বিরাট-আনুশকার সংসারে ফের নতুন অতিথি!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সংসারে ফের নতুন অতিথি আসছে। দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন তারা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে বিরাট-আনুশকার কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা। আবারও আসছে নতুন অতিথি। তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুশকা। এমনকি স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে।


সূত্র থেকে আরও জানা গেছে, বিরাট-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।

প্রথম সন্তান জন্মের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গেছে আনুশকাকে। ক্যামেরা থেকে বেবি বাম্প আড়ালে রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অবলম্বন করেন তিনি।

 

   

ট্রেলারে আগ্রহ বাড়ালো ‘হাউজ অফ দ্য ড্রাগন ২’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’র প্রধান দুটি চরিত্র

‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’র প্রধান দুটি চরিত্র

  • Font increase
  • Font Decrease

টিভি সিরিজ ‘হাউজ অফ দ্য ড্রাগন’ বিপুল জনপ্রিয়তা পায়। বিশ্বব্যাপী জনপ্রিয়তার শীর্ষে থাকা সিরিজ গেম অফ থ্রোনস (গট) এর অংশ এই সিরিজ। গটের প্রিকুয়াল এটি অর্থাৎ, এর পূর্ববর্তী কাহিনী ফুটে উঠেছিল সিরিজের প্রথম কিস্তিতে। এবার আসছে এর দ্বিতীয় কিস্তি। সেই কাহিনীই এগিয়ে যাবে সিরিজে।

যদিও এখনো তারিখ প্রকাশিত হয়নি, তবে ২০২৪ সালের গ্রীষ্মেই দেখতে পাওয়া যাবে এই সিরিজ। এইচবিও ম্যাক্স ওটিটি প্লাটফর্মে প্রকাশ পাবে ‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’। সম্প্রতি এর ট্রেলার প্রকাশ করা হয়েছে।

যা দেখে সিজন ২ নিয়ে আরও বেশি উৎসাহিত হয়েছে দর্শক। ট্রেলারে দেখা যাচ্ছে- টার্গারইয়েন নিজের স্যুট আর কবচ পরে তৈরি হচ্ছে। সৈনিকরা অস্ত্র নিয়ে ঘোড়ায় চড়ে প্রস্তুত হচ্ছে যুদ্ধের জন্য। আর মূল চরিত্ররা ড্রাগনের উপর চড়ে আক্রমণ করছে। রায়নাইরার কন্ঠে শোনা যায়, দেবতাদের কাছে কিনের যুদ্ধের চেয়ে বেশি ঘৃণার আর কিছু হতে পারে না। আর ড্রাগন যুদ্ধের চেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ আর।

 ‘হাউজ অফ দ্য ড্রাগন : সিজন২’র দৃ্শ্য

পূর্ববর্তী সিজনের অভিনেতারাই নতুন সিজনে ফিরছেন তাদের চরিত্রে। তাদের মধ্যে রয়েছে ম্যাট স্মিথ, অলিভিয়া কক, ইভ বেস্ট, ফ্যাবিয়েন ফ্রাংঙ্কেল, স্টিভ টৌসাইন্ট সহ সকলেই। সাথে নতুন কিছু চরিত্রও দেখা যাচ্ছে ট্রেইলারে। যেমন টম টেইলরকে দেখা যাবে লর্ড ক্রেগান স্টার্ক চরিত্রে। এছাড়া এডাম অফ হাল রূপে ক্লিনটন লিবার্টি, সের আলফ্রেড ব্রুম চরিত্রে জেমি কেনা, উলফ নামে টম বেনেট সহ আরও অনেকের নাম রয়েছে মূল কিছু চরিত্রে।

;

নানার শোক কাটিয়ে নতুন কাজে পরীমণি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
পরীমণি, ছবি : ফেসবুক

পরীমণি, ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

নানা মারা যাওয়ার পর আলোচিত চিত্রনায়িকা পরীমণির ফেসবুক যেন হয়ে উঠেছিল শোক বই। খুব স্বাভাবিক বিষয়, যে নানাই ছিল তার বাবা-মা সব, তাকে হারিয়ে মনের অবস্থা এমনই। তবে জীবন তো চলে জীবনের নিয়মে। তাই নানার কবর ধরে সারাক্ষণ বসে থাকতে মন চাওয়া পরীকেও ফিরতে হয়েছে ইঠ কাঠের নগরী ঢাকাতে।

এবার কাজে ফেরারও ঘোষনা দিলেন। আজ দুপুরে এই নায়িকা তার ভেরিফায়েড ফেসবুক পেজে লিখেছেন, ‘‘আগামীকাল দারুণ কিছু হবে’।

তার সেই পোস্ট দেখে অনেকেই ভেবেছিলেন, হয়ত নতুন কোনো সিনেমা নিয়ে আসছেন তিনি। কিন্তু সে ধারণা ভুল। সিনেমা নয়, ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে চুক্তিবদ্ধ হলেন এ চিত্রনায়িকা।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান শেষে পরীমণি বলেন, বাংলাদেশ ও বিশ্ববাজারকে টার্গেট করে তৈরি এই পণ্যগুলো আন্তর্জাতিক মান নিশ্চিত করেছে। খুব অল্প সময়ের মধ্যেই এ পণ্যগুলো ভোক্তাদের মন জয় করে নেবে। শুধুমাত্র দেশীয় বাজারই নয়, আন্তর্জাতিক বাজারের উপযোগী পণ্য প্রথমবারের মতো বাংলাদেশেই উৎপাদন করছে, যা বিশ্ববাজার থেকে বৈদেশিক মুদ্রা আয়ের নতুন দিগন্ত উন্মোচন করবে। পাশাপাশি ভেজালমুক্ত ও নকলমুক্ত পণ্য ভোক্তাদের কাছে সহজলভ্য হবে। কর্মসংস্থান সৃষ্টির এ উদ্যোগ নেওয়ার জন্য ব্র্যান্ড কর্তৃপক্ষকে ধন্যবাদ জানান তিনি।

;

আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে: ডলি সায়ন্তনী



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

নিজের ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে বলে জানিয়েছেন জনপ্রিয় কণ্ঠশিল্পী ডলি সায়ন্তনী।

মনোনয়ন বাতিলে কোনো ষড়যন্ত্র নেই জানিয়ে তিনি বলেন, কারণ এটা আমারই দোষ, আমি এটা খেয়াল করিনি। আমার ভুলেই প্রার্থিতা বাতিল হয়েছে।

মঙ্গলবার (৫ ডিসেম্বর) দুপুরে নির্বাচন কমিশনে ক্রেডিট কার্ড সংক্রান্ত খেলাপি ঋণের কারণে জেলা রিটার্নিং কর্মকর্তা কর্তৃক মনোনয়নপত্র বাতিল হওয়ায় প্রার্থিতা ফিরে পেতে নির্বাচন কমিশনে (ইসি) আপিল করেছেন ডলি সায়ন্তনী।

আপিল শেষ সংবাদমাধ্যমকে ডলি সায়ন্তনী বলেন, আমার ক্রেডিট কার্ডের ছোট একটা ভুল ছিল। সেটা ঠিকঠাক করে জমা দিয়েছি। আশা করছি সবকিছু দেখে আমার মনোনয়ন বৈধ করবে কমিশন।

তিনি বলেন, এতদিন গান করেছি। অনেকদিনের আশা ছিল এলাকার জন্য কিছু করব। সে সুযোগটা বিএনএম দিয়েছে।

বাংলাদেশ জাতীয়তাবাদী আন্দোলন- বিএনএমের পক্ষে পাবনা-২ আসনের জন্য মনোনয়ন দাখিল করেছিলেন তিনি।

এর আগে. রোববার সকালে যাচাই-বাছাই শেষে তার মনোনয়ন বাতিল ঘোষণা করেন পাবনা জেলা প্রশাসক।

বিএনএমে যোগ দেওয়ার দিনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে পাবনা-২ আসন থেকে প্রার্থী হতে দলটির মনোনয়ন ফরম তোলন ডলি সায়ন্তনী।

;

রাফির ‘মায়া’ দিয়ে কী হারানো জায়গা ফিরে পাবেন সারিকা!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সারিকা সাবরিন, ছবি : শাহরিয়ার তামিম

সারিকা সাবরিন, ছবি : শাহরিয়ার তামিম

  • Font increase
  • Font Decrease

সারিকা সাবরিন ছিলেন এক সময়ে ছোটপর্দার অন্যতম চাহিদাসম্পন্ন মডেল ও অভিনেত্রী। বাঘা বাঘা তারকাকে পেছনে ফেলে তিনি পৌঁছে গিয়েছিলেন শীর্ষে। একটানা কাজ করেছেন লম্বা সময়। এরপর বিরতি। আবার ফেরা। আবার বিরতি। তবে এবার নিয়মিত। কী হয়েছিল মাঝের সময়টায়?

প্রেম, বিয়ে, সংসারসহ নানা কারণে একসময়ের ব্যস্ত এই তারকা বিনোদন অঙ্গনে অনিয়মিত হয়ে পড়েন। তবে তার কাজ এখন দৃশ্যমান। পরিচালকেরাও তাকে নিয়ে নতুন করে ভাবছেন। নাটক, টেলিছবির পাশাপাশি ওটিটিতেও কাজ করছেন তিনি। অনেকে বলছেন, সেই এক দশক আগের মতো ব্যস্ত হয়ে উঠছেন এই তারকা। এই ব্যস্ততা বেশ উপভোগ করছেন বলেও জানালেন সারিকা সাবরিন।

করোনাকালের পর পুরোদস্তুর কাজে মনোযোগী সারিকা। বিরতির পর ফেরা সারিকা টেলিভিশন নাটকের পাশাপাশি ওটিটিতে যাত্রা শুরু করেছেন। গত বছর ভিডিও স্ট্রিমিং প্ল্যাটফর্ম চরকির ওয়েব ফিল্ম ‘ক্যাফে ডিজায়ার’ দিয়ে ওটিটিতে অভিষেক ঘটে।

 সারিকা ও রায়হান রাফি

কয়েক মাস বিরতির পর আবার ওয়েব ফিল্মে অভিনয় করলেন। ‘মায়া’ নামের এই ওয়েব ফিল্মের পরিচালক রায়হান রাফি। সারিকা বলেন, ‘সামনে যেসব কাজ করছি, এসব নিয়ে কথা বলা বারণ। ওটিটির পাশাপাশি টেলিভিশন নাটকও করছি। পুরো কাজগুলো আমি ভীষণ উপভোগ করছি।

রাফি বর্তমান সময়ের হিট নির্মাতা। তার কাজ করে ক্যারিয়ারে সুবাতাস এনেছেন অভিনেত্রী তমা মির্জা। এবার সারিকার পালা! তিনিও কি রাফির ওপর ভর করে পারবেন নিজের হারানো জায়গা ফিরে পেতে? এ প্রশ্নের উত্তর সময়ই বলে দেবে।

;