‘আশিকি ৩’ নয়, ‘তু আশিকি হ্যায়’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘তু আশিকি হ্যায়’ ছবির নায়ক কার্তিক আরিয়ান /  ছবি : ফেসবুক

‘তু আশিকি হ্যায়’ ছবির নায়ক কার্তিক আরিয়ান / ছবি : ফেসবুক

‘আশিকি ৩’ ছবিটি ঘিরে হরহামেশাই নতুন নতুন খবর উঠে আসছে। তবে এখনকার পাওয়া খবর অনুযায়ী, এই হিট ফ্রাঞ্চাইজিকে ঘিরে আগের সব তথ্য ভুল। নতুন খবরে জানা গেছে, কার্তিকের আগামী ছবির নাম ‘আশিকি থ্রি’ নয়; ‘তু আশিকি হ্যায়’।

এ ছাড়া ছবিটিকে ঘিরে আরও এক নতুন তথ্য সবাইকে অবাক করে দিয়েছে। ‘তু আশিকি হ্যায়’ নাকি ‘আশিকি’র সিকুয়েল নয়।

বিজ্ঞাপন
কার্তিক আরিয়ান /  ছবি : ফেসবুক

আদতে কার্তিক ‘আশিকি’র সিকুয়েলে অভিনয়ই করছেন না। তিনি এখন এক নতুন ছবির সঙ্গে যুক্ত হতে চলেছেন বলে জোর গুঞ্জন।

জানা গেছে, ‘তু আশিকি হ্যায়’ ছবির কাহিনি ‘আশিকি’র থেকে একদমই ভিন্ন। কার্তিকের এ প্রেমের ছবি ১৯৮১ সালে মুক্তি পাওয়া ‘বসেরা’ ছবির আধারে নির্মাণ করা হবে। এই ছবির মূল চরিত্রে ছিলেন শশী কাপুর, রাখী ও রেখা।

তৃপ্তি দিমরি /  ছবি : ফেসবুক

শোনা যাচ্ছে ‘তু আশিকি হ্যায়’ ছবিতে জুটি বেঁধে আসছেন কার্তিক ও তৃপ্তি দিমরি। ছবিটিতে আরেক নায়িকাকেও দেখা যাবে। তবে এ ব্যাপারে এখনো আনুষ্ঠানিক ঘোষণা হয়নি।

কিছুদিন আগেই কার্তিক ‘চান্দু চ্যাম্পিয়ন’ ছবির শুটিং শেষ করেছেন। কবির খান পরিচালিত ছবিটি আগামী ১৪ জুন মুক্তি পাবে। এ ছাড়া কার্তিককে ‘ভুল ভুলাইয়া থ্রি’-তেও দেখা যাবে।

কার্তিক আরিয়ান /  ছবি : ফেসবুক

কার্তিক আরিয়ান এখন দারুণ ব্যস্ততা সময় কাটাচ্ছেন। তার একের পর এক ছবি মুক্তি পাবে। এরই মধ্যে কার্তিকের ‘আশিকি থ্রি’ ছবিকে ঘিরে এক নতুন খবর প্রকাশ্যে এসেছে। খবর অনুযায়ী, ছবিটি ‘আশিকি’র সিকুয়েল নয়।