প্রিয় খাবারগুলো নিয়ে সাবিনার প্রতীক্ষায় অঞ্জনা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
তরুণ সাবিনা ইয়াসমিন ও অঞ্জনা /  ছবি : ফেসবুক

তরুণ সাবিনা ইয়াসমিন ও অঞ্জনা / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

উপমহাদেশের কিংবদন্তি সংগীতশিল্পী সাবিনা ইয়াসমিনের ফের ক্যান্সারে আক্রান্ত হওয়ার খবরে মন ভেঙে গেছে তার অজস্র ভক্তের। সিঙ্গাপুরের জেনারেল হাসপাতালের ন্যাশনাল ক্যান্সার সেন্টারে চলছে গানের পাখির চিকিৎসা। এর আগেও একবার ক্যান্সার জয় করে ফিরেছিলেন কিংবদন্তি এই গায়িকা। তবে এবার তিনি আক্রান্ত হয়েছেন ওরাল ক্যান্সারে।

বিশ্বস্ত সূত্রে জানা গেছে, একটি সার্জারি করা হয়েছে তার। এখন দ্রুত দেওয়া হবে রেডিওথেরাপি। তারপর চিকিৎসকরা ভালো-মন্দ বলতে পারবেন। তবে কবে থেকে সিঙ্গাপুরের হাসপাতালে ভর্তি তা জানাতে চাননি শিল্পীর পরিবার।

সাবিনা ইয়াসমিন ও অঞ্জনা /  ছবি : ফেসবুক

১৬ বছর আগে ২০০৭ সালে ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন সাবিনা ইয়াসমিন। সেবার ক্যান্সার জয় করে গানেও নিয়মিত হয়েছিলেন একুশে পদক ও স্বাধীনতা পদকপ্রাপ্ত এই শিল্পী।

পাঁচ দশকেরও বেশি সময় ধরে গানের ভুবনে বিচরণ করছেন সাবিনা ইয়াসমিন। তিনি শেষ প্লেব্যাক করেছেন প্রয়াত চিত্রনায়িকা ও নির্মাতা কবরী পরিচালিত ‘এই তুমি সেই তুমি’ সিনেমার ‘দুটি চোখে ছিল কিছু নীরব কথা’ শিরোনামের একটি গানে। ২০২০ সালের সেপ্টেম্বরে গানটিতে কণ্ঠ দেন তিনি। এ ছাড়া কবরীর ‘এই তুমি সেই তুমি’ সিনেমার চারটি গানে সুরও দেন সাবিনা ইয়াসমিন। এর মাধ্যমে ক্যারিয়ারে প্রথমবার তিনি সুরকার হিসেবে আত্মপ্রকাশ করেন।

তরুণ সাবিনা ইয়াসমিন ও অঞ্জনা /  ছবি : ফেসবুক

সাবিনা ইয়াসমিন আর চিত্রনায়িকা অঞ্জনার বন্ধুত্বের কথা অনেকেরই জানা। তাই শিল্পীর অসুস্থতার কথা শুনে আর কোন শিল্পীর সোশ্যাল মিডিয়ার তেমন কোন পোস্ট চোখে না পড়লেও অঞ্জনা একাধিক পোস্ট করেছেন। বেশকিছু এক্সক্লুসিভ ছবি শেয়ার করে আজ প্রিয় বন্ধুর উদ্দেশ্যে খোলা চিঠি লিখেছেন অঞ্জনা। তিনি লিখেছেন,

প্রিয় সাবিনা
প্রানের বান্ধবী আমার,
তোর সাথে জীবনের এতো মধুময় স্মৃতি যা কখনোই ভুলবার নয়। আমরা দুটি মানুষ হলেও আমাদের বন্ধুত্বে ছিলো একটি প্রাণ।
আমরা দুজন একে অপরের সুখে দুঃখে ছিলাম এক ও অভিন্ন সারাটি জীবন।
দেশে বিদেশে শুটিং, প্রোগ্রাম ও ঘুরতে যাওয়ার আমাদের কতো যে অপূর্ব স্মৃতি যা আজ আমাকে শুধুই কাঁদায় বোন।
তোর এই অসুস্থতা আমাকে অনেক বেশি কষ্ট দেয়রে। কি করবো কাকে কি বলবো ভাষা খুঁজে পাইনা। পুরনো ডায়রির পাতায় আমাদের স্বর্ণালী সময়ের ছবিগুলো দেখে শুধুই অশ্রুসিক্ত হই।

সাবিনা ইয়াসমিন ও অঞ্জনা /  ছবি : ফেসবুক

তুই যে বলেছিলি, অঞ্জনা গুরুর মাংসের ভুনা খাব, টক ডাল খাব, কবে তোকে খাওয়াবো বলতো।
আমি তোর প্রতিক্ষায় রইলাম... তুই দ্রুত সুস্থ হয়ে আমার বাড়িতে আয়,অনেক কথা জমে আছে সারারাত জেগে আমি তুই ও রানু আড্ডা দিবো।
তোর সুস্থতা কামনা করি বোন।

নিজের ইন্ডাস্ট্রির সংকটে উদ্বিগ্ন প্রসেনজিৎ, সমাধান খুঁজতে দিশেহারা!



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
প্রসেনজিৎ চ্যাটার্জি / ছবি : ফেসবুক

প্রসেনজিৎ চ্যাটার্জি / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

কলকাতার সিনেমা ইন্ডাস্ট্রিও আমাদের দেশের মতো ধুকে ধুকে বেঁচে আছে। সেখানেও একের পর এক সিনেমা মুখ থুবড়ে পড়ছে। কমে গেছে সিনেমা নির্মাণের সংখ্যাও। আমাদের দেশে যেমন বছরে দু-একটি ছবি ঈদের সময় ভালো ব্যবসা করে তেমনি কলকাতাতেও বছরে অল্প সংখ্যক ছবি বক্স অফিসে ভালো ফল আনতে পারছে। প্রতিনিয়ত হিন্দি সিনেমার সঙ্গে পাল্লা দিয়ে টিকে থাকতে হচ্ছে সেখানের ছবির ইন্ডাস্ট্রিকে।

এমন পরিস্থিতিতেও কলকাতার মেগাস্টার প্রসেনজিৎ চ্যাটার্জির একাধিক সিনেমা সম্প্রতি হিট হয়েছে। তারমধ্যে সর্বশেষ মুক্তি পাওয়া ‘অযোগ্য’ ছবিটি সিনেমা হলে ৫০ দিনের বেশি অতিক্রম করেছে। এটি প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম সিনেমা। গতকালই প্রসেনজিৎ তার ফেসবুক পেজে এই সুখবর শেয়ার করেন ভক্তদের সঙ্গে।

প্রসেনজিৎ-ঋতুপর্ণা জুটির ৫০তম সিনেমা ‘অযোগ্য’ সিনেমা হলে ৫০ দিনের বেশি অতিক্রম করেছে

তবে সিনেমার এই মন্দা বাজারের মধ্যে আবার ফেডারেশনের অনেক ধরনের নিয়ম কানুনে অতিষ্ঠ অনেকেই। বিশেষ করে ছবির টেকনিশিয়ানরা অনেকদিন ধরেই নিজেদের অধিকার আদায় নিয়ে কথা বলছেন। এখন তা এক প্রকারের আন্দোলনে রূপ নিয়েছে। এই বিষয়টি নিয়েই যে প্রসেনজিৎ ভীষণ উদ্বিগ্ন তা তার আজকে বিকেলের দীর্ঘ ফেসবুক পোস্টের মাধ্যমে বোঝা যাচ্ছে। তার লেখার বিষয় ‘বাংলা ছবির ইন্ডাস্ট্রি নিয়ে কিছু সংকট, কিছু তর্ক ও সমাধানের ইচ্ছে।’ কয়েকটি পরিচ্ছদে লেখাটি শেষ করেছেন জনপ্রিয় এই নায়ক।

প্রথম পরিচ্ছদে তিনি লিখেছেন, ‘আজ সকালে টেকনিশিয়ান স্টুডিওতে বাংলা ছবির, টেলিভিশনের পরিচালকরা ফেডারেশনের সিদ্ধান্তের সামনে কিছু প্রশ্ন রেখেছে। বহুদিন ধরেই রাখছে, আজ ভঙ্গিটা মুভমেন্টের। তার অনেক কারণ রয়েছে। এই মুভমেন্টের গোড়ায়, আগায়, সামনে, পিছনে, ডানদিক, বাঁদিক, সিনিয়র, জুনিয়রসহ সমস্ত রকমের টেকনিশিয়ান, সিনে শ্রমিকদের স্বার্থহানির এক ফোঁটা উদ্দেশ্য নেই। বিষয়টা পলিসির।

প্রসেনজিৎ চ্যাটার্জি / ছবি : ফেসবুক

দ্বিতীয় পরিচ্ছদে প্রসেনজিৎ চ্যাটার্জি লিখেছেন, ‘বিষয়টা বনাম বা ভার্সেস এর নয়। যে ভার্সেস সবচেয়ে বেশি জনপ্রিয়, পলিটিক্যাল রঙের, তার নয়, বিশ্বাস করুন না করুন, নয়। বিষয়টা একই পরিবারের মধ্যে। পরিবারটা বাংলা বিনোদন ইন্ডাস্ট্রি। তাই যে কোনো রাজনৈতিক বনাম এর, অন্য যে কোনো বনাম এর বাইরে এই আলোচনা। কিন্তু বললেই তো আর হয় না। বনাম নিয়েই বেশি আলোচনা হবে। ‘এরা বনাম ওরা’, এই মর্মেই আলোচনা হয়, কারণ তাতেই লাভ হয় বেশি, মজাও হয় বেশি। তাই ঐটাই চলতে থাকে। আর কোনো সমস্যার সমাধান হয় না। তাতে বিপদ বাড়তে থাকে গোটা ইন্ডাস্ট্রির। অভিনেতার, পরিচালকের, ফোকাস পুলারের, ট্রলি সেটিং ভাইয়ের, ইলেকট্রিশিয়ানের, হেয়ার ড্রেসারের, মেকআপ আর্টিস্টের, সহকারী পরিচালকের, লাইটের কর্মীদের আরো সকলের মুখ কালো হতে থাকে।

প্রসেনজিৎ চ্যাটার্জি / ছবি : ফেসবুক

তৃতীয় পরিচ্ছদে অভিনেতা লিখেছেন, ‘পরিবারের কারো শরীর খারাপ হলে ডাক্তার টেস্ট করাতে বলে। পলিসি নিয়ে যদি প্রশ্ন ওঠে, তাহলে সকলে বসে সেই টেস্টগুলো করে নেওয়াই উচিত কাজ। যদি সত্যিই গনতান্ত্রিক ব্যবস্থা বজায় রাখতে হয়, তাহলে সবার মতামত নিয়েই চলতে হয়। শুধু ভোট নয়, মতামত। সুইচ টিপে ভোট দেওয়া নয়, মতামত। কথায়, লেখায়, বলায়। এবং সকলের। পরিচালকের, ট্রলি যিনি ঠেলেন তার, লাইট যিনি লাগান তার, একসঙ্গে। যদি তারজন্য নেতাজি ইন্ডোর স্টেডিয়াম লাগে, লাগুক। ময়দান লাগে, লাগুক। ব্রিগেড লাগে, লাগুক। পয়সা খরচ করে সবার মতামত শোনা হোক। বোঝাই যাচ্ছে প্রস্তাবটা আবস্তব দিকে চলে যাচ্ছে। কারণ এতদিনের যে নিয়ম তৈরির ব্যবস্থা তাতেও সমাধান হচ্ছে না। বাওয়ালের ভিউস, ট্র্যাকশন, কমেন্ট বেড়ে চলেছে আর ইন্ডাস্ট্রির সব কর্মীদের, বিশেষ করে যারা অল্প অর্থ রোজগার করেন, তাদের কপালে চিন্তার ভাঁজ বেড়েই যাচ্ছে।

বাংলা ছবির স্বাস্থ্য ভাল নয়, এটা পার্সেপশন নয়, সত্যি সমস্যা। তাই এর সমাধানও ‘পার্সেপশন’ দিয়ে হবে না। সত্যি সমাধান দিয়েই করতে হবে। সেখানে ক্ষমতার লাফালাফি দেখালে হবে না, ভোট গুনলে হবে না। এটা রাজনৈতিক সমস্যা নয়, রাজনৈতিক কায়দায় এই সমস্যার সমাধান হবে না। সমস্যা বিনোদন শিল্পীদের, তাদের কাজের পরিবেশের, তাদের সম্মানের। তাদের মানে সকলের। যিনি মূল ভূমিকায় অভিনয় করেন, তার, যিনি জল দেন, খাবার দেন, তারও।

প্রসেনজিৎ চ্যাটার্জি / ছবি : ফেসবুক

শেষ পরিচ্ছেদে প্রসেনজিতের ভাষ্য, ‘ফেডারেশনের সিদ্ধান্তের জেরে গোটা ইন্ডাস্ট্রি যেভাবে এক বড় আসন্ন বিপদের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা নানা রকম ঘটনা দিয়েই বুঝিয়ে দেওয়া যায়। বাইরের বিজ্ঞাপন না আসা, বাইরের ছবির কাজ না আসা, পাশের দেশের একই ভাষার কাজ এখানে না আসা, এসবেরই পথ সরু হতে হতে বন্ধ হতে চলেছে। আজকের বেশি টাকা কাল যদি শেষ হয়ে যায় তাহলে পশ্চিমবঙ্গে বিনোদন শিল্প বলে আর কিছু থাকবে না। এটা রকেট সাইন্স নয়, কঠিন অঙ্ক নয়। একটু মাথা খাটালেই বোঝা যাবে।

আবার একটা অনুরোধ, এটা বিনোদন শিল্প। চেনা ভার্সেস-এর ন্যারেটিভ দিয়ে মিটবে না। মন খারাপ হয়ে যাচ্ছে সবার। মন মরে যাচ্ছে। এইভাবে চলতে থাকলে ৮০ সালের পর আবার সেই দিন আসবে, যখন নতুন এসি স্টুডিওগুলো আবার গুদাম হয়ে যাওয়া ছাড়া আর পথ থাকবে না।

প্রসেনজিৎ চ্যাটার্জি / ছবি : ফেসবুক

আঞ্চলিক ভাষার বিনোদন ভালবাসা, ঐক্য, সম্মান, আলোচনা ছাড়া বাঁচতে পারে না। প্রয়োজনে সাময়িক সংঘাত হোক, কিন্তু সকলে আরো বেটার পরিবেশ, বেটার অবস্থায়, সকলের জন্য বেটার অবস্থায় পৌঁছতে পারি। সকলের জন্য। জয় বাংলা ইন্ডাস্ট্রির, জয় বাংলা।’

;

নজরুলের যে কবিতার সমসাময়িক আবেদনে মিথিলার চোখে জল



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
রাফিয়াত রশিদ মিথিলা

রাফিয়াত রশিদ মিথিলা

  • Font increase
  • Font Decrease

দুই বাংলার জনপ্রিয় অভিনেত্রী রাফিয়াত রশিদ মিথিলা বরাবরই সমাজের চলমান ইস্যু নিয়ে নিজের মতামত ব্যক্ত করেন সোশ্যাল মিডিয়ায়। শোবিজের পরিচয়ের বাইরে তার একাডেমিক ক্যারিয়ারেরও সুপরিচিতি রয়েছে।

এই তারকা আজ তার ফেসবুকে শেয়ার করলেন এমনি এক অভিজ্ঞতা। তাতে বোঝা যায় সমসাময়িক বাংলাদেশের অস্থিরতা তার মনে কতোটা গভীর ক্ষত তৈরি করেছে।

মিথিলা ফেসবুকে লিখেছেন, ‘‘স্কুলগুলো অনির্দিষ্টকালের জন্য বন্ধ। আব্বু সকাল সকাল আমার মেয়েকে বাংলা পড়াতে বসলো। বাংলা পাঠ্যবই-এর প্রথম কবিতাটাই হলো কাজী নজরুল ইসলামের ‘সংকল্প’। সেই ছোটবেলা থেকেই কবিতাটা আমার মুখস্থ। তাই আমিও যোগ দিলাম কবিতাপাঠে।

‘থাকবো নাকো বদ্ধ ঘরে
দেখবো এবার জগৎ টারে
কেমন করে ঘুরছে মানুষ
যুগান্তরের ঘূর্ণিপাকে
দেশ হতে দেশ দেশান্তরে
ছুটছে তারা কেমন করে।
কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে
কিসের আশায় করছে তারা
বরণ মরন যন্ত্রনাকে।’’

রাফিয়াত রশিদ মিথিলা

কবিতার এতোটুকু পড়েই মিথিলা থামতে বাধ্য হলেন। আবার পড়তে লাগলেন শেষ চার লাইন,

‘কিসের নেশায় কেমন করে
মরছে যে বীর লাখে লাখে
কিসের আশায় করছে তারা
বরণ মরন যন্ত্রনাকে।’

লাইনগুলো পড়তে পড়তে চোখ ভিজে এলো তার। মিথিলা সবশেষে লিখেছেন, ‘চোখ ভিজে এলো। মাথা নত হলো।’

রাফিয়াত রশিদ মিথিলা

মিথিলার এই আবেগের সঙ্গে একাত্ব হয়েছেন অনেক তারকা। কারণ বাংলাদেশের অগণিত মানুষের মনে এখন এই কথাগুলোই ঘুরছে যা জাতীয় কবি নজরুল বহুকাল আগে লিখে গেছেন। কোটা আন্দোলনের জেরে নানা কারণে এতাগুলো ছাত্র, সাংবাদিক, যুবক, শিশু-কিশোরের মৃত্যুর চিত্র মন থেকে সরাতে পারছেন না সচেতন নাগরিকরা।

জনপ্রিয় সঙ্গীতশিল্পী এলিটা করিম লিখেছেন, ‘তুমি আমাকে কবিতাটি পড়তে অনুপ্রাণীত করলে এবং এই লাইনগুলো বার বার কোট করতে।’

;

স্বস্তিকার গানের কমেন্ট বক্সে শুধুই প্রশংসা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

  • Font increase
  • Font Decrease

কদিন আগেই জানা গিয়েছিলো কলকাতার তুখোড় অভিনেত্রী স্বস্তিকা মুখার্জি’র নতুন মিউজিক ভিডিও আসছে। স্বস্তিকা ছোটবেলা থেকেই নাচ, গান দুটোই গুরু ধরে শিখেছেন। এই অভিনেত্রীর কণ্ঠে বিভিন্ন ছবিতে রবীন্দ্রসঙ্গীত থেকে শুরু করে খালি গলায় দু-চার লাইন গানও শোনা গেছে। তাই অনেকেই ভেবেছিলেন এবার বুঝি মৌলিক গান নিয়ে হাজির হচ্ছেন এই তারকা।

‘স্বস্তিকার গান’ শিরোনামের সেই মিউজিক ভিডিও গতকালই ইউটিউবে প্রকাশিত হয়েছে। তা দেখে বোঝা গেলো গানটিতে স্বস্তিকা কণ্ঠ দেননি, মডেল হিসেবে কাজ করেছেন। ‘তুমি পারো যদি দাও গো উঁকি আমার পৃথিবীতে/ তোমায় ফুলের দোলনা সাজিয়ে দেবো শিউলি গাছের নিচে/ তুমি বসবে সেথায় দেখবে আমায় দেখবো তোমায় আমি/ আর ভাসবো দুজন প্রেমের ভেলায় এই অবধি জানি’-এমন কথার গানটি গেয়েছেন অভিষেক চক্রবর্তী। কথা, সুর ও কম্পোজিশন তারই করা।

স্বস্তিকা মুখার্জি

স্বস্তিকার সঙ্গে তিনি মিউজিক ভিডিও’র লিংক ফেসবুকে প্রকাশ করে নায়িকা ক্যাপশনে লিখেছেন, ‘ঝটপট দেখে জানান আপনাদের কেমন লাগলো আমাদের গান। ভালো লাগলেও জানাবেন, খারাপ লাগলেও জানাবেন, কেমন?’

প্রিয় অভিনেত্রীর কথা ফেলতে পারেন ভক্তরা! তাইতো ছুটে গিয়েছেন অভিষেক চক্রবর্তী নামের ইউটিউব চ্যানেলে, যেখানে ভিডিওটি মুক্তি পেয়েছে। ভিডিও দেখে কমেন্ট বক্সে জানাতে ভোলেননি কেমন লেগেছে তাদের। তাতে দেখা গেলো শুধুই প্রশংসা!

‘প্রথমেই বলি চমৎকার একটি কাজ। গানের সুর এবং কথা মনোগ্রাহী। চিত্রায়ন ও সম্পাদনা অনবদ্য। পুরো টিমের সদস্য দের জানাই আন্তরিক অভিনন্দন। সকলের পরিশ্রম সার্থক।’

‘বাহ বাহ! গানের রিদমটা দারুণ লাগল।’

‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

‘সব মিলিয়ে মন ভালো করে দেয়ার মত একটি গান।’

‘চমৎকার হয়েছে।’

‘অসাধারণ লাগলো, খুব ভালো হয়েছে। দুজন প্রিয় মানুষ একই ফ্রেমে। কি যে ভালো লাগলো।’

‘গানটা ভীষণ মজাদার আর ভীষণ প্রেমের। কী মিষ্টি একটা গান! যতবার শুনছি বেশ ফুরফুরে হয়ে উঠছে মনটা!’

‘খুব রিফ্রেশিং লাগলো, অসাধারন।’

‘স্বস্তিকার গান’ মিউজিক ভিডিওতে স্বস্তিকা মুখার্জি ও অভিষেক চক্রবর্তী

‘একদম যেরকমটা ভেবেছিলাম, রূপকথার মতো, খুব মিষ্টি গাইলে।’

‘স্বস্তিকার চোখের কাছে চীনের প্রাচীর কেনো, সব প্রাচীরই তুচ্ছ!’

এমন অসংখ্য প্রশংসাবার্তায় ভরা গানটির কমেন্ট বক্স।

;

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ নির্মাতার ছবিতে রণবীর, আছেন একঝাঁক তারকা



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
রণবীর সিং, ইয়ামি গৌতম ও আদিত্য ধর

রণবীর সিং, ইয়ামি গৌতম ও আদিত্য ধর

  • Font increase
  • Font Decrease

‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটির মাধ্যমে পরিচালনায় অভিষেক ঘটে আদিত্য ধরের। ভিকি কৌশল অভিনীত ছবিটি দারুণ ব্যবসা করে। এখন পর্যন্ত ভিকির ক্যারিয়ারের সবচেয়ে হিট সিনেমা সেটি। এই ছবির জন্য আদিত্য ধর সেরা নির্মাতা এবং ভিকি কৌশল সেরা অভিনেতা ক্যাটাগরিতে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পান।

তবে ২০১৯-এ ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর পর আর কোন সিনেমা নির্মাণ করেননি আদিত্য ধর! এবার আসছেন তার দ্বিতীয় ছবি নিয়ে। আর তাতে প্রধান চরিত্রে বেছে নিয়েছেন বলিউড সুপারস্টার রণবীর সিংকে। যদিও রণবীরের সর্বশেষ একাধিক ছবি বক্সঅফিসে মার খেয়েছে, তারপরও আদিত্য তাকে নিয়ে এতো বড় বাজি কেন ধরছেন তা হয়তো সময়ই বলে দেবে।

বলিউড সুপারস্টার রণবীর সিং

আপাতত ছবিটি নিয়ে রণবীর সিং এটুকু বললেন, ‘ছবিটি আমার হৃদয়ের খুব কাছের। এমন একটি সিনেম্যাটিক এক্সপেরিয়েন্স যা আগে কখনো হয়নি।’

এই ছবির ঘোষণার পর দর্শক স্বাভাবিকভাবেই বেশ এক্সাইটেড। নাম ঠিক না হওয়া ছবিটিতে রণবীর সিং ছাড়াও অভিনয় করবেন সঞ্জয় দত্ত, আর মাধবন, আর্জুন রামপাল ও অক্ষয় খন্নার মতো শক্তিমান অভিনেতারা। ছবিটি নির্মানের পাশাপাশি প্রযোজনাও করছেন আদিত্য ধর। তার সহ-প্রযোজক হিসেবে আছেন জিও স্টুডিওস’র জ্যোতি দেশপাণ্ডে এবং বি৬২ স্টুডিওস’র লোকেশ ধর।

আদিত্য ধরের (নিচের সারিতে মাঝে) নতুন ছবির লুকে সঞ্জয় দত্ত, রণবীর সিং, আর মাধবন (উপরের সারিতে), অক্ষয় খন্না ও আর্জুন রামপাল (নিচের সারিতে)

খবরটি একটু আগেই সোশ্যাল মিডিয়ায় জানিয়েছেন বলিউডের নামকরা বানিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। তার পোস্টের কমেন্ট বক্সে খেয়াল করলে দেখা যায়, এতো দক্ষ অভিনেতাদের ভিড়ে সবাই অক্ষয় খন্নাকে নিয়ে আলাদাভাবে এক্সাইটেড। কেউ লিখেছেন তিনি এদের মধ্যে সবচেয়ে ভালো অভিনয় করেন, কেউ আবার বলছেন মেধা অনুযায়ি অক্ষয় খন্না বরাবরই আন্ডাররেটেড! ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’ ছবিটি ছিলো ভারত-পাকিস্তান যুদ্ধের ওপর। তাই পাকিস্তানের কয়েকজন কমেন্ট করেছেন, নিঃসন্দেহে পাকিস্তানের বিরুদ্ধে আরেকটি ছবি হতে চলেছে!

ইয়ামি গৌতম ও আদিত্য ধর দম্পতি

ছবির অভিনেতাদের নাম জানা গেলেও এখনো জানা যায়নি ছবির নাম ও নায়িকাদের নাম। আদিত্যর প্রথম ছবি ‘উরি: দ্য সার্জিক্যাল স্ট্রাইক’-এর নায়িকা ছিলেন ইয়ামি গৌতম। এই ছবি করতে গিয়েই তারা প্রেমে পড়েন ও করোনার মধ্যে বিয়েটাও সেরে ফেলেছেন। স্ত্রীকে নিজের নতুন সিনেমায় তিনি রাখছেন কিনা তা নিয়েও কৌতুহল রয়েছে দর্শকের মনে।

;