গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন পেলেন যারা



বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর
‘ব্ল্যাক প্যান্থার’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ ও ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির পোস্টার

‘ব্ল্যাক প্যান্থার’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’ ও ‘অ্যা স্টার ইজ বর্ন’ ছবির পোস্টার

  • Font increase
  • Font Decrease

৭৬তম গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের মনোনয়ন তালিকা ঘোষণা করা হলো। এর মধ্য দিয়ে অস্কারের দৌড় শুরু হলো মনোনীতদের মধ্যে। কারণ গোল্ডেন গ্লোবকে বলা হয় অস্কারের পূর্বাভাস! এই আসরে যারা সফল হন তাদের ভাগ্যে জোটে অস্কার মনোনয়ন ও পুরস্কার।

সেরা চলচ্চিত্র (ড্রামা) বিভাগে মনোনয়ন পেয়েছে বড় বাজেটের ছবি ‘ব্ল্যাক প্যান্থার’, ‘বোহেমিয়ান র‌্যাপসোডি’, ‘অ্যা স্টার ইজ বর্ন’, সমালোচকদের প্রশংসা কুড়ানো স্পাইক লি পরিচালিত ‘ব্ল্যাকক্ল্যান্সম্যান’ ও অস্কারজয়ী ব্যারি জেনকিন্সের ‘ইফ বিয়েল স্ট্রিট কুড টক’।

২০১৯ সালের ৬ জানুয়ারি গোল্ডেন গ্লোব অ্যাওয়ার্ডসের জমকালো আসরে বিজয়ীদের নাম ঘোষণা করা হবে। এই আয়োজন উপস্থাপনা করবেন অভিনেতা অ্যান্ডি স্যামবার্গ ও অভিনেত্রী সান্ড্রা ওহ।

সেরা চলচ্চিত্র (ড্রামা): ব্ল্যাক প্যানথার, ব্ল্যাকক্ল্যান্সম্যান, বোহেমিয়ান রাপসোডি, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, অ্যা স্টার ইজ বর্ন।

সেরা চলচ্চিত্র (মিউজিক্যাল/কমেডি): ক্রেজি রিচ এশিয়ানস, দ্য ফেভারিট, গ্রিন বুক, ম্যারি পপিনস রিটার্নস, ভাইস।

সেরা পরিচালক: ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), আলফনসো কুয়ারন (রোমা), স্পাইক লি (ব্ল্যাকক্ল্যান্সম্যান), পিটার ফেরেলি (গ্রিন বুক), অ্যাডাম ম্যাককে (ভাইস)।

সেরা অভিনেতা (ড্রামা): ব্র্যাডলি কুপার (অ্যা স্টার ইজ বর্ন), উইলেম ড্যাফো (অ্যাট এটারনিটি’স গেট), লুকাস হেজেস (বয় ইরেজড), রামি মালেক (বোহেমিয়ান রাপসোডি), জন ডেভিড ওয়াশিংটন (ব্ল্যাকক্ল্যান্সম্যান)।

সেরা অভিনেত্রী (ড্রামা): গ্লেন ক্লোজ (দ্য ওয়াইফ), লেডি গাগা (অ্যা স্টার ইজ বর্ন), নিকোল কিডম্যান (ডেস্ট্রয়ার), মেলিসা ম্যাককার্থি (ক্যান ইউ এভার ফরগিভ মি?), রোসামুন্ড পাইক (অ্যা প্রাইভেট ওয়ার)।

সেরা অভিনেতা (মিউজিক্যাল/কমেডি): ক্রিশ্চিয়ান বেল (ভাইস), লিন-ম্যানুয়েল মিরান্ডা (ম্যারি পপিনস রিটার্নস), ভিগো মরটেনসেন (গ্রিন বুক), রবার্ট রেডফোর্ড (দ্য ওল্ড ম্যান অ্যান্ড দ্য গান), জন সি. রেইলি (স্ট্যান অ্যান্ড ওলাই)

সেরা অভিনেত্রী (মিউজিক্যাল/কমেডি): এমিলি ব্লান্ট (ম্যারি পপিনস রিটার্নস), অলিভিয়া কোলম্যান (দ্য ফেভারিট), ইলসি ফিশার (এইথ গ্রেড), শার্লিজ থেরন (টুলি), কন্সট্যান্স উ (ক্রেজি রিচ এশিয়ানস)।

সেরা পার্শ্ব-অভিনেতা: মাহেরশালা আলি (গ্রিন বুক), টিমোথি শালামে (বিউটিফুল বয়), অ্যাডাম ড্রাইভার (ব্ল্যাকক্ল্যান্সম্যান), রিচার্ড ই গ্রান্ট (ক্যান ইউ এভার ফরগিভ মি?’), স্যাম রকওয়েল (ভাইস)।

সেরা সহ-অভিনেত্রী: অ্যামি অ্যাডামস (ভাইস), ক্লেয়ার ফয় (ফার্স্ট ম্যান), রেজিনা কিং (ইফ বিয়েল স্ট্রিট কুড টক), এমা স্টোন (দ্য ফেভারিট), র‌্যাচেল ভাইস (দ্য ফেভারিট)।

সেরা চিত্রনাট্য: রোমা, দ্য ফেভারিট, ইফ বিয়েল স্ট্রিট কুড টক, ভাইস, গ্রিন বুক।

সেরা মৌলিক সুর: অ্যা কোয়াইট প্লেস (মার্কো বেলট্রামি), ইজেল অব ডগস (আলেকসন্দ দেশপ্লাঁ), ব্ল্যাক প্যান্থার (লুডউইগ গোরানসন), ফার্স্ট ম্যান (জাস্টিন হারউইৎজ), ম্যারি পপিরস রিটার্নস (মার্ক শেইম্যান)।

সেরা মৌলিক গান: অল দ্য স্টারস (ব্ল্যাক প্যান্থার), গার্ল ইন দ্য মুভিজ (ডাম্পলি), রিক্যুইয়েম ফর অ্যা প্রাইভেট ওয়ার (অ্যা প্রাইভেট ওয়ার), রিভিলেশন (বয় ইরেজড), শ্যালো (অ্যা স্টার ইজ বর্ন)।

সেরা অ্যানিমেটেড ছবি: ইনক্রেডিবলস টু, ইজেল অব ডগস, মিরাই, র‌্যালফ ব্রেকস দ্য ইন্টারনেট, স্পাইডার-ম্যান: ইন্টু দ্য স্পাইডার-ভার্স।

সেরা বিদেশি ভাষার ছবি: কেপারনম (লেবানন), গার্ল (বেলজিয়াম), নেভার লুক অ্যাওয়ে (জার্মানি), রোমা (মেক্সিকো), শপলিফটার্স (জাপান)।

   

স্বামীর অবসরে দেশ ছাড়তে চান অনুষ্কা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা

বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা

  • Font increase
  • Font Decrease

বলিউডের অন্যতম জনপ্রিয় তারকা দম্পতি বিরাট কোহলি এবং অনুস্কা শর্মা। আউট সাইডার হয়েও ১৫ বছরের ক্যারিয়ারে বলিউডে নিজের জায়গা পোক্ত করেছেন। ব্যক্তিজীবনেও আছেন বেশ সুখী। স্বামী বিরাট এবং দুই সন্তান ভামিকা এবং আকয় কে নিয়ে তার সুখী পরিবার। তবে বিরুষ্কা দম্পতি সপরিবারেই পাড়ি জমাতে পারেন বিদেশে। তাও অস্থায়ী নয়, পাকাপোক্তভাবেই থেকে যাওয়ার পরিকল্পনায় রয়েছেন। সুদূর ব্রিটেনেই নাকি সন্তানদের বড় করার পছন্দের জায়গা বিরুষ্কার। এতদিন এসব কেবল গুঞ্জন ছিল। ছেলে আকয়ের জন্ম ব্রিটেনে গোপনে হওয়ার থেকে এর সূত্রপাত হয়েছিল। সেই আগুনে এবার ঘি ঢাললেন বিরাট নিজেই।

সম্প্রতি একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। যেখানে বিশ্ব রেকর্ড সেট করা ভারতীয় প্রাক্তন দলনেতা তার অবসরের সময়ের প্ল্যান নিয়ে কথা বলেন। বিরাট বলেন, ‘খেলোয়াড় হিসেবে আমাদের সবাইকেই একদিন ক্যারিয়ারের শেষ দিনটি দেখতে হবে। আমি সারাজীবন খেলতে পারবো না। আমি এর পেছনেও কাজ করে রাখছি। আমি নিশ্চিতভাবেই কোনো আফসোস রাখবো না।’

অবসর দিয়ে কথা বরছেন বিরাট কোহলি

তিনি আরও বলেন, ‘খেলার জন্য আমি আমার সর্বোচ্চটা দিয়ে যাচ্ছি। তবে আমার কাজ শেষ হলে, আমি চলে যাব। আমাকে বেশ কিছু সময়ের জন্য দেখতে পাবেন না।’

কোথায় যাবেন তা স্পষ্ট না করলেও ভক্তদের ধারণা, যুক্তরাজ্যেই গা ঢাকা দেবেন বিরুষ্কার পরিবার। ভামিকার  জন্ম থেকেই সন্তানকে ক্যামেরার সামনে আনায় অনীহা দেখান এই দম্পতি। মাঝে বিনা অনুমতিতে খেলার মাঠে মেয়ের ছবি তোলায় ক্ষেপে যান বিরাট-অনুষ্কা। এখন তাদের পরিবারে দুই সন্তান। পাপ্পারাজিদের থেকে সন্তানদের দূরে রাখতেই এই সিদ্ধান্ত।

তবে অন্যদিকে অনুষ্কার ভক্তরা চিন্তিত তাদের প্রিয় নায়িকার ক্যারিয়ার নিয়ে। স্বামী-সন্তানের জন্য দেশ ছাড়লে তার ঊর্ধ্বগামী অভিনয় ক্যারিয়ারে ধস না নামে!

অভিনয় জীবনেও অনুষ্কা যেমন ভক্তদের পছন্দের তালিকায় থাকেন, ঠিক তেমনই তার ব্যক্তিজীবন নিয়েও ভক্তদের পছন্দের সেরা তিনি। স্বামী  বিরাট কোহলির সঙ্গে তার প্রণয়, পরিণয় এরপর সংসারে দুই কন্যা ও পুত্রের আগমন যেন তাদের ভক্তদের জীবনেরও বিশেষ আনন্দের মুহূর্ত!

সন্তান ভামিকার সঙ্গে অনুষ্কা-বিরাট

ঠিক তেমনই প্রিয় তারকা দম্পতির কোনো নেতিবাচক খবরও ভক্তদের মনে দুখের  কালো মেঘ বয়ে আনে। প্রিয় খেলোয়াড় বিরাট কোহলিকে অবসরের সময়ের কথা বলতে শুনে অশ্রুসিক্ত হয়ে যায় ভক্তরা।  অনুষ্কার  অভিনয় ক্যারিয়ার নিয়েও শঙ্কা ভর করেছে ভক্তদের মনে।  কারণ এর আগেও বিরতি নিয়ে আগের ট্র্যাক ধরে রাখতে পারেন নি অনেক বলি শিল্পী।  বিরাটের অবসরে অনুষ্কা  কি বিরতি নেবেন? বা বিরতির পর ফিরলে কি একই সাফল্য ধরে রাখতে পারবেন? এই নিয়ে নেটিজেনদের চিন্তার শেষ নেই।

তথ্যসূত্র: টাইমস অব ইন্ডিয়া  

;

ভাঙা হাতে কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার কালো যাদু



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম, ঢাকা
অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন

  • Font increase
  • Font Decrease

ফ্রান্সের দক্ষিণ উপকূলীয় শহর কানে বসেছে চলচ্চিত্র দুনিয়ার সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর ‘কান চলচ্চিত্র উৎসব।’ ৭৭তম জমকালো এই আসরে ইতোমধ্যে নজরকাড়া লুকে ভিড় জমাচ্ছেন দেশি-বিদেশি সব তারকা। এবার ভাঙা হাতে কানের লাল গালিচায় কালো যাদু দেখালেন সাবেক বিশ্বসুন্দরী ও বলিউডের জনপ্রিয় অভিনেত্রী ঐশ্বরিয়া রাই বচ্চন।

বৃহস্পতিবার (১৬ মে) কান চলচ্চিত্র উৎসবের দ্বিতীয় দিনে লাল গালিচায় সম্মোহনী জাদু চালালেন বলিউডের রাই সুন্দরী। পঞ্চাশের গণ্ডি পেরোনো ঐশ্বর্যর রূপর ছটায় ঝলমলিয়ে উঠল কান। বরাবরের মতো এবারের আসরেও আবেদনময়ী লুকে রূপের দ্যুতি ছড়িয়েছেন সাবেক এই বিশ্বসুন্দরী।

কানের লাল গালিচায় ঐশ্বরিয়ার কালো যাদু

রেড কার্পেটে অভিনেত্রী হেঁটেছেন ফাল্গুনি-শেন পিককের কালো-সোনালি গাউন পরে। গাউনের লম্বা টেইল নজর কেড়েছে সবার।

মেয়ে আরাধ্যার হাত ধরেই ফ্রান্সে হাজির হয়েছেন বচ্চন বধূ। প্লাস্টার জড়ানো হাতে তাকে মুম্বই এয়ারপোর্টে দেখে চমকে গিয়েছিলেন অনেকেই। রেড কার্পেটেও প্লাস্টার হাতেই দেখা মিলল তার।

ঐশ্বরিয়া রাই বচ্চন ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়নাসহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তার ছবি দেবদাস সেখানে প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল’রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে রেড কার্পেট রেখেছেন মাতিয়ে।

;

মিশা-ডিপজল প্যানেলকে সংবর্ধনা জানালেন নিপুণ সমর্থিত শিল্পীরা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মিশা-ডিপজল প্যানেলকে সংবর্ধনা জানালেন নিপুণ সমর্থিত শিল্পীরা

মিশা-ডিপজল প্যানেলকে সংবর্ধনা জানালেন নিপুণ সমর্থিত শিল্পীরা

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২৬ মেয়াদি নির্বাচনে জয়ী মিশা-ডিপজল প্যানেলকে ফুল দিয়ে বরণ করে নিয়েছেন নিপুণ সমর্থিত ১০৩ জন শিল্পী।

বৃহস্পতিবার (১৬ মে) বিকেলে শিল্পী সমিতির কার্যালয়ে নতুন এই কমিটিকে বরণ করে নেন তারা। এ সময় শিল্পী সমিতির নবনির্বাচিত কমিটির সদস্যরা উপস্থিত ছিলেন।

বিপুল উৎসাহ–উদ্দীপনার মধ্য দিয়ে গত ১৯ এপ্রিল চলচ্চিত্র শিল্পী সমিতির ২০২৪-২০২৬ মেয়াদের নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নতুন সভাপতি নির্বাচিত হন মিশা সওদাগর ও সাধারণ সম্পাদক নির্বাচিত হন মনোয়ার হোসেন ডিপজল।

সহ-সভাপতি পদে জয়ী হয়েছেন মাসুম পারভেজ রুবেল ও ডিএ তায়েব, সহ-সাধারণ সম্পাদক আরমান, সাংগঠনিক সম্পাদক জয় চৌধুরী, আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আলেকজান্ডার বো, দফতর ও প্রচার সম্পাদক জ্যাকি আলমগীর, সংস্কৃতি ও ক্রীড়া সম্পাদক মামনুন হাসান ইমন এবং কোষাধ্যক্ষ পদে কমল।

কার্যনির্বাহী সদস্যরা হলেন সুচরিতা, রোজিনা, আলীরাজ, সুব্রত, দিলারা ইয়াসমিন, শাহনূর, নানা শাহ, রত্না কবির, চুন্নু রিয়ানা পারভিন পলি ও সনি রহমান।

;

হাতে চোট নিয়ে মেয়ের সঙ্গে কানের পথে ঐশ্বরিয়া



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
হাতে প্লাস্টার নিয়ে বিমানবন্দরে ঐশ্বরিয়া রাই

হাতে প্লাস্টার নিয়ে বিমানবন্দরে ঐশ্বরিয়া রাই

  • Font increase
  • Font Decrease

কান চলচ্চিত্র উৎসব মানেই যেন বলিউড সুন্দরী ঐশ্বরিয়া রাই। এ বছরও সাবেক বিশ্ব সুন্দরী রেড কার্পেটে হাঁটার জন্য প্রস্তুত। বুধবার সন্ধ্যায় মেয়ে আরাধ্যা বচ্চনকে নিয়ে বিমানবন্দরে কানের উদ্দেশে রওনা দিতে দেখা যায় তাকে। তবে ভক্তদের চমকে দিয়েছে চোট পাওয়া তার ডান হাত। তাতে করা হয়েছে প্লাস্টার। এত বড় একটি উৎসবের আগে এ কী হয়ে গেল ঐশ্বরিয়ার!

পাপারাজ্জি অ্যাকাউন্ট থেকে ইনস্টাগ্রামে শেয়ার করা একটি ভিডিওতে দেখা যাচ্ছে, মেয়ে আরাধ্যাকে নিয়ে গাড়ি থেকে নামছেন ঐশ্বরিয়া। অভিনেত্রীর ডান হাতে প্লাস্টার করা। তবে বাম হাতে কিন্তু ধরে ছিলেন আরাধ্যারই হাত। কালো পোশাকের সঙ্গে ছিল হাঁটু সমান লম্বা একটা নীল রঙের কোট। আর আরাধ্যাকে দেখা গেল নীল রঙের হুডি ও কালো প্যান্টে। মায়ের কানযাত্রার সঙ্গী সে!

বিমান বন্দরে ঢোকার আগে ঐশ্বর্য কয়েক সেকেন্ডের জন্য সংবাদমাধ্যমের দিকে তাকিয়ে হাত নাড়েন এবং তারপরে চলে যান কানের উদ্দেশে উড়ে যেতে।


রাই-সুন্দরীর হাতের প্লাস্টার কপালে ভাঁজ ফেলেছে তাঁর ভক্তদের। একজন লিখেছেন, ‘এভাবে চোট পাওয়া হাতে কানে হাঁটবে, ঈশ্বর আপনার মঙ্গল করুন।’ আরেক ভক্ত মন্তব্য করেছেন, ‘আশা করি তিনি ভালো আছেন। সবচেয়ে লাবণ্যময়ী নায়িকা ঐশ্বর্য। কান উৎসবে ওকে দেখার জন্য আর তর সইছে না। অনেক ভালোবাসি’।

ঐশ্বর্য রাই ২০০২ সালে কান চলচ্চিত্র উৎসবে ভারী সোনার গয়না সহ নীতা লুল্লা শাড়িতে প্রথম হাঁটেন রেড কার্পেটে। সেই বছরই তাঁর ছবি দেবদাস এখানেই প্রিমিয়ার হয়েছিল। তিনি অভিনেতা শাহরুখ খান এবং পরিচালক সঞ্জয় লীলা বানসালির সঙ্গে উপস্থিত হয়েছিলেন। এরপর থেকে প্রায় প্রতি বছরই উৎসবে হাজির থেকেছেন এই অভিনেত্রী। ল'রিয়াল প্যারিসের অন্যতম ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসাবে রেড কার্পেট মাতিয়ে রেখেছেন।

ঐশ্বরিয়া ছাড়াও কান চলচ্চিত্র উৎসবে এই বছর দেখা যাবে অদিতি রাও হায়দারি, শোবিতা ধুলিপালা ও কিয়ারা আদভানিকে।

;