-
|
সানজিদা মাহমুদ নন্দিতা এবং মুফরাদ জাফর বিয়ে করেছেন
কোক স্টুডিও বাংলা সিজন-১ এ সবচেয়ে বেশি জনপ্রিয়তা পায় বুলবুলি গানটি। গানের সঙ্গীত শিল্পী সানজিদা মাহমুদ নন্দিতা এব ঋতুরাজের জনপ্রিয়তা উঠে যায় তুঙ্গে। জাতীয় কবি কাজী নজরুলের রচিত সেই ‘বুলবুলি’-খ্যাত শিল্পী নন্দিতা শুভকর্ম সম্পন্ন করলেন।
ঘরোয়াভাবেই বিবাহকার্য সম্পন্ন করেছেন গায়িকা। জনপ্রিয় শিল্পী শাকিলা জাফরের পুত্রের সাথে গাঁটছড়া বেঁধেছেন বর্তমান প্রজন্মের অন্যতম পছন্দের শিল্পী নন্দিতা। মুফরাদ জাফর এবং নন্দিতার মুভ পরিণয় সম্পন্ন হয়েছে মার্চের ১ম দিন।
কিছুদিন আগেই বিয়ে করার ঘোষণা দিয়েছিলেন নন্দিতা। ফেব্রুয়ারির ২৫ তারিখ ভক্তদের মাঝে সাড়া পড়ে যায় নন্দিতার পোস্টে। হাতে বাগদানের আংটি প্রকাশ করে তিনি ক্যাপশন দেন,‘আংটি-টি পেলাম!’ পোস্টের কমেন্টবক্স ভরে যায় শুভাকাঙ্ক্ষীদের শুভেচ্ছা বার্তায়।
সঙ্গীত জগতের অনেক তারকারাও তাকে অভিনন্দন জানান। যেমন- আঁখি আলমগীর, সুনিধি নায়েক, পুতুল, ঝিলিক প্রমুখ। ছোট অনুষ্ঠানে পরিবারের সদস্যদের নিয়ে বিয়ে সারলেন নব-দম্পতি।
বিয়ে নিয়ে বেশ গোপনীয়তা বজায় রেখেছিলেন নন্দিতা। অবশ্য সামাজিক যোগাযোগ মাধ্যমে টুকটাক ছবি প্রকাশ পেয়েছে। ভক্তরাও প্রিয় গায়িকার জীবনের নতুন অধ্যায়ের সূচনায় অভিনন্দন জানিয়েছে।