ওয়েব দুনিয়ায় সাড়া ফেললো ‘মহানগর’



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
‘মহানগর’-এর পোস্টার

‘মহানগর’-এর পোস্টার

  • Font increase
  • Font Decrease

সম্প্রতি ইন্ডিয়ান ওটিটি প্ল্যাটফর্ম হইচই এ মুক্তি পেয়েছে ওয়েব সিরিজ ‘মহানগর’। ৮ পর্বের এই সিরিজটি নির্মাণ করেছেন পরিচালক আশফাক নিপুণ।

কোতোয়ালি থানার ওসি হারুন একটি ইনফরমেশনের মাধ্যমে অভিযানে বের হয়। সাসপেক্টকে পেয়েও ছেড়ে দেন ওসি হারুন। সেই রাতেই অফিসের পার্টি থেকে রাত সাড়ে ১১টার দিকে বাড়ি ফেরার পথে আবিরকে ধরে পুলিশ। তারপর তাকে নিয়ে যায় থানাতে। ওসি হারুন থানায় আসার পর একটি এক্সিডেন্টের খবর পায়। সেই এক্সিডেন্ট ঘটিয়েছে আফনান চৌধুরী যিনি সুগন্ধা গ্রুপ অব ইন্ডাস্ট্রির সিও। সেই এক্সিডেন্টের কথা মেনে নেয় আফনান।

এক্সিডেন্ট থেকে বাঁচার জন্য ওসি হারুনকে হাত করে আফনান চৌধুরীর বাবা। ঘটনাক্রমে এই কেসের সাথে যুক্ত হয়ে যায় এসি শাহানা হুদা। তাহলে কেস কোন দিকে মোড় নিবে? এইটা কি শুধুই এক্সিডেন্ট ছিলো নাকি অন্য কিছু? আবিরের বা কি হবে? এমনই গল্প নিয়ে নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘মহানগড়’।

ওয়েব সিরিজ ‘মহানগর’র বিভিন্ন দৃশ্য

‘মহানগর’-এ অভিনয় করেছেন মোশাররফ করিম, শ্যামল মওলা, মুস্তাফিজুর নূর ইমরান, জাকিয়া বারী মমো, খায়রুল বাশার, নাসির, সাহেদ আলী, রুকাইয়া চমক, লুৎফর রহমান জর্জসহ অনেকেই।

ওয়েব দুনিয়ায় রীতিমতো সাড়া ফেলে দিয়েছে ‘মহানগর’। সকলেই সিরিজটির প্রশংসায় পঞ্চমুখ। কেননা প্রতিটি চরিত্রকে নির্দিষ্টভাবে সাজিয়ে, তাদের অভিনয়কে ফুটিয়ে তোলা হয়েছে নিপূণভাবে।

অনেকের মতে, ‘মহানগর’ এমনই এক দুর্দান্ত পলিটিক্যাল থ্রিলার যা আপনাকে চুম্বকের মত টেনে ধরবে।

ওয়েব সিরিজ ‘মহানগর’র পোস্টার

এদিকে, হৈচৈ’তে ‘মহানাগর’-এর ট্রেলার প্রকাশের পর কিছুটা বিতর্কের সৃষ্টি হয়েছিলো। কারণ সেখানে মোশাররফ করিমকে কিংবদন্তি অভিনেতা হিসেবে উল্লেখ করা হয়েছিলো। এটি অবশ্যই ওপার বাংলার মানুষ তাকে যথেষ্ট সম্মান করেন বলেই দিয়েছিলেন। তবে মোশাররফ করিম যে সত্যিই একজন কিংবদন্তি তা এই ওয়েব সিরিজটি দেখে বলতে বাধ্য হবেন সকলকে।

আবার কেউ কেউ পরিচালক আশফাক নিপুণের এই নির্মাণের প্রশংসা করে বলেছেন, আমাদের দেশের বেশির ভাগ কাজই হয় লিমিটেশন ঘিরে। আর এইজন্যই আমরা আন্তর্জাতিক মানের কাজ করতে সক্ষম হই না। দেশের নির্মাণে যে কয়জনে সাহস দেখিয়ে কাজ করেন। তাদের অন্যতম মোস্তফা সরয়ার ফারুকী তারই গড়া ছবিয়ালের অন্যতম একজন সদস্য হলেন আশফাক নিপুণ। মহানগর নিয়ে এক ইন্টারভিউতে তিনি বলেছিলেন, তার এই কাজটা দেশের কোন প্লটফার্মে রিলিজ পেলে এতক্ষণে তার নামে মামলা হয়ে যেত। এই সাহসীকতা ফারুকী সাহেব। তার একাধিক কাজ সেন্সর বোর্ড আটকে দিয়েছে। তারপরও তিনি থেমে থাকেনি। তার ধারাবাহিকতায়- আশফাক নিপুণ।

শুধু দর্শকমহল নয়, এই ওয়েব সিরিজের প্রশংসায় পঞ্চমুখ হয়েছেন মোস্তফা সরয়ার ফারুকী নিজেও। নিজের অফিশিয়াল ফেসবুক পেজে সকলকে ওয়েব সিরিজটি দেখা অনুরোধ জানিয়ে ফারুকী লিখেছেন, ‍‍‍‍‍‍“মহানগর’ টিম এবং হইচই-কে অভিনন্দন! মানসম্পন্ন বাংলাদেশি কনটেন্ট দেখেন, দেশী-বিদেশি যে অ্যাপেই পান! আমরা যদি না দেখি মা, কেমনে সকাল হবে? আই মিন কেমনে খেলা বদলাবে?”

দর্শকমহলে ওয়েব সিরিজটি এতোটাই সাড়া ফেলেছে যার ফল স্বরুপ এখন সকলেই অপেক্ষায় রয়েছে এর দ্বিতীয় কিস্তির।

   

২৬ কোটি ৭৬ লাখের বাড়ি! কত সম্পত্তির মালিক কঙ্গনা?



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ভারতের এবারের লোকসভা নির্বাচনের অন্যতম চমক ছিলেন হিমাচলের মান্ডি লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্থাৎ কঙ্গনা রানাওয়াত। মঙ্গলবার (১৪ মে) মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। জানেন কি অভিনেত্রী মোট কত সম্পত্তির মালিক? কী কী আছে তাঁর?

কঙ্গনা রানাওয়াতের সম্পত্তির হিসেব

কঙ্গনা রানাওয়াত ২০২২-২৩ সালের অর্থবছরে মোট ৪ কোটি ১২ লাখ ৯৫ হাজার ৭৭০ টাকা আয় করেছেন। এখান থেকেই বোঝা যাচ্ছে গত অর্থবর্ষের তুলনায় তাঁর এই অর্থবছরে আয় অনেকটাই কমেছে। ২০২১-২২ সালে তিনি ১২ কোটি ৩০ লাখ ৯২ হাজার ১২০ টাকা আয় করেছিলেন।


এছাড়া আর কী কী আছে কঙ্গনার?

বলিউডের কুইনের কাছে এখন ২ লাখ টাকা আছে। দুটি মার্সিডিজ এবং একটি BMW গাড়ি আছে। বর্তমানে তার এই BMW গাড়িটির বাজার দর ৯৮ লাখ ২৫ হাজার ৩৫৬ টাকা। একটি মার্সিডিজ বেঞ্জের দাম ৫৮ লাখ ৬৫ হাজার ৭৭১ টাকা। আরেকটি মার্সিডিজের দাম ৩ কোটি ৯১ লাখ ২২ হাজার ৭১৮ টাকা। এছাড়াও একটি স্কুটিও আছে যার মূল্য ৫৩ হাজার ৮২৭ টাকা।

প্রায় পাঁচ কোটি টাকার সোনার গয়না আছে কঙ্গনার। যার ওজন ৬.৭০ কিলো। শুধুই কি তাই? ৫০ লাখ টাকার রুপোর গয়না, ৩ কোটি টাকার হিরে আছে কঙ্গনার। ফলে কঙ্গনা রানাওয়াতের মোট অস্থাবর সম্পত্তির মূল্য ২৮ কোটি ৭৩ লাখ ৪৪ হাজার ২৩৯ টাকা ৩৬ পয়সা।


কঙ্গনার স্থাবর সম্পত্তি

কঙ্গনা রানাওয়াতের মানালিতে একটি, মুম্বাইতে একটি এবং চণ্ডীগড়ে চারটি বাড়ি রয়েছে। ফলে তাঁর এই বাড়িগুলোর দাম যথাক্রমে ২১ কোটি ৭৮ লাখ ৫৬০ টাকা, ২ কোটি ৫০ লাখ, ৫৫ লাখ, ৭৫ লাখ, ৫৮ লাখ এবং ৫৮ লাখ।

তবে তার নামে যে বিপুল সম্পত্তি আছে সেটাই নয়। কঙ্গনা রানাওয়াতের মাথায় কিন্তু বিপুল ঋণের বোঝাও আছে। কঙ্গনার মোট ঋণ হল ১৭ কোটি ৩৮ লাখ ৮৬ হাজার ৬৮১ টাকা।

মনোনয়ন জমা দিয়ে কী বললেন কঙ্গনা?

এদিন মনোনয়ন পত্র জমা দেওয়ার পর কঙ্গনা রানাওয়াত জানান, 'আমি আজ মান্ডি থেকে লোকসভা নির্বাচনের জন্য মনোনয়ন পত্র জমা দিলাম। এটা আমার জন্য গর্বের যে আমি মান্ডি থেকে লড়াই করার সুযোগ পেলাম। বলিউডে আমি সফল। এবার আশা করছি যে আমি রাজনীতির ময়দানেও সাফল্য পাব।'

;

প্রথমবার প্রকাশ্যে নুসরাতের তিন বছরের ছেলে



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
নুসরাতের কোলে ছেলে ইশান / ছবি : ইন্সটাগ্রাম

নুসরাতের কোলে ছেলে ইশান / ছবি : ইন্সটাগ্রাম

  • Font increase
  • Font Decrease

পশ্চিমবঙ্গের অন্যতম জনপ্রিয় চিত্রনায়িকা নুসরাত জাহান। অভিনয় ক্যারিয়ারের বাইরেও প্রেম, বিয়ে, বিচ্ছেদ, রাজনীতি নানা কারণে সারা বছর আলোচনায় থাকেন তিনি।

নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ না হতেই জনপ্রিয় চিত্রনায়ক যশ দাশগুপ্তর সঙ্গে প্রেমে জড়ান নুসরাত। এর এক বছর পর ২০২১ সালে প্রথম সন্তানের মা হন তিনি। সেই সন্তানের মুখ এতোদিনেও কেউ দেখতে পারেনি। কারণ ছেলে ইশানকে জন্মের পর ক্যামেরার সামনে আনেননি এই অভিনেত্রী। মা দিবসে প্রথম সামনে এল ইশানের ছবি।

নুসরাতের কোলে ছেলে ইশান / ছবি : ইন্সটাগ্রাম

সাদা টি শার্ট পরে মুখে আঙুল দিয়ে মায়ের কোলে বসা ছোট্ট ইশান। ছেলে হুবহু বাবার ফটোকপি, এমনটাই বলছেন নেটিজেনরা। কেক কেটে মা এবং ছেলের সঙ্গে মা দিবস পালন করেছেন নুসরাত।

এর আগে ৫ মে অভিনেত্রী কোয়েল মল্লিকের ছেলের জন্মদিনে উপস্থিত ছিলেন নুসরাত ও তার ছেলে ইশান। সেখানে ক্যামেরায় ধরা পড়লেও ইশানের চেহারা ঠিকভাবে বোঝা যাচ্ছিল না। তবে এবার প্রথম ঠিকঠাক দেখা গেল তার মিষ্টি মুখখানা।

নুসরাতের কোলে ছেলে ইশান / ছবি : ইন্সটাগ্রাম

করোনা লকডাউন চলাকালীন ২০২১ সালে জানা যায় নুসরাত অন্তঃসত্ত্বা। সেই সময় পিতৃপরিচয় নিয়ে ওঠে প্রশ্ন। কারণ তখনও স্বামী নিখিল জৈনের সঙ্গে বিচ্ছেদ হয়নি নুসরাতের।

যেই আলোচনা থামিয়ে দেন যশ। পুরো সময়ই অভিনেত্রীর পাশে ছিলেন অভিনেতা। এমনকি জন্ম সনদেও বাবার নাম হিসেবে যশের নাম লেখেন নুসরাত।

;

মা দিবসে মাতৃত্ব নিয়ে মনীষার দুঃসহ স্মৃতি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
মনীষা কৈরালা / ছবি : ইন্সটাগ্রাম

মনীষা কৈরালা / ছবি : ইন্সটাগ্রাম

  • Font increase
  • Font Decrease

ভালোবেসে ২০১০ সালে বিয়ে করেছিলেন বলিউড অভিনেত্রী মনীষা কৈরালা। মাত্র দুই বছর পরই ভেঙে যায় সেই সংসার। সেই ভাঙনের মধ্যে মহাপ্রলয় হয়ে আসে ঘাতক ক্যানসার!

২০১২ সালে ডিম্বাশয়ের ক্যানসারে আক্রান্ত হন মনীষা। মরণঘাতী এই রোগ থেকে সুস্থ হওয়া মানুষের সংখ্যা খুব কম। সেই সৌভাগ্যবানদের একজন মনীষা। দুই বছরের চিকিৎসায় জীবনে নতুন সুযোগ পান তিনি। কিন্তু সেই ক্যানসার তার কাছ থেকে চিরতরে কেড়ে নিয়েছে মা হওয়ার সামর্থ্য। গতকাল বিশ্ব মা দিবসেই সেই দুঃসহ স্মৃতির কথা সামনে আনেন এই নায়িকা।

মনীষা কৈরালা / ছবি : ইন্সটাগ্রাম

যদিও বিষয়টি নিয়ে এখন আর আক্ষেপ নেই মনীষার। এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘আমার জীবনে কিছু অপূর্ণতা আছে। আসলে বড় হতে হতে আমরা অনেক বাস্তবতা মেনে নিই। এমন অনেক স্বপ্ন আছে, যেগুলো পূরণ হবে না জানি এবং সেটা মেনে নিয়েই সুখ খুঁজে নিতে হবে। মাতৃত্ব সেরকমই একটা স্বপ্ন। ক্যানসারে আক্রান্ত হওয়া এবং মাতৃত্বের সক্ষমতা হারিয়ে ফেলা আমার জন্য অনেক কঠিন ছিল। কিন্তু মনকে বুঝিয়ে নিয়েছি আমি। নিজেকে বুঝিয়েছি, যা হবার হয়েছে; এখন বরং নিজের যা আছে, তা নিয়েই জীবন সাজানো শ্রেয়।’

‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’ সিরিজে দুর্দান্ত অভিনয় করেছেন মনীষা

মনীষা আরও বলেন, ‘আমি দত্তক নেওয়ার কথা ভেবেছিলাম। কিন্তু পরে দেখলাম, আমি খুব দ্রুত দুশ্চিন্তাগ্রস্থ হয়ে যাই, অনেক চাপ অনুভব করি। এসব দিক বিবেচনা করে দত্তক নেওয়ার চিন্তা বাদ দিয়েছি। আমার বৃদ্ধ বাবা-মা আছেন, তাদের চোখের মণি আমি। তাদের কাছে আমিই গোটা পৃথিবী। এখন তাই প্রায়ই কাঠমাণ্ডু চলে যাই, তাদের সঙ্গে সময় কাটাই এবং এটা আমার ভীষণ ভালো লাগে।’

মনীষা এখন সঞ্জয়লীলা বানসালি পরিচালিত নেটফ্লিক্সের সিরিজ ‘হীরামান্ডি : দ্য ডায়মন্ড বাজার’-এ দুর্দান্ত অভিনয়ের জন্য আলোচনার কেন্দ্রবিন্দুতে রয়েছেন।

‘হীরামান্ডি’তে মনীষা ছাড়াও অভিনয় করেছেন সোনাক্ষী সিনহা, রিচা চাড্ডা, অদিতি রাও হায়দারি, শারমিন সেহগাল, সানজিদা শেখ, ফারদিনসহ বেশকিছু তারকা

তথ্যসূত্র : ইন্ডিয়া টুডে

;

ফেরার মতো ফিরছেন আফরান নিশো!



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
আফরান নিশো /  ছবি : ফেসবুক

আফরান নিশো / ছবি : ফেসবুক

  • Font increase
  • Font Decrease

ছোটপর্দায় বিচিত্র চরিত্রে তাক লাগিয়ে মহসমারোহে বড়পর্দায় অভিষেক ঘটে আফরান নিশোর। ‘সুড়ঙ্গ’ সিনেমা দিয়ে রীতিমত সাড়া ফেলে দিয়েছিলেন ছোটপর্দার এই সুপারস্টার!

এতো বড় সফল একটি সিনেমা উপহার দেওয়ায় সবাই ভেবেছিলেন একের পর এক দারুণ সব ছবিতে দেখা মিলবে এই মেধাবী অভিনেতার। কিন্তু তেমনি হয়নি! ‘সুড়ঙ্গ’ মুক্তি পেয়েছিল গত বছর কোরবানির ঈদে। এক বছর হতে চলল, এতোদিনে তার নতুন ছবির কোনো খবর শোনা যায়নি তার!

অনেকের প্রশ্ন ছিলো, তবে কি এক সিনেমা করেই নিজেকে গুটিয়ে নিলেন নিশো? ভক্ত অনুরাগীরাও ছিলেন দ্বন্দ্বে! তুমুল হিট ছবি দিয়ে অভিষেকের পরও প্রিয় তারকাকে কি তারা বড়পর্দায় দেখবেন না?

সব প্রশ্নের জবাব এলো এবার! নিশো আবারও বড়পর্দায় ফিরছেন! যার একটা নয়, দুটো সিনেমা ঘোষণা এলো! দুটি ছবিই বড় আয়োজনে নির্মিত হওয়ার খবরও জানা গেল!

আফরান নিশো /  ছবি : ফেসবুক

ভারতীয় প্রযোজনা প্রতিষ্ঠান এসভিএফ ও বাংলাদেশের আলফা-আই এন্টারটেইনমেন্ট যৌথভাবে কাজ করে যাচ্ছে। সঙ্গে আছে চরকি। তাদের উদ্যোগে বর্তমানে মেগাস্টার শাকিব খানের ‘তুফান’ ছবির শুটিং চলছে। নতুন খবর হচ্ছে, সম্প্রতি এসভিএফ এবং আলফা আইয়ের সঙ্গে জোড়া সিনেমায় চুক্তি স্বাক্ষর করেছেন নিশো।

এর আগে তিনি এই প্রডাকশন দুটির সঙ্গে ‘সুড়ঙ্গ’ ছবিতে অভিনয় করেছিলেন। আলফা-আই এবং এসভিএফ-এর দাবি, তাদের এই যৌথ উদ্যোগ বাংলাদেশের চলচ্চিত্র জগতের জন্য একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।

তবে নিশোর এই দুই ছবির পরিচালক কে, কারা অভিনয় করবেন, কবে শুটিং হবে এবং কবে মুক্তি পাবে সে ব্যাপারে এখনই কিছু জানায়নি এসভিএফ ও আলফা আই।

জনপ্রিয় অভিনেতা আফরান নিশো আবার পর্দায় ফেরার ব্যাপারে বেশ উৎসাহ প্রকাশ করেছেন। তিনি বলেন, ‘যে কোনো সৃষ্টিশীল কাজের সাফল্যের জন্য সময়টা খুবই প্রয়োজন। সিনেমার অপরিহার্য বিষয় হচ্ছে সকল ক্ষেত্রের সঠিক সমন্বয়। সমন্বয় যতটা ভালো হবে, সিনেমা ভালো হওয়ার সম্ভাবনা ততটাই বেড়ে যায়। সে জন্য তো সময় দিতেই হবে। সময় দেয়া আর নেয়ার মাঝেই তো ভালো সিনেমা। তাই মাঝে মাঝে হারিয়ে থাকা প্রয়োজন। তবে এই হারিয়ে থাকা মানে হারিয়ে যাওয়া নয়, এই হারিয়ে থাকা মানে সমন্বয়, তৈরি হওয়া, প্রস্তুত হওয়া। হারিয়ে থাকা যেমন নিখোঁজ সংবাদের আভাস দেয়, তেমনি খুঁজে পাবার আগ্রহ সৃষ্টি করে। অনেক নিখোঁজের মাঝে আমি খোঁজ পেয়েছি এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট এর। যারা আমার সঙ্গে দুটি সিনেমার চুক্তি সম্পন্ন করেছেন। তারা আমাকে এবং আমি তাদেরকে খুঁজে পেয়েছি, আমি আনন্দিত।’

আফরান নিশো /  ছবি : ফেসবুক

এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের চেয়ারম্যান মহেন্দ্র সোনি বলেছেন, ‘আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেডের সাথে আমাদের নতুন উদ্যোগে আফরান নিশোকে ফিরিয়ে আনতে পেরে আমরা রোমাঞ্চিত। তার প্রতিভা এবং কাজ নিঃসন্দেহে আমাদের চলচ্চিত্রগুলোকে নতুন উচ্চতায় নিয়ে যাবে।’

আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর ব্যবস্থাপনা পরিচালক শাহরিয়ার শাকিল বলেন, ‘আফরান নিশোর বড় পর্দায় ফিরে আসা এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড-এর জন্য একটি রোমাঞ্চকর অধ্যায়ের সূচনা করেছে। আমাদের আসন্ন চলচ্চিত্রগুলোতে তিনি যে অভিনয় কারিশমা দেখাবেন তা দর্শকদের সামনে উন্মোচনের অপেক্ষায় রয়েছি।’

জানা যায়, দেশের শীর্ষস্থানীয় একটি ওটিটি প্ল্যাটফর্ম এই চলচ্চিত্র দুটির সঙ্গে সম্পৃক্ত থাকার সম্ভাবনা রয়েছে। যদিও আসন্ন চলচ্চিত্রগুলো সম্পর্কে বিস্তারিত তথ্য এখনও গোপন রাখা হয়েছে, তবে খুব দ্রুতই এক জমকালো আয়োজনের মাধ্যমে বিস্তারিত জানাবেন এসভিএফ আলফা-আই এন্টারটেইনমেন্ট লিমিটেড।

আফরান নিশো /  ছবি : ফেসবুক

;