ক্যারিয়ারে শুরু থেকে এখন পর্যন্ত জনপ্রিয়তার শীর্ষে রয়েছেন সঙ্গীতশিল্পী আসিফ আকবার। গানের পাশাপাশি সোশ্যাল মিডিয়াতেও বেশ সরব তিনি। প্রায় সময়ই নানান ইস্যুতে ভক্তদের সঙ্গে নিজের মতামত শেয়ার করেন আসিফ। এবার গাজীপুরের মেয়র নির্বাচন নিয়ে কথা বলেন এ গায়ক।
শুক্রবার (২৬ মে) ভোরে নিজের ভেরিফায়েড ফেসবুকে একটি ছবি শেয়ার করে সাবেক মেয়র জাহাঙ্গীরের মা জায়েদা খাতুনের বিজয়ে অভিনন্দন জানিয়ে একটি স্ট্যাটাস দিয়েছেন আসিফ।
বিজ্ঞাপন
পাঠকদের জন্য গায়কের পোস্টটি হুবহু তুলে ধরা হলো-
মজলুমের সব বিজয় সবসময় দিকনির্দেশনার চিহ্ন রেখে যায়। মজলুম প্রতিবাদী না হলে নিজের চরিত্র হারিয়ে ফেলে। একজন মায়ের বিজয় হয়েছে, আর এভাবেই ইতিহাসগুলো নতুনভাবে রচিত হয়।
দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান অভিনীত ও প্রযোজিত সিনেমা ‘দেবী’ নির্মাণ করে দর্শকের আস্থা অর্জন করেছিলেন অনম বিশ্বাস। ফলে তার প্রথম ওয়েব সিরিজ ‘রঙিলা কিতাব’ নিয়ে দর্শকের আগ্রহ রয়েছে বেশ।
অবশেষে হইচই অরিজিনাল সিরিজ ‘রঙিলা কিতাব’-এর অফিসিয়াল পোস্টার উন্মুক্ত হলো। আর তাতে জানা গেলো, সিরিজটি মুক্তি পেতে যাচ্ছে আগামী ৮ নভেম্বর।
পোস্টারে ঢাকাই ছবির আলোচিত-সামলোচিত অভিনেত্রী পরীমণিকে দেখা গেলো ভিন্নভাবে। গর্ভবতী অবস্থায় ধরা দিয়েছেন তিনি।
এই সিরিজের মূল ভূমিকায় অভিনয় করেছেন মোস্তাফিজুর নুর ইমরান। পোস্টারে তার দেখা মিলেছে এক হাতে বন্দুক নিয়ে আর এক হাতে জড়িয়ে ধরে আছেন নায়িকাকে। সেই সাথে নায়িকারও চোখে-মুখে ভয় ও গুটিসুটি মেরে নায়কের বুকে যেনো খুঁজছেন আশ্রয়।
‘রঙিলা কিতাব’-এর অফিসিয়াল পোস্টারটি ভালোবাসা, রহস্য ও উত্তেজনায় ভরপুর। কিঙ্কর আহ্সানের লেখা ‘রঙিলা কিতাব’ উপন্যাসের ছায়া অবলম্বনে নির্মিত হয়েছে ওয়েব সিরিজটি।
এই প্রথম কোনো ওয়েব সিরিজে কাজ করেছেন পরীমণি। তিনি বললেন, ‘প্রতিটি প্রথম অনুভূতি, প্রথম স্মৃতি সবার জন্যে সব সময় স্পেশাল। সেই রকমই আমার প্রথম ওয়েব সিরিজে কাজ করার অভিজ্ঞতা ছিল অসাধারণ। এটি সম্ভব হয়েছে হইচই-এর কারণে। শুটের শুরুর দিন থেকেই আমি বেশ এক্সাইটেড ছিলাম। এটি আমার জন্য এক নতুন অধ্যায়ের সূচনা। শুটিংয়ের সময় আমার সহ-অভিনেতা ও টিমের সকল সদস্যের সাথে কাজ করতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। সবাই খুব হেল্পফুল ছিল। এখন দর্শকদের প্রতিক্রিয়া পাওয়ার সময়।’
অভিনেতা মোস্তাফিজুর নুর ইমরান বলেন, ‘রঙিলা কিতাব -এর জন্য আমরা সকলেই নিজ নিজ স্থান থেকে আমাদের সর্বচ্চো দিয়ে কাজ করেছি। এখন কাজটি মুক্তির অপেক্ষাতে আমরা।’
পরিচালক অনম বিশ্বাস বলেন, ‘মানুষের সাথে মানুষের সম্পর্কের গল্প হলো রঙিলা কিতাব। গল্পটাকে এমনভাবে বলার চেষ্টা করেছি, যাতে দর্শকরা কানেক্ট করতে পারে। এই সিরিজটি তৈরি করতে গিয়ে আমরা শুধু বিনোদন নয় বরং একটি বার্তা দিতে চেয়েছি। আমার বিশ্বাস, রঙিলা কিতাব দর্শকদের মুগ্ধ করবে আর তাদের মনে একটি বিশেষ জায়গা করে নেবে।’
অপেক্ষা মাত্র আর কিছুদিনের। অসাধারণ এক প্রেমের কিচ্ছা নিয়ে ‘রঙিলা কিতাব’ ৮ নভেম্বর আসছে হইচই-তে।
সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কটূক্তি করার অভিযোগে শমী কায়সারের বিরুদ্ধে ১০০ কোটি টাকার মানহানির মামলা হয়েছে।
সোমবার (১৪ অক্টোবর) দুপুরে মো. রেজোয়ান কবির নামের জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের এক নেতা বাদী হয়ে মাগুরার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে মামলাটি করেছেন।
সংবাদমাধ্যমে মামলার বাদী রেজোয়ান কবির বলেন, ‘আমরা দেখেছি শমী কায়সার নানা সময়ে আমাদের আবেগের জায়গা, জাতীয়তাবাদী দল বিএনপির প্রতিষ্ঠাতা, মুক্তিযোদ্ধা ও সাবেক প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে নিয়ে কটূক্তি করেছেন।
বিগত ১৬ বছর বিভিন্ন গণমাধ্যমেও এসব অপপ্রচার চালিয়েছেন এই অভিনেত্রী।’
তিনি আরো বলেন, শমী কায়সার প্রয়াত প্রেসিডেন্ট, স্বাধীনতার ঘোষককে নিয়ে বিভ্রান্ত করেছেন। এ জন্য আমি আমার নৈতিকতার জায়গা থেকে এই অভিনেত্রীর বিচার চাই। তিনি যেন তার মিথ্যা কথার জন্য শাস্তি পান। সে কারণেই অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছি।
গণমাধ্যমে মামলার আইনজীবী কাজী মিনহাজ উদ্দিন বলেন, নানা সময়ে বিতর্কিত মন্তব্য করে জাতিকে বিভক্ত করেছেন শমী কায়সার। বাদী এক শ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে আসামি অভিনেত্রীর বিরুদ্ধে মামলা করেছেন। মামলাটি করার পর আদালত তা তদন্তের জন্য ঝিনাইদহের পিবিআইকে নির্দেশের পাশাপাশি ভবিষ্যতে কথাবার্তায় সতর্ক থাকতে বলেন।
পাকিস্তানি সঙ্গীতাঙ্গনের সুপারস্টার আতিফ আসলাম। তার গান উপমহাদেশের শ্রোতাদের মন জয় করেছে বহু আগে। উর্দু ভাষার গানের পাশাপাশি আতিফ জনপ্রিয়তা পেয়েছেন বলিউডের হিন্দি গানেও। বাংলাদেশেও তার ভক্তের কতমি নেই।
সেই সুবাদে বেশ কয়েকবারই বাংলাদেশের মঞ্চ মাতিয়েছেন এই গায়ক। কদিন আগেও ঢাকা মাতিয়ে গিয়েছে পাকিস্তানের ব্যান্ড ‘জল’। আতিফ আসলামও এক সময় এই ব্যান্ডের সঙ্গে ছিলেন। পরে তিনি একক ক্যারিয়ার গড়ে তোলার জন্য ‘জল’ ব্যান্ড ছেড়ে দেন।
সর্বশেষ গেল এপ্রিলে ঢাকার বসুন্ধরা স্পোর্টস কমপ্লেক্স মাঠে পারফর্ম করেছিলেন আতিফ। আবারও ঢাকায় আসছেন পাকিস্তানের এই গায়ক। গাইবেন ঢাকার আর্মি স্টেডিয়ামে।
সবকিছু ঠিক থাকলে আগামী ২৯ নভেম্বর বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে আয়োজিত ‘ম্যাজিকাল নাইট ২.০’ কনসার্টে অংশ নেবেন আতিফ। এ কনসার্টের আয়োজন করেছে ট্রিপল টাইম কমিউনিকেশন। তারা তাদের ফেসবুকে আতিফ আসলামের ‘কুচ ইস তারহা’ গানের মিউজিক শেয়ার করে কনসার্টের ঘোষণা।
জানা গেছে, ম্যাজিকাল নাইট ২.০ কনসার্টে আতিফের সঙ্গে থাকবেন পাকিস্তানের আরও একজন শিল্পী। বাংলাদেশ থেকেও অংশ নেবেন একাধিক শিল্পী।
২৯ নভেম্বর বিকেল ৫টা থেকে বাংলাদেশ আর্মি স্টেডিয়ামে শুরু হবে কনসার্ট। দর্শকের জন্য গেট খুলে দেওয়া হবে বেলা ১টায়। তবে কবে থেকে অগ্রিম টিকিট বিক্রি শুরু হবে, তা জানায়নি আয়োজকেরা।
গত ১১ অক্টোবর দশেরা উৎসব উপলক্ষ্যে মুক্তি পেয়েছে বলিউডের দুই সিনেমা ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ এবং ‘জিগরা। একটিতে অভিনয় করেছেন রাজকুমার রাও ও তৃপ্তি দিমরী, অন্যটিতে সুপারস্টার আলিয়া ভাট।
মুক্তির তিন দিন পরও বোঝা যাচ্ছে না আসলে কোন ছবিটি এগিয়ে থাকলো। কারণ মাঝারি বাজেটের ছবি দুটো বক্স অফিসে হাড্ডাহাড্ডি লড়াই করছে।
জানা গেছে, আলিয়া ভাট অভিনীত ‘জিগরা’ ছবিটি মুক্তির প্রথম দিন আয় করে ৪.৫ কোটি রুপি। দ্বিতীয় দিনে যা বেড়ে দাঁড়ায় ৬.৫ কোটি রুপি। আর তৃতীয় দিনে ছবিটি আয় করেছে ৫.৫ কোটি রুপি। তিন দিনে ছবিটির সর্বমোট আয় দাড়ায় ১৬.৫ কোটি রুপি।
অন্যদিকে রাজকুমার রাও এবং তৃপ্তি দিমরী অভিনীত কমেডি ঘরানার ছবি ‘ভিকি বিদ্যা কা ও ওয়ালা ভিডিও’ প্রথম দিন আয় করেছে ৫ কোটি রুপি। দ্বিতীয় ও তৃতীয় দিনে যার আয় যথাক্রমে ৬.৭৫ এবং ৬.২৫ কোটি রুপি দাড়ায়। সেক্ষেত্রে তিন দিনে ছবিটির মোট আয় দাঁড়ায় ১৮.৫ কোটি রুপি।
‘জিগরা’র তুলনায় ‘ভিকি বিদ্যা কা উয়ো ওয়ালা ভিডিও’ সিনেমাটি বড় পরিসরে বেশি স্ক্রিনে মুক্তি পেয়েছে। তাই আয় বেশি হওয়াটাই স্বাভাবিক। তবে সিনেমাটি দর্শক-সমালোচকদের কাছে ভালো রিভিউ পায়নি। দুর্বল চিত্রনাট্যের এই ছবিটিও বক্স অফিসে তেমন দাপট দেখাতে পারলো না।
অন্যদিকে, ভাসান বালা পরিচালিত ‘জিগরা’কে সমালোচকরা এগিয়ে রেখেছেন। ছবির নির্মাণ, কাহিনি ও আলিয়া ভাটের অভিনয়ের ব্যাপক প্রশংসা শোনা যাচ্ছে। ফলে যে কোন সময় বক্স অফিসের হিসাব বদলে দিতে পারে ছবিটি। ভাই-বোনের ভালোবাসাকে কেন্দ্র করে আবর্তিত হয়েছে ছবিটির গল্প। অ্যাকশন থ্রিলার ছবিটিতে আলিয়ার ভাইয়ের চরিত্রে অভিনয় করছেন ভেদাং রায়না। করণ জোহরের ধর্মা প্রোডাকশনের সঙ্গে ছবিটি যৌথভাবে প্রযোজনা করছে আলিয়া ভাটের ‘ইটারনাল সানশাইন’।