ট্রেলারে আগ্রহ বাড়ালো ‘হাউজ অফ দ্য ড্রাগন ২’

  • বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’র প্রধান দুটি চরিত্র

‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’র প্রধান দুটি চরিত্র

টিভি সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’ বিপুল জনপ্রিয়তা পায়। বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে থাকা সিরিজ গেম অফ থ্রোনস (গট) এর অংশ এই সিরিজ। গটের প্রিকুয়াল এটি অর্থাৎ, এর পূর্ববর্তী কাহিনী ফুটে উঠেছিল সিরিজের প্রথম কিস্তিতে। এবার আসছে এর দ্বিতীয় কিস্তি। সেই কাহিনীই এগিয়ে যাবে সিরিজে।

যদিও এখনো তারিখ প্রকাশিত হয়নি, তবে ২০২৪ সালের গ্রীষ্মেই দেখতে পাওয়া যাবে এই সিরিজ। এইচবিও ম্যাক্স ওটিটি প্লাটফর্মে প্রকাশ পাবে ‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে।

বিজ্ঞাপন

যা দেখে সিজন ২ নিয়ে আরও বেশি উৎসাহিত হয়েছে দর্শক। ট্রেলারে দেখা যাচ্ছে- টার্গারইয়েন নিজের স্যুট আর কবচ পরে তৈরি হচ্ছে। সৈনিকরা অস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। আর মূল চরিত্ররা ড্রাগনের উপর চড়ে আক্রমণ করছে। রায়নাইরার কন্ঠে শোনা যায়, দেবতাদের কাছে কিনের যুদ্ধের চেয়ে বেশি ঘৃণার আর কিছু হতে পারে না। আর ড্রাগন যুদ্ধের চেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ আর।

 ‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’র দৃ্শ্য

পূর্ববর্তী সিজনের অভিনেতারাই নতুন সিজনে ফিরছেন তাদের চরিত্রে। তাদের মধ্যে রয়েছে ম্যাট স্মিথ, অলিভিয়া কক, ইভ বেস্ট, ফ্যাবিয়েন ফ্রাংঙ্কেল, স্টিভ টৌসাইন্ট সহ সকলেই। সাথে নতুন কিছু চরিত্রও দেখা যাচ্ছে ট্রেইলারে। যেমন টম টেইলরকে দেখা যাবে লর্ড ক্রেগান স্টার্ক চরিত্রে। এছাড়া এডাম অফ হাল রূপে ক্লিনটন লিবার্টি, সের আলফ্রেড ব্রুম চরিত্রে জেমি কেনা, উলফ নামে টম বেনেট সহ আরও অনেকের নাম রয়েছে মূল কিছু চরিত্রে।