সাব্বির নাসিরের নতুন গান ‘আমি করি তোমার আশা’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
সাব্বির নাসির

সাব্বির নাসির

  • Font increase
  • Font Decrease

দেশের জনপ্রিয় গায়ক সাব্বির নাসির। বিভিন্ন উৎসব ও চলমান মহামারি করোনার মধ্যে শ্রোতাদের মনে বাড়তি ভালোলাগা তৈরি করতে নিয়মিত নতুন-নতুন প্রকাশ করছেন নিজস্ব ইউটিউব চ্যানেলে। সেসব গানগুলো দারুণ প্রশংসিত হচ্ছে শ্রোতা মহলে। পাশাপাশি তার গানগুলোর দৃষ্টি নন্দন ভিডিও দর্শকদের মুগ্ধ করছে।

তারই ধারাবাহিকতায় ‘আমি করি তোমার আশা’ শিরোনামে নতুন একটি গানে কণ্ঠ দিয়েছেন সাব্বির নাসির। জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত সংগীত পরিচালক প্লাবন কোরেশির কথা, সুর ও সংগীতে শিল্পীর নিজের ইউটিউব চ্যানেলে সম্প্রতি গানটি মুক্তি দিয়েছেন তিনি।

গানটির মিউজিক ভিডিওতে সাব্বির নাসিরের সঙ্গে মডেল হয়েছেন ‘গহীন বালুচর’খ্যাত জান্নাতুন নূর মুন ও জালাল।

‘আমি করি তোমার আশা’ শিরোনামের গান প্রসঙ্গে সাব্বির নাসির বলেন, ‘প্লাবনদার গান তো সুন্দরই হয়। চেষ্টা করেছি প্রাণ থেকে গাওয়ার। জালাল ভাই সুন্দর ম্যান্ডোলিন বাজিয়েছেন। মুন খুব ন্যাচারাল ছিল গানটির সাথে। ইমন, প্রীতুল, তাহসিনের দৃশ্যায়ন চমৎকার হয়েছে। বাংলা গানের জয় হোক।’

নতুন গান প্রসঙ্গে প্লাবন কোরেশি বলেন, ‘ফোক ধাঁচের গান হলেও এতে মেলোডির ছোঁয়া আছে। আমি চেষ্টা করেছি গানের কথা, সুর বা সঙ্গীতায়োজনে সর্বোচ্চ যত্নশীল হতে। গানটির গায়ক সাব্বির নাসির ভাই আমার প্রিয় একজন মানুষ। মৌলিক গানের প্রতি তার যে দুর্বার আকর্ষণ ও একাগ্র নিষ্ঠা, তাতে আমি মুগ্ধ হয়েছি। এটি সবার ভালো লাগবে বলে আমি বিশ্বাস করি।’

সাব্বির নাসিরের গানে প্রথমবার মডেল হওয়া প্রসঙ্গে জান্নাতুন নূর মুন বলেন, ‘সত্যি কথা বলতে মিউজিক ভিডিওতে আমি খুবই কম কাজ করেছি। দীর্ঘ ছয় বছর পর এমন স্বাদের গানের মিউজিক ভিডিওটিতে কাজ করলাম। গানের কথা ও গায়কীর সঙ্গে সাব্বির নাসির ভাইয়ার সঙ্গে কাজটি আমার ভীষণ পছন্দ হয়েছে।টিমের আমার পরিচিত ভাই-ব্রাদার্স ছিলেন, যাদের সঙ্গে আমার আগেও কাজ হয়েছে। সবকিছু মিলিয়ে গানটির মধ্যে ন্যাচারাল একটা ব্যাপার ছিল। কারণ গানটা যেহেতু ফোক ঘরানার তাই আমাদের গ্রাম বাংলা সাধারণ একজন মেয়ের চরিত্রে দেখা যাচ্ছে আমাকে ভিডিওতে। গানটির প্রকাশের পর থেকেই বন্ধু-বান্ধবী থেকে শুরু করে পরিচিতি জনের কাছ থেকে পজিটিভ রেসপন্স পাচ্ছি। আশা করি, দর্শক-শ্রোতারা ভাল একটি মিউজিক ভিডিও-র স্বাদ পাবে।’

   

বিচ্ছেদের পথে ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগারি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
স্বামী স্যাম আসগারির সাথে ব্রিটনি স্পিয়ার্স

স্বামী স্যাম আসগারির সাথে ব্রিটনি স্পিয়ার্স

  • Font increase
  • Font Decrease

৬ বছরের সম্পর্ক। ধুমধাম করে বিয়ে করেন ২০২২ সালের জুন মাসে। কেটেছিল মাত্র ১ বছর, তারপরই দু’জন জীবনের ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। কথা হচ্ছে হলিউডের তারকা ব্রিটনি স্পিয়ার্স এবং স্বামী স্যাম আসগারিকে নিয়ে। সম্প্রতি এই দম্পতি তাদের বিবাহ বিচ্ছেদ নিশ্চিত করেছেন।

৯ মাস আগে ২০২৩ সালের জুলাই মাসে বিচ্ছেদের জন্য আপিল করেছিলেন স্যাম। কেন তিনি প্রথম বিবাহবার্ষিকীর মাত্র কয়েক সপ্তাহ পরেই বিচ্ছেদ চাইলেন- তা নিয়ে দুজনের কেউই মুখ খোলেন নি। তবে গণমাধ্যমে এই নিয়ে নানান প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ব্রিটনির বিরুদ্ধে তার সম্ভাব্য অভিযোগ শুনে সবার চোখ চড়কগাছ হয়ে যাবার উপক্রম।

গুঞ্জন রয়েছে স্যামের অভিযোগ ছিল, পরকিয়ায় লিপ্ত হয়েছেন ব্রিটনি। তাও কিনা তাদেরই একজন গৃহকর্মীর সাথে! দুজনের অন্তরঙ্গ দৃশ্যের প্রমাণ স্বরূপ সিসিটিভি ফুটেজ রয়েছে স্যামের কাছে। এমনকি রিপোর্টে অভিযোগ রয়েছে, আলাদা হয়ে যাওয়ার প্রসঙ্গে এই দম্পতির মধ্যে হাতাহাতিও হয়েছে।


আগের প্রতিবেদন অনুযায়ী, স্যামকে ক্ষতিপূরণ দিবে ব্রিটনি- এমন তথ্য সামনে এসেছিল। এখন জানা গেছে ভিন্ন তথ্য, স্যামকে কোন খরচ দিতে হবে না ব্রিটনির। ব্রিটনির আইনী পক্ষ থেকে জানা গেছে, বিচ্ছেদ ফলাফল জানা গেলেও কাগজপত্রের অফিশিয়াল কাজ এখনো শেষ হয়নি। সব নথিপত্র আদালতে জমা দেওয়া হয়েছে, বিচারকের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে সেসব। কাগজ হাতে এলেই বিচ্ছেদ হবে দম্পতির।

এর সাথেই তথ্য মিলেছে, ব্রিটনি স্পিয়ার্স বাবার সাথে পুরনো আইনি বিরোধ মিটিয়ে নিয়েছেন। এমনকি ব্রিটনি স্পষ্ট ঘোষণা করেছেন যে, তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে আর ফিরে আসবেন না।

গতমাসে ব্রিটনি স্যামের সাথে তার সম্পর্কের কথা মনে করে স্মৃতিচারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করার এক মাস পরেই চূড়ান্ত সিদ্ধান্তের এই খবর প্রকাশিত হয়।

তথ্যসূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

;

বানসালির প্রশংসায় পঞ্চমুখ বলিউড শিল্পীরা



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: পরিচালক সঞ্জয়লীলা বানসালি

ছবি: পরিচালক সঞ্জয়লীলা বানসালি

  • Font increase
  • Font Decrease

বলিউডের বিখ্যাত পরিচালক সঞ্জয়লীলা বানসালির বহু প্রতিক্ষীত প্রজেক্ট 'হীরামন্ডি' প্রকাশ পেয়েছে। বুধবার (১ মে) শীর্ষ স্থানীয় ওটিটি প্ল্যাটফর্ম নেটফ্লিক্সে ৮ পর্বের সিরিজ প্রকাশ করা হয়। এর হাত ধরেই ডিজিটাল প্ল্যাটফর্মে পদার্পণ করেছেন বানসালি। 

এক গাদা তারকার সম্মিলিত সিরিজ ‘হীরামান্ডি’ ব্রিটিশ সময়কালের গল্পে নির্মিত। পাকিস্তানের লাহোর অবস্থিত রেডলাইট এরিয়া হীরামান্ডিকে ঘিরেই সিরিজ গল্পের পটভূমি। সিরিজে অভিনয় করেছেন মনিষা কইরালা, সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারী, শারমীন শেগাল, সানজিদা শেখ সহ এক ঝাঁক বলিউড শিল্পী। একই সাথে ফারদিন খান অভিনয়ে ফিরছেন প্রায় ১৪ বছর পর। 

পরিচালক সঞ্জয়লীলা বানসালির প্রজেক্ট 'হীরামন্ডি'র পোষ্টার 

এই সিরিজের আগে বানসালির সর্বশেষ সিনেমা গাঙ্গুবাই কাথিয়াবাদীতে অভিনয় করেছিলেন আলিয়া ভাট। বানসালির প্রশংসায় আলিয়া বলেন, 'এবার বিশ্ব সঞ্জয় লীলা বানসালির শৈল্পিকতার সাক্ষী হওয়ার সুযোগ পাবে। সঞ্জয় স্যার অনেক সময় ধরে এটি বানিয়েছেন। যেদিন আমি শুনেছিলাম স্যার এরকম সিরিজ বানাচ্ছেন, তাও নেটফ্লিক্সের সাথে সেদিন থেকেই অপেক্ষা করছিলাম।'

ভিকি কৌশলও মন্তব্য করার সময় পরিচালকের প্রশংসা করেছেন। তিনি বলেন, 'সঞ্জয় স্যারের অতুলনীয়ভাবে গল্পের দুনিয়া বাস্তবেই তৈরি করার ক্ষমতা রয়েছে।' অভিনেতা বিজয় ভার্মা হীরামান্ডিকে একটি 'মহান নাটক' বলে আখ্যায়িত করেন। গাঙ্গুবাই সিনেমায় আফসান চরিত্র অভিনয় করে ব্যাপক পরিচিতি পাওয়া শান্তনু মহেশ্বরী বলেন, 'সঞ্জয় স্যার, হ্যাটস অফ! তিনি যেভাবে নির্দেশনা দেন এবং শিল্পীদের ভেতর থেকে অভিনয় আদায় করে নেন , তা বিস্ময়কর! এরকম অসাধারণ প্রতিভা কেবল আপনারই আছে।' 

সিরিজে অভিনয় করা অদিতি রাও-য়ের নতুন স্বামী সিদ্ধার্থ পরিচালকের প্রশংসায় ভেসেছেন। তিনি বলেন, নিজেকে সৌভাগ্যবান মনে করেন সিদ্ধার্থ। কারণ, পরিচালক বানসালির সময়ের অভিনেতা হতে পেরেছন তিনি। এছাড়াও তার নববধূ অদিতির হীরামান্ডির সাজ সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করে স্ত্রীর প্রতি ভালোবাসা প্রকাশ করেন অভিনেতা। 

তথ্যসূত্র: হিন্দুস্তান টাইমস

;

শুভ’র ফেরার ছবি ‘নীলচক্র’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
আরিফিন শুভ ও ‘নীলচক্র’ ছবির পোস্টার

আরিফিন শুভ ও ‘নীলচক্র’ ছবির পোস্টার

  • Font increase
  • Font Decrease

গত তিন বছর জাতির পিতা বঙ্গবন্ধুর বায়োপিক নিয়েই ছিলেন আরিফিন শুভ। সেই সিনেমায় সফলতাও পেয়েছেন নায়ক। এবার নতুন সিনেমার পালা। সে খবরও প্রকাশ্যে চলে এসেছে।

তার নতুন ছবি ‘নীলচক্র’। আজ (৩ মে) ছুটির দিনে নিজের সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে প্রকাশ করলেন নতুন সিনেমার ফার্স্টলুক পোস্টার। প্রকাশিত ওই পোস্টারে দেখা গেছে, তীক্ষ্ণ দৃষ্টিতে তাকিয়ে আছেন শুভ। সেটা আছেন লম্বা চুলের একজনের মাথায়।

বঙ্গবন্ধুর বায়োপিকে আরিফিন শুভ

নতুন সিনেমা নিয়ে শুভ বলেন, নীলচক্র কি নীল হবে না রক্তের রঙ লাল হবে, সেটা দেখার অপেক্ষায়। শিগগিরই আসছে নীলচক্র। যদিও সিনেমাটি কবে মুক্তি পাচ্ছে সে সব পরিষ্কার করা হয়নি এই পোস্টে।

নীরবেই কাজ করতে ভালোবাসেন শুভ। তাইতো গত বছর শুটিং শুরুর আগে নতুন সিনেমার খবর দিলেও আর বেশি কিছু বলেননি এই অভিনেতা।

২০২৩-এর নভেম্বরে চরকি জানায় এই ছবিটি দ্রুতই আসবে। কিন্তু তা এখনো আসেনি

ফিল্ম ফায়োস প্রোডাকশন প্রযোজিত ও ফিল্ম লাইফ প্রোডাকশন নিবেদিত ‘নীলচক্র’ সিনেমাটি পরিচালনা করেছেন মিঠু খান। যৌথভাবে এর চিত্রনাট্য ও কাহিনি বিন্যাস করেছেন নাজিম উদ দৌলা ও মিঠু খান।

সিনেমায় আরিফিন শুভ ছাড়াও এতে অভিনয় করেছেন ফজলুর রহমান বাবু, দীপান্বিতা মার্টিন, শাহেদ আলী, টাইগার রবি, মনির আহমেদ শাকিল, প্রিয়ন্তী ঊর্বী, মাসুম রেজওয়ান, ডলার প্রমুখ।

;

কানে একবারই এসেছিলেন মেরিল! এবার পাচ্ছেন স্বর্ণপাম, চমক থাকছে আরও



মাসিদ রণ, সিনিয়র নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
মেরিল স্ট্রিপ / ছবি : ইনস্টাগ্রাম

মেরিল স্ট্রিপ / ছবি : ইনস্টাগ্রাম

  • Font increase
  • Font Decrease

তিনবার অস্কারজয়ী হলিউড অভিনেত্রী মেরিল স্ট্রিপকে এবার কান চলচ্চিত্র উৎসবের সম্মানসূচক স্বর্ণপাম দেওয়া হবে। শুধু তাই নয়, এবারের কানে আরও চমক রয়েছে এই কিংবদন্তি অভিনেত্রীকে ঘিরে।

কারণ, ৭৭তম কানের আসর উদ্বোধন করবেন মেরিল। ফ্রান্সের ভূমধ্যসাগরীয় অঞ্চল কানের পালে দে ফেস্টিভ্যাল ভবনের গ্র্যান্ড থিয়েটার লুমিয়েরে আগামী ১৪ মে এই আয়োজনের উদ্বোধনী অনুষ্ঠান সম্পন্ন হবে।

অস্কার হাতে মেরিল স্ট্রিপ / ছবি : ইনস্টাগ্রাম

মেরিল কান উৎসবে মাত্র একবারই পা রেখেছিলেন। এটা ভাবা যায়! যে অভিনেত্রী হলিউডের ইতিহাসে সবচেয়ে বেশিবার অস্কারের মনোনয়ন পেয়েছেন তাকে মাত্র একবার পেয়েছে কান উৎসব!

১৯৮৯ সালে কানের ৪২তম আসরে ‘এভিল অ্যাঞ্জেলস’ চলচ্চিত্রের সুবাদে সেরা অভিনেত্রীর পুরস্কার জেতেন তিনি। এতে নিজের শিশুসন্তান হত্যার জন্য অভিযুক্ত মায়ের ভূমিকায় দেখা গেছে তাকে। একই কাজের জন্য অস্কারে সেরা অভিনেত্রী বিভাগের মনোনয়ন পেয়েছিলেন তিনি।

১৯৮৯ সালে কানের সমূদ্র সৈকতে তরুণী মেরিল স্ট্রিপ / ছবি : ইনস্টাগ্রাম


৩৫ বছর পর দ্বিতীয়বারের মতো কান উৎসবে হাজির হচ্ছেন মেরিল স্ট্রিপ। এক বিবৃতিতে তিনি বলেন, ‘মর্যাদাপূর্ণ স্বর্ণপাম প্রাপ্তির খবর জেনে আমি অত্যন্ত সম্মানিত। কানে পুরস্কার পাওয়া যেকোনও চলচ্চিত্র শিল্পীর কাছেই কৃতিত্বের। যারা আগে এই পুরস্কারে সম্মানিত হয়েছেন তাদের কাতারে দাঁড়াতে পারা রোমাঞ্চকর ব্যাপার। সবাইকে ব্যক্তিগতভাবে ধন্যবাদ জানাতে ফ্রান্সে আসার অপেক্ষায় আছি!’

কানের সভাপতি ইরিস নোব্লোক ও উৎসব পরিচালক থিয়েরি ফ্রেমোঁ এক বিবৃতিতে বলেন, ‘আমাদের সবার ভেতরে মেরিল স্ট্রিপের কিছু না কিছু আছে! প্রায় ৫০ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারে অনেক মাস্টারপিস কাজ করেছেন তিনি। মেরিল স্ট্রিপ আমাদের যৌথ কল্পনার অংশ এবং সিনেমার প্রতি আমাদের ভাগ করা ভালোবাসা।’

মেরিল স্ট্রিপ / ছবি : ইনস্টাগ্রাম

২০১৯ সালে ‘লিটল উইমেন’ ছবিতে গ্রেটা গারউইগের পরিচালনায় অভিনয় করেন মেরিল স্ট্রিপ। কানে এবারের আসরে মূল প্রতিযোগিতা বিভাগের প্রধান বিচারক থাকছেন গ্রেটা। উদ্বোধনী মঞ্চে এই দুই খ্যাতিমান নারীকে একসঙ্গে দেখা যাবে।

নাটক নিয়ে পড়াশোনা ও নিউইয়র্ক সিটি মঞ্চে সাফল্য পাওয়ার পর ১৯৭৮ সালে ‘দ্য ডিয়ার হান্টার’ ছবির মাধ্যমে বড় পর্দায় যাত্রা শুরু করেন মেরিল স্ট্রিপ। এতে তার সহশিল্পী ছিলেন রবার্ট ডি নিরো। ‘ক্র্যামার ভার্সেস ক্র্যামার’, “সোফি’স চয়েস” ও ‘দ্য আয়রন লেডি’র জন্য অস্কার জিতেছেন তিনি। এছাড়া রেকর্ডসংখ্যক ২১টি মনোনয়ন পেয়েছেন মেরিল স্ট্রিপ।

তরুণী মেরিল স্ট্রিপ / ছবি : ইনস্টাগ্রাম

মেরিল স্ট্রিপ অভিনীত বিখ্যাত ছবির তালিকায় আরও আছে ‘আউট অব আফ্রিকা’, ‘দ্য ব্রিজেস অব ম্যাডিসন কাউন্টি’, ‘দ্য ডেভিল ওয়্যারস প্রাডা’, ‘মামা মিয়া!’, ‘পোস্টকার্ডস ফ্রম দ্য এজ’, ‘ডেথ বিকামস হার’, ‘দ্য আওয়ার্স’, ‘দ্য লাস্ট শো’, ‘ফ্লোরেন্স ফস্টার জেনকিন্স’, ‘জুলি অ্যান্ড জুলিয়া’, ‘লায়নস ফর ল্যাম্বস’, ‘পেন্টাগন পেপারস’, “ডো’ন্ট লুক আপ” ইত্যাদি।

 

;