পাঁচ মহাদেশে মুক্তি পাচ্ছে মিম-সিয়াম-সুনেরাহর ‘অন্তর্জাল’



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বিদ্যা সিনহা মিম। নতুন সিনেমা নিয়ে হাজির হচ্ছে এবার। ‘পরাণ’ ও ‘দামাল’র পর দর্শকদের পছন্দের তারকা মিম এবার নিয়ে আসছেন তার নতুন সিনেমা ‘অন্তর্জাল’। ঈদে মুক্তিপ্রতিক্ষীত ছবিটির প্রথম পোস্টার প্রকাশ পেয়েছে সামাজিক মাধ্যমে। ৫ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’। সামাজিক মাধ্যমে এ কথা মিম নিজেই জানিয়েছেন।

রোববার ‘অন্তর্জাল’-এর অফিসিয়াল ফেসবুক পেজে ছবিটির পোস্টার প্রকাশ করা হয়েছে। ক্যাপশনে লেখা হয়েছে, ‘বাংলা সিনেমার সময় বদলাচ্ছে, বিশ্বে কদর বাড়ছে আমাদের সিনেমার। নতুন ধরণের বিষয় নিয়ে নতুন নতুন সিনেমা নির্মিত হচ্ছে আর দর্শকও স্বাগত জানাচ্ছে। নতুন ধরণের বাংলা সিনেমার সাথে যারা দর্শকদেরকে পরিচয় করিয়ে দিয়েছেন, তাদের অন্যতম পরিচালক দীপংকর দীপন এর মুক্তির অপেক্ষায় থাকা সাইবার অ্যাকশন থ্রিলার ‘অন্তর্জাল’ নিয়ে মানুষের আগ্রহ আর উত্তেজনার শেষ নেই।’

এরপর লেখা হয়েছে, ‘অবশেষে অপেক্ষার পালা শেষ করে সারা দেশে ও বিশ্বব্যাপী ঈদ-উল-আজহায় মুক্তি পেতে যাচ্ছে মোশন পিপল স্টুডিওজ ও স্পেলবাউন্ড লিও বার্নেট প্রযোজিত সিনেমা ‘অন্তর্জাল’। ‘অন্তর্জাল’ সিনেমাটি বাংলাদেশ, কানাডা, আমেরিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, ইউরোপ আর মধ্যপ্রাচ্যে একসাথে ঈদ উল আযহায় মুক্তি পাচ্ছে। স্বপ্ন স্কেয়ারক্রো আন্তর্জাতিক ডিস্ট্রিবিউশন চেইনের মাধ্যমে আমেরিকা ও কানাডার একাধিক শহরে প্রায় শতাধিক সিনেমা হলে নিয়মিত প্রদর্শনীর জন্য রিলিজ করা হচ্ছে সিনেমাটি।’

মিম নিজেও অনুরাগীদের সঙ্গে ভাগ করে নিয়েছেন পোস্টারটি। সঙ্গে তিনি লিখেছেন, “৫ মহাদেশে একযোগে মুক্তি পাচ্ছে ‘অন্তর্জাল’।” মিম ছাড়া আরও অভিনয় করেছেন সিয়াম আহমেদ, সুনেরাহ বিনতে কামাল প্রমুখ ।

এর আগে এক অনুষ্ঠানে ছবিটি নিয়ে মিম বলেছিলেন, ‘এমন গল্পের সিনেমা এর আগে কখনও হয়নি। আমি যখন চরিত্রটি পাই তখন ভাবছিলাম কীভাবে চরিত্রটি ফুটিয়ে তুলতে পারব! এই ছবিতে এক অন্য মিমকে পাবেন সবাই।’

সিনেমায় নিজের নায়ক প্রসঙ্গে মিম আরও বলেছিলেন, “আমার নায়ক ‘অন্তর্জাল’। ছবির গল্পই আমার নায়ক।”

চলচ্চিত্রটির প্রযোজনা প্রতিষ্ঠান মোশন পিপল স্টুডিও। এর গল্প লিখেছেন দীপংকর দীপন, সাইফুল্লাহ রিয়াদ ও আশা জাহিদ। সংলাপ লিখেছেন সাইফুল্লাহ রিয়াদ। চিত্রনাট্য করেছেন পরিচালক নিজেই। আইসিটি বিভাগের উদ্যোগে বাংলাদেশের প্রথম সাইবার থ্রিলার চলচ্চিত্র ‘অন্তর্জাল’। সিনেমাটি পরিচালনা করেছেন দীপংকর দীপন। এতে মিমকে দেখা যাবে একজন সাইবার যোদ্ধার চরিত্রে।

   

তিন বলিউড সুপারস্টার আসছে ‘গণপথ’ নিয়ে



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘গণপথ’ সিনেমায় টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

‘গণপথ’ সিনেমায় টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যানন। ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

পরিচালক বিকাশ বহেলের নতুন সিনেমা ‘গণপথ’-এ দেখা যাবে বলিউডের তিন সুপারস্টার টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যাননকে। অ্যাকশন থ্রিলার চলচ্চিত্র। এখানে প্রধান ভূমিকায় দেখা যাবে, টাইগার শ্রফ, অমিতাভ বচ্চন ও কৃতি শ্যাননকে। ইতোমধ্যে মুক্তি পেয়েছে সিনেমাটির টিজার। আগামী মাসের ২০ অক্টোবর ‘গণপথ’ মুক্তি পাওয়ার কথা রয়েছে।

সিনেমাটি আধুনিক এবং ভবিষৎ এর বার্তা দেবে এমনটাই দাবি নির্মাতার। এ সিনেমাটিতে রয়েছে ভরপুর অ্যাকশন, আধুনিক প্রযুক্তির ব্যবহার। আন্তর্জাতিক মানের সিনেমাটি তৈরি হয়েছে ২০৭০ সালের প্রেক্ষাপট নিয়ে।

বিগ বাজেটের ‘গণপথ’-এ থাকছে ভিএফএক্সের ব্যবহার যা আগে কোন বলিউড সিনোমায় দেখা যায়নি। প্রযোজক জ্যাকি ভগনানি খুব পরিশ্রম করে কাজটি শেষ করেছেন। টিজার দেখে ভক্তদের অপেক্ষার পালা আরও বেড়ে গেছে।

অভিনেতা টাইগার শ্রফ টিজার শেয়ার করেছেন এবং বলেছেন, অনেক দিনের অপেক্ষা যেন শেষ হলো। আমরা প্রস্তুত আপনাদের নিজেদের দুনিয়ায় নিয়ে যেতে। 

;

যে কারণে পরীমণি সেলিব্রিটি ক্রিকেট লিগে যাননি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
যে কারণে পরীমণি সেলিব্রিটি ক্রিকেট লিগে যাননি

যে কারণে পরীমণি সেলিব্রিটি ক্রিকেট লিগে যাননি

  • Font increase
  • Font Decrease

রাজধানীর মিরপুর শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে সেলিব্রিটি ক্রিকেট লিগে দুই দলের খেলোয়াড়দের মধ্যে মারামারি হয়েছে। এ নিয়ে এখন আলোচনা-সমালোচনার ঝড় বইছে।

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) রাত ১০টার দিকে নিজেদের শেষ ম্যাচে খেলতে নেমেছিল মুহাম্মদ মোস্তফা কামাল রাজ ও দীপঙ্কর দীপনের টিম। খেলা চলাকালীন মাঠের বাইরে থাকা দুই দলের সতীর্থদের মধ্যে উত্তেজনা ছাড়িয়ে পড়ে, যা মাঠে খেলোয়াড়দের মধ্যে হাতাহাতি পরে মারামারিতে রূপ নেয়।

সেলিব্রিটি ক্রিকেট লিগে এমন অপ্রীতিকর ঘটনা ঘটায় আলোচিত চিত্রনায়িকা পরীমণি তার ফেসবুকে একটি স্ট্যাটাস দিয়েছেন। এতে তিনি লেখেন, ‘এই এগ্রেসিভ জানোয়ারটার চেহারা দেখতে হবে বলেই যাই নাই সিসিএল (সেলিব্রিটি ক্রিকেট লিগ)- এ! আল্লাহ বাঁচাইছে।’

পরীমণি তার স্ট্যাটাসে ‘এগ্রেসিভ জানোয়ারটার চেহারা’ বলতে কাকে বুঝিয়েছেন তা তার ভক্ত-অনুরাগীরা বুঝে ফেলেছন। তার এই স্ট্যাটাসের কমেন্টবক্স মুহূর্তেই ভরে যায়। পরীমণির স্টাটাসে মন্তব্য করেছেন, এ প্রজন্মের আরেক চিত্রনায়িকা জাহরা মিতু। তিনি লেখেন, ‘আমিও অন্য আরেকজনের চেহারা দেখতে হবে বলে যাইনি’।

জানা যায়, ম্যাচ শেষে রাত সাড়ে ১১টার পর আবারও মারামারিতে জড়িয়ে পড়েন দুই দলের খেলোয়াড়রা। সেখানে নির্মাতা মোস্তফা কামাল রাজ ও অভিনেতা শরীফুল রাজ গায়ে হাত তোলেন বলে অভিযোগ করেছেন নায়িকা রাজ রিপা। কিন্তু ফুটেজ অনুযায়ী মৌসুমীর গায়ে পানির বোতল থেকে মারেন শরিফুল রাজ। তারপরও রাজ রিপা কান্নাজড়িত কণ্ঠে এর সুষ্ঠু তদন্ত ও বিচারের দাবি জানান।

দীপনের দলের খেলোয়াড়দের একজন অভিনেতা মনির হোসেন শিমুল অভিযোগ করে বলেন, তারা বাইরে থেকে সন্ত্রাসী এনে আমাদের ওপর আক্রমণ শুরু করে। ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রী বলে পরিচয় দিয়ে হুমকি দেন। এটা কোন ধরনের সিসিএল খেলা?

ক্রিকেট লিগে মারামারির ঘটনা ঘটার বিভিন্ন ভিডিও ও ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে ইতিমধ্যেই ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। এ নিয়ে নেটিজেনরা তাদের বিভিন্নমুখি নিন্দা প্রকাশ করছেন।

;

বিরাট-আনুশকার সংসারে ফের নতুন অতিথি!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বলিউড অভিনেত্রী আনুশকা শর্মা ও ক্রিকেটার বিরাট কোহলির সংসারে ফের নতুন অতিথি আসছে। দ্বিতীয়বার বাবা-মা হতে চলেছেন তারা। ২০১৭ সালের ১১ ডিসেম্বর ভালবেসে বিবাহবন্ধনে আবদ্ধ হন এই তারকা দম্পতি।

বিয়ের চার বছরের মাথায় ২০২১ সালে বিরাট-আনুশকার কোলজুড়ে আসে প্রথম কন্যা সন্তান ভামিকা। আবারও আসছে নতুন অতিথি। তিন মাসেরও বেশি তিনি অন্তঃসত্ত্বা। খুব শিগগিরই আনুষ্ঠানিক ঘোষণাও দেবেন এই তারকা দম্পতি।

ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত কয়েক মাস ধরেই নিজেকে লোকচক্ষুর আড়ালেই রেখেছেন আনুশকা। এমনকি স্বামী বিরাটের সঙ্গে ক্রিকেট সফরেও যাচ্ছেন না তিনি। সম্প্রতি মুম্বাইয়ের এক ক্লিনিকের বাইরে দেখা যায় বিরাট-আনুশকাকে।


সূত্র থেকে আরও জানা গেছে, বিরাট-আনুশকা আগের বারের মতোই এই খুশির খবরের কথা ঘোষণা করবেন। তবে গত বারের মতোই একটু শেষের দিকে। তাই তার আগে মা হওয়ার বিষয়টি গোপন রাখতে চাচ্ছেন এই তারকা দম্পতি।

প্রথম সন্তান জন্মের প্রায় দুই বছর পেরিয়ে গেলেও, এখনও মেয়েকে সে ভাবে প্রকাশ্যে আনেননি তারা।

সম্প্রতি নিজের বাড়িতে গণেশ পূজার অনুষ্ঠানেও শাড়িতে কিংবা ঢিলে‌ঢালা চুড়িদারেই দেখা গেছে আনুশকাকে। ক্যামেরা থেকে বেবি বাম্প আড়ালে রাখতেই পোশাক নির্বাচনে বাড়তি সর্তকতা অবলম্বন করেন তিনি।

 

;

সড়ক দুর্ঘটনায় আহত অভিনেত্রী তানজিন তিশা



বিনোদন ডেস্ক, বার্তা ২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ছোট পর্দার জনপ্রিয় মুখ তানজিন তিশা সড়ক দুর্ঘটনায় আহত হয়েছেন। এ খবর নিশ্চিত করেছেন অভিনেত্রী নিজেই। 

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) দিবাগত রাতে সড়ক দুর্ঘটনার কবলে পড়েছেন এই অভিনেত্রী। 

শুক্রবার (২৯ সেপ্টেম্বর) বিকেলে দুর্ঘটনাকবলিত গাড়ির ছবি সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে পোস্ট করেন তিশা। তবে, কোথায় এ দুর্ঘটনা ঘটেছে তা উল্লেখ করেননি তিনি। 

তানজিন তিশা ছবির ক্যাপশনে লেখেন, গত রাতটি আমি ভুলতে পারব না। আমি সড়ক দুর্ঘটনার কবলে পড়েছিলাম। একটি ড্রাম ট্রাক আমার গাড়িটি দুমড়ে-মুচড়ে দিয়েছে। আমার এই গাড়ি খুব প্রিয়। কারণ কষ্টার্জিত অর্থ দিয়ে এটি কিনেছি। সুতরাং এই ক্ষতি মেনে নেওয়া আমার জন্য সহজ নয়।


তিনি আরও বলেন, তারপরও আলহামদুলিল্লাহ! আমি শরীরে কিছু আঘাত পেয়েছি। কিন্তু এখন ঠিক আছি। এজন্য আল্লাহর কাছে শুকরিয়া। যারা আমাকে ভালোবাসেন, আমার জন্য দোয়া করেন তাদের সবাইকে ধন্যবাদ।

তানজিন তিশা নিয়মিত কাজ করছেন ওটিটি প্লাটফর্ম, টিভি নাটক, বিজ্ঞাপনচিত্র ও মিউজিক ভিডিওতে। চলচ্চিত্রেও কাজের কথাবার্তা চলছে।

 

;