বাবাকে হারালেন মুনমুন আহমেদ

  • মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

বাবার সঙ্গে এমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মুনমুনের, ছবি : ফেসবুক

বাবার সঙ্গে এমনই বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ছিল মুনমুনের, ছবি : ফেসবুক

দীর্ঘদিন অসুস্থ থাকার পর না ফেরার দেশে চলে গেলেন দেশের প্রখ্যাত নৃত্যশিল্পী মুনমুন আহমেদের বাবা (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না ইলাইহে রজেউন)। তারা বাবা রফি আহমেদ বিদ্যুৎ ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও বাংলাদেশের সূর্যসন্তান। আজ রবিবার সকালে অমরলোকে গমন করেন তিনি।

মুনমুন আহমেদের নাচ নিয়ে এতোদূর আসা, ভারতে পড়াশুনা করতে যাওয়ার পেছনে বাবার অবদান ছিল অনস্বীকার্য। দুই মেয়েকেই (মুনমুন আহমেদ ও তাবাসসুম আহমেদ) তিনি নাচের জগতে সুপরিচিত শিল্পী হিসেবে প্রতিষ্ঠা পেতে দেখে গেছেন।

বিজ্ঞাপন

মুনমুন আহমেদ ও তার বাবাকে নিয়ে দুই বছর আগে একটি গান রচনা করেন মোস্তফা আনোয়ার স্বপন।

বাবার সঙ্গে একান্ত মুহূর্তে মুনমুন আহমেদ

অকুতোভয় বীরমুক্তিযোদ্ধা ও তার কন্যা সাহসিকা নৃত্যগুরু মুনমুন আহমেদেও প্রতি নিবেদিত-
আমি সন্তান মুক্তিযোদ্ধার,
গর্বিত কন্যা পিতার,
রোগভোগ ভুলে যে নিরন্তর
এঁকে যান ছবি দেশটার।।
অসহনীয় ব্যথা বুকে
তবু গেয়ে অমেয় সুখে
রচনা করেন দৃঢ় চিত্তে
বীরত্বগাঁথা বাঙালীর
মহান জাতির পিতার।।
অনমনীয় ভঙ্গীতে
স্বপ্নকাব্য যান গেঁথে
রচনা করেন মহানন্দে
বঙ্গকন্যা হাসিনার
সংগীত শুভকামনার।।
অপরিমেয় শক্তিতে
সবুজ স্বদেশ সীমানাতে
নিবেদিতচিত্তে ব্রতী,
অপরাজিতা দৃঢ়মতি
সেবিকা দেশমাতৃকার।।

বিজ্ঞাপন