গুণীজনদের সম্মান দেখানো না হলে নতুন গুণীজন সৃষ্টি হয় না: তথ্যমন্ত্রী



বিনোদন রিপোর্ট, বার্তা ২৪.কম
শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি

শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি

  • Font increase
  • Font Decrease

অনুষ্ঠিত হলো টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ (ট্রাব) অ্যাওয়ার্ডের ২৭ তম আসর। ২০ নভেম্বর সন্ধ্যায় ঢাকা ক্লাবে আয়োজিত এ অনুষ্ঠানে মোট ১৩টি ক্যাটাগরিতে বিভিন্নগুণীজনকে সম্মানিত করা হয় এই অ্যাওয়ার্ড অনুষ্ঠানে। এতে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন তথ্যমন্ত্রী ড. হাছান মাহমুদ ও সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ।

পরে প্রধান অতিথি হিসেবে হাছান মাহমুদ তার বক্তব্যে তিনি বলেন, “গুণীজনদের সম্মান দেখানো না হলে নতুন গুণীজন সৃষ্টি হয় না। আমরা একটি বহুমাত্রিক সমাজে বসবাস করি, যেখানে কৃষ্টি সংস্কৃতিতে আমরা অনেক এগিয়ে। সংস্কৃতিতে আমরা বিশ্বের অনেক দেশের থেকে উন্নত। ভারতবর্ষের একজন বাঙালি হয়ে এদিক থেকে আমরা গর্বিত।”

তিনি বলেন, শুধুমাত্র আর্থিক উন্নয়নের মাধ্যমে একটি জাতির উন্নয়ন সম্ভব নয়। বস্তুগত উন্নয়নের পাশাপাশি তার আত্মিক উন্নয়ন প্রয়োজন। সেজন্যে আমাদের কৃষ্টি-সংস্কৃতিকে যারা সামনে এগিয়ে নিচ্ছেন, তাদের সম্মানিত করা প্রয়োজন।

এ আসরে শ্রেষ্ঠ চলচ্চিত্র নির্বাচিত হয়েছে চয়নিকা চৌধুরী পরিচালিত বিশ্বসুন্দরী। শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার পেয়েছেন বহুল আলোচিত চিত্রনায়িকা পরীমনি। একই চলচ্চিত্রের জন্য শ্রেষ্ঠ নায়ক হয়েছেন চিত্রনায়ক সিয়াম।

এসময় বিভিন্নক্ষেত্রে অবদানের স্বীকৃতি স্বরূপ পাঁচজনকে দেওয়া হয় আজীবন সম্মাননা। এতে সাংবাদিকতায় আজীবন সম্মাননা পান বাংলাদেশ প্রতিদিন সম্পাদক নঈম নিজাম, প্রকৃতিতে মুকিত মজুমদার, সমাজ উন্নয়নে চিত্রনায়ক ইলিয়াস কাঞ্চন ও শিক্ষায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. হামিদা খানম।


বিশেষ সম্মাননা পুরস্কার দেওয়া হয় এটিএন বাংলার চেয়ারম্যান ড. মাহফুজুর রহমান এবং গাজীপুর সিটি করপোরেশনের মেয়র জাহাঙ্গীর আলমকে। অনুষ্ঠানে চিন্ময় মুৎসুদ্দীকে দেওয়া হয় আহমেদ জামান চৌধুরী স্মৃতি পুরস্কার ও সৈয়দ শামসুল হক স্মৃতি পুরস্কার পান নাট্যজন আতাউর রহমান।

এছাড়া চলচ্চিত্র, টেলিভিশন, নৃত্য, সংগীত ও মঞ্চসহ সংস্কৃতির বিভিন্ন অঙ্গনের বিভিন্নজনকে এই পুরস্কার দেওয়া হয়।

পুরস্কারপ্রাপ্ত অন্যরা হলেন, শ্রেষ্ঠ প্লেব্যাক সিঙ্গার (পুরুষ) ইমরান, শ্রেষ্ঠ প্লেব্যাক (নারী) দিলশাদ নাহার কনা। “টুঙ্গীপাড়ার মিঞা ভাই” চলচ্চিত্রের জন্য বিশেষ সম্মাননা পেয়েছেন প্রযোজক সেলিম খান, পরিচালক শামীম আহমেদ রনি, ইফতেখার চৌধুরী ও শাহীন সুমন। টকশো “কথায় কথায়” এর জন্য বিশেষ সম্মাননা পান তাশিক আহমেদ।

শ্রেষ্ঠ নাট্যাভিনেতার পুরস্কার পেয়েছেন জাহিদ হাসান ও রাশেদ সীমান্ত। শ্রেষ্ঠ নাট্য পরিচালক হিসেবে সালাহউদ্দিন লাভলু, অভিনেত্রী মেহজাবিন চৌধুরী সম্মাননা পান।

শ্রেষ্ঠ সংগীত শিল্পীর সম্মাননা পান আঁখি আলমগীর ও আসিফ আকবর। এছাড়া শ্রেষ্ঠ মঞ্চনাটক “দ্রৌপদী পরম্পরা”, শ্রেষ্ঠ মঞ্চাভিনেতা সেলিম মাহবুব, শ্রেষ্ঠ মঞ্চাভিনেত্রী তনিমা হামিদ, শ্রেষ্ঠ নির্দেশক অধ্যাপক মলয় ভৌমিককে এই সম্মাননা প্রদান করা হয়।

এগুলো সহ অনুষ্ঠানে বিভিন্ন ক্যাটাগরিতে শতাধিক ব্যক্তি এবং প্রতিষ্ঠান কে সম্মাননা প্রদান করে ট্রাব।

 

   

৫৯ বছরে পা রাখলেন নগর বাউল জেমস



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

রকস্টার জেমস মানেই তারুণ্যের উন্মাদনা। তার পুরো নাম ফারুক মাহফুজ আনাম। আজ এই খ্যাতিমান কণ্ঠশিল্পীর জন্মদিন। ভক্তদের কাছে ‘গুরু’ হিসেবে পরিচিত তিনি।

সোমবার (২ অক্টোবর) ৫৮ বছর পূর্ণ করে ৫৯-তে পা রাখতে চলেছেন দেশের কালজয়ী এই রকস্টার।

১৯৬৪ সালের ২ অক্টোবর নওগাঁয় জন্মগ্রহণ করেন জেমস। তার বেড়ে ওঠা চট্টগ্রামে। জেমসের জীবন বেশ বাঁক বদলের, অনেক গল্পের। তার বাবা ছিলেন একজন সরকারি কর্মচারী, যিনি পরে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। পরিবারের অমতেই সংগীতচর্চা শুরু করেন জেমস। বাবার সঙ্গে গান নিয়ে অভিমান করে বাড়ি ছেড়ে চলে আসেন। সংগীতের নেশায় ঘর ছেড়ে পালিয়ে যান। চট্টগ্রামের আজিজ বোর্ডিং নামক একটি বোর্ডিং-এ তিনি থাকতে শুরু করেন। সেখানে থেকেই তার সংগীতের ক্যারিয়ার শুরু হয়।

১৯৮০ সালে প্রতিষ্ঠা করেন ‘ফিলিংস’ নামক একটি ব্যান্ড। জেমস নিজেই ব্যান্ডের প্রধান গিটারিস্ট ও ভোকালিস্ট ছিলেন। ১৯৮৭ সালে তার প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশ পায়। যদিও অ্যালবামটি সে সময়ের শ্রোতাদের গান শোনার রুচির সঙ্গে একটু ভিন্ন মেজাজের হওয়ায় জনপ্রিয়তা পায়নি। পরে ১৯৮৮ সালে ‘অনন্যা’ নামের অ্যালবাম রিলিজ করে সুপারহিট হয়ে যান জেমস।

এরপর ১৯৯০ সালে ‘জেল থেকে বলছি’, ১৯৯৬ সালে ‘নগর বাউল’, ১৯৯৮ সালে ‘লেইস ফিতা লেইস’, ১৯৯৯ সালে ‘কালেকশন অফ ফিলিংস’ অ্যালবামগুলো ফিলিংস ব্যান্ড থেকে বের হয়।


এ ছাড়াও জেমসের অন্যান্য অ্যালবামগুলো হলো নগর বাউল থেকে ‘দুষ্টু ছেলের দল’, ‘বিজলি’। একক অ্যালবাম ‘অনন্যা’, ‘পালাবি কোথায়’, ‘দুঃখিনী দুঃখ করোনা’, ‘ঠিক আছে বন্ধু’, ‘আমি তোমাদেরই লোক’, ‘জনতা এক্সপ্রেস’, ‘তুফান’, ‘কাল যমুনা’।

জেমস চলচ্চিত্রে প্লেব্যাক করেও সফল হয়েছেন। তার বেশকিছু গান চলচ্চিত্রে সুপারহিট হয়ে আছে। ‘দেশা দ্য লিডার’, ‘সত্তা’ ছবির জন্য গান করে জাতীয় চলচ্চিত্র পুরস্কারও পেয়েছেন তিনি।

বাংলা গানের পাশাপাশি হিন্দি গানে কণ্ঠ দিয়েও জয় করেছেন লাখো ভক্ত-শ্রোতার হৃদয়। বলিউডে তার গাওয়া ‘ভিগি ভিগি’ (গ্যাংস্টার), ‘চল চলে’ (ও লামহে) এবং ‘আলবিদা’, ‘রিস্তে’ (লাইফ ইন অ্যা মেট্টো), ‘বেবাসি’ (ওয়ার্নিং) গানগুলো উল্লেখযোগ্য।

ব্যক্তিজীবনে জেমস দুই বিয়ে করেছেন। তার প্রথম স্ত্রী ছিলেন রথি। তিনি ছিলেন একজন চলচ্চিত্র অভিনেত্রী। ১৯৯১ সালে বিয়ের পর ২০০৩ সালে তাদের বিচ্ছেদ হয়ে যায়। রথির সঙ্গে বিচ্ছেদের আগেই ২০০২ সালে জেমস বিয়ে করেন বেনজির সাজ্জাদকে। জেমসের দুইটি কন্যা সন্তান (জান্নাত এবং জাহান) ও একটি পুত্র সন্তান (দানেশ) রয়েছে।

;

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

মালয়েশিয়ায় পুরস্কৃত ‘কাঠগোলাপ’

  • Font increase
  • Font Decrease

চলচ্চিত্র প্রযোজক মো. ফরমান আলীর বাংলাদেশী সিনেমা ‘কাঠগোলাপ’। মুক্তির আগেই আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবে অংশ নিচ্ছে সিনেমাটি।

ইতোমধ্যে চেন্নাইয়ের ‘শান্তা দেব আন্তর্জাতিক চলচ্চিত্র উৎসবসহ বেশ কিছু উৎসবে পুরস্কার জিতেছে ‘কাঠগোলাপ’। এবার সিনেমাটি মালয়েশিয়া থেকে পুরস্কার প্রাপ্ত হলো।

‘কাঠগোলাপ’ সিনেমাটি সম্প্রতি মালয়েশিয়ার নেভি ইন্টারন্যাশনাল ফিল্ম ফেস্টিভ্যালে অংশ নিয়েছিল। পরে ‘বেস্ট ওমেন’স ফিচার ফিল্ম’ শাখায় পুরস্কৃত হয় সিনেমাটি।

সিনেমাটির প্রযোজক মো. ফরমান আলী তথ্যটি নিশ্চিত করে বলেন, ‘কাঠগোলাপ’ সিনেমার সকল কলাকুশলীকে আমি আন্তরিক ধন্যবাদ জানাই। সিনেমাটি বিভিন্ন দেশে দর্শক ও জুরিবোর্ডের প্রশংসা পাচ্ছে, যা আমাদের জন্য আনন্দের এবং প্রেরণার।’

বিদেশে ‘কাঠগোলাপ’ প্রদর্শিত হচ্ছে ‘দ্য সেন্টলেস’ নামে। নারীপ্রধান গল্পে এ সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করেছেন, চিত্রনায়িকা কেয়া, রাশেদ মামুন অপু, মেঘলা মুক্তা, জামশেদ শামীম, দিলরুবা দোয়েল প্রমুখ।

অপূর্ণ রুবেলের কাহিনি ও চিত্রনাট্যে তৈরি এই সিনেমার পরিচালক সাজ্জাদ খান।

;

নারীর সৌন্দর্য শাড়িতে: অপু বিশ্বাস



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, রংপুর
চিত্রনায়িকা অপু বিশ্বাস

চিত্রনায়িকা অপু বিশ্বাস

  • Font increase
  • Font Decrease

চিত্রনায়িকা অপু বিশ্বাস বলেছেন, নারীর সৌন্দর্য শাড়িতে। আর সে জায়গা থেকে নারী যদি এ ঐতিহ্যকে বহন করে তাহলে সৌন্দর্য আরও বেড়ে যায়।

রোববার (১ অক্টোবর) বিকেলে রংপুর শহরের চেকপোস্ট এলাকায় ফ্যাশন ব্রান্ড বিশ্বরঙ’র আউটলেট উদ্বোধন অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

অপু বিশ্বাস বলেন, রংপুরে আজ রঙ লেগেছে। আর সেই রঙ হচ্ছে বিশ্বরঙ। আমরা বিশ্বরঙকে রংপুরে স্বাগত জানাই। বিশ্বরঙ যেন তার ঐতিহ্য ধরে রেখে আরও এগিয়ে যেতে পারে।

এসময় উপস্থিত ছিলেন রংপুর সিটি করপোরেশন মেয়র মোস্তাফিজার রহমান মোস্তফা, মডেল ও অভিনেত্রী সাদিয়া ইসলাম মৌ, বিশ্বরঙের কর্নধার বিপ্লব সাহা ও ব্যবসায়ী তানভীর হোসেন আশরাফি প্রমুখ।

এ আউটলেটে শাড়ি, থ্রিপিস, আনস্টিচ ড্রেস, পাঞ্জাবি, ফতুয়া, শার্ট, টি-শার্ট, মগ, বাচ্চাদের বাহারি সব পোশাকসহ বিভিন্ন সামগ্রী পাওয়া যাবে।

;

‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশ, মুক্তি ১৩ অক্টোবর



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম ঢাকা
‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

‘মুজিব: একটি জাতির রূপকার’ ট্রেলার প্রকাশ

  • Font increase
  • Font Decrease

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবনীনির্ভর সিনেমা ‘মুজিব: একটি জাতির রূপকার’র ট্রেলার প্রকাশিত হয়েছে। আগামী ১৩ অক্টোবর সারাদেশে সিনেমাটি মুক্তি পাবে।

রোববার (১ অক্টোবর) হোটেল ইন্টারকন্টিনেন্টালে তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ এ তথ্য জানান। 

তিনি বলেন, ‘বাস্তব ইতিহাসের উপর ভিত্তি করে এই সিনেমাটি নির্মাণ করা হয়েছে। শেষ হয়েছে ১৫ আগস্টের ঘটনার বর্ণনা দিয়ে। জাতির জন্য এই সিনেমা ইতিহাসের একটি দলিল। বঙ্গবন্ধু কীভাবে জাতির রূপকার হলেন তা এই সিনেমার মাধ্যমে চিত্রায়িত হয়েছে।’

বাংলাদেশ ও ভারতের যৌথ প্রযোজনায় সিনেমাটি পরিচালনা করেছেন ভারতের খ্যাতিমান নির্মাতা শ্যাম বেনেগাল। 

সিনেমাটিতে বঙ্গবন্ধু চরিত্রে অভিনয় করেছেন আরিফিন শুভ। এছাড়াও নুসরাত ফারিয়া, নুসরাত ইমরোজ তিশা, চঞ্চল চৌধুরী, দিলারা জামান, সিয়াম আহমেদ, জায়েদ খান, খায়রুল আলম সবুজ, ফেরদৌস আহমেদ, প্রার্থনা ফারদিন দীঘি, রাইসুল ইসলাম আসাদ, গাজী রাকায়েত, তৌকীর আহমেদ, মিশা সওদাগরসহ দেশের শতাধিক শিল্পী এতে অভিনয় করেছেন।

গত ৩১ জুলাই বাংলাদেশে আনকাট সেন্সর ছাড়পত্র পায় সিনেমাটি।

;