গ্র্যামিতে বিয়ন্সে ও সুইফটের ইতিহাস



বৃষ্টি শেখ খাদিজা, নিউজরুম এডিটর, বার্তা২৪.কম
বিয়ন্সে ও টেলর সুইফট

বিয়ন্সে ও টেলর সুইফট

  • Font increase
  • Font Decrease

বিশ্বসংগীতের সবচেয়ে মর্যাদাসম্পন্ন আয়োজন গ্র্যামি অ্যাওয়ার্ডসের ৬৩তম আসরের সামনের সারির চারটি পুরস্কার বাগিয়ে নিলেন গায়িকারা। আমেরিকান গায়িকা টেলর সুইফটের হাতে উঠেছে অ্যালবাম অব দ্য ইয়ার সম্মান। করোনাকালে লকডাউনের সময় প্রকাশিত ‘ফোকলোর’ তাকে পুরস্কারটি এনে দিয়েছে। ‘এভরিথিং আই ওয়ান্টেড’ জিতেছে রেকর্ড অব দ্য ইয়ার পুরস্কার। সং অব দ্য ইয়ার হয়েছে পুলিশের হাতে নিহত কৃষ্ণাঙ্গ জর্জ ফ্লয়েডকে কেন্দ্র করে হারের গাওয়া ‘আই কান্ট ব্রেদ’।

সেরা নতুন সংগীতশিল্পী নির্বাচিত হয়েছেন নারী র‌্যাপার মেগান দি স্টালিয়ন। এছাড়া ‘স্যাভেজ’ গানের জন্য সেরা র‌্যাপ সং ও সেরা র‌্যাপ পারফরম্যান্স পুরস্কার দুটিও উঠেছে তার হাত। গানটিতে অতিথি শিল্পী হিসেবে কাজের জন্য পুরস্কৃত হয়েছেন বিয়ন্সে। আমেরিকান এই গায়িকা পেয়েছেন চারটি বিভাগের ট্রফি। অন্য দুটি হলো সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স (ব্ল্যাক প্যারেড) এবং সেরা মিউজিক ভিডিও (ব্রাউন স্কিন গার্ল)। সব মিলিয়ে তার ঝুলিতে জমা হলো ২৮টি গ্র্যামি। এর মাধ্যমে গ্র্যামিতে সবচেয়ে ট্রফি জেতা নারী হিসেবে অ্যালিসন ক্রাউসকে টপকে গেলেন তিনি। টেলর সুইফটও ইতিহাস গড়েছেন। প্রথম গায়িকা হিসেবে বর্ষসেরা অ্যালবাম শাখায় তিনবার জয়ের রেকর্ড এখন তার দখলে।

যুক্তরাষ্ট্রে লস অ্যাঞ্জেলেসের স্টেপলস সেন্টারে ১৪ মার্চ (বাংলাদেশ সময় অনুযায়ী সোমবার সকাল) জমকালো আয়োজনে বিজয়ীদের হাতে ট্রফি তুলে দেওয়া হয়। অনুষ্ঠানটি উপস্থাপনা করেন ট্রেভর নোয়া।

৬৩তম গ্র্যামি অ্যাওয়ার্ডসের বিজয়ী তালিকা

অ্যালবাম অব দ্য ইয়ার-ফোকলোর (টেলর সুইফট)

রেকর্ড অব দ্য ইয়ার-এভরিথিং আই ওয়ান্টেড (বিলি আইলিশ)

সং অব দ্য ইয়ার-আই কান্ট ব্রেদ (হার)

সেরা নতুন শিল্পী-মেগান দি স্টালিয়ন

সেরা পপ সলো পারফরম্যান্স-ওয়াটারমেলন সুগার (হ্যারি স্টাইলস

সেরা পপ দ্বৈত/দলীয় পারফরম্যান্স-রেইন অন মি (লেডি গাগা ও আরিয়ানা গ্র্যান্ড)

সেরা পপ ভোকাল অ্যালবাম-ফিউচার নস্টালজিয়া (দুয়া লিপা)

সেরা প্রগ্রেসিভ রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম-ইট ইজ হোয়াট ইট ইজ (থান্ডারক্যাট)

সেরা র‌্যাপ সং: স্যাভেজ-মেগান দি স্টালিয়ন ফিচারিং বিয়ন্সে

সেরা র‌্যাপ অ্যালবাম: কিং’স ডিজিজ (নাস)

সেরা মেলোডিক র‌্যাপ পারফরম্যান্স: লকডাউন-অ্যান্ডারসন.পাক

সেরা ড্যান্স রেকর্ডিং: টেন পারসেন্ট-কেত্রানাডা ফিচারিং ক্যালি উচিস

সেরা ড্যান্স/ইলেক্ট্রনিক অ্যালবাম: বাবা-কেট্রানাডা

সেরা রক পারফরম্যান্স: শামেইকা-ফিওনা অ্যাপল

সেরা মেটাল পারফরম্যান্স: বডিকাউন্ট-বাম রাশ

সেরা রক অ্যালবাম: দ্য নিউ অ্যাবনরমাল-দ্য স্ট্রোকস

সেরা অল্টারনেটিভ অ্যালবাম: ফেচ দ্য বোল্ট কাটারস-ফিওনা অ্যাপল

সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: ব্ল্যাক প্যারেড-বিয়ন্সে
সেরা কান্ট্রি অ্যালবাম: ওয়াইল্ড কার্ড-মিরান্ডা ল্যাম্বার্ট

সেরা কান্ট্রি সলো পারফরম্যান্স: হোয়েন মাই আর্মি প্রেস-ভিঞ্চ গিল

সেরা কান্ট্রি দ্বৈত/দলীয় পারফরম্যান্স: টেন থাউজেন্ড ইয়ারস-ড্যান প্লাস শেই ও জাস্টিন বিবার

সেরা মিউজিক্যাল থিয়েটার অ্যালবাম: জ্যাগড লিটল পিল

বর্ষসেরা প্রযোজক (নন-ক্লাসিক্যাল): অ্যান্ড্রু ওয়াট

সেরা মিউজিক ভিডিও: ব্রাউন স্কিন গার্ল-বিয়ন্সে ফিচারিং ব্লু আইভি ও উইজকিড

সেরা মিউজিক ফিল্ম: লিন্ডা রনস্ট্যাড: দ্য সাউন্ড অব মাই ভয়েস-লিন্ডা রনস্ট্যাড

সেরা ট্র্যাডিশনাল পপ ভোকাল অ্যালবাম: আমেরিকান স্ট্যান্ডার্ড-জেমস টেলর

সেরা কনটেম্পোরারি ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: লাইভ অ্যাট রয়েল আলবার্ট হল-স্নার্কি পাপি

সেরা রক সং: স্টে হাই-ব্রিটানি হাওয়ার্ড

সেরা ট্র্যাডিশনাল রিদম অ্যান্ড ব্লুজ পারফরম্যান্স: অ্যানিথিং ফর ইউ-লেডিসি

সেরা রিদম অ্যান্ড ব্লুজ সং: বেটার দ্যান আই ইমাজিন্ড-রবার্ট গ্ল্যাসপার ফিচারিং হার ও মেশেল নেদেগেচেলো

সেরা রিদম অ্যান্ড ব্লুজ অ্যালবাম: বিগার লাভ-জন লিজেন্ড

সেরা র‌্যাপ পারফরম্যান্স: স্যাভেজ-মেগান দি স্টালিয়ন ফিচারিং বিয়ন্সে

সেরা কান্ট্রি সং: ক্রাউডেড টেবিল-দ্য হাইউইমেন

সেরা নিউ এজ অ্যালবাম: মোর গিটার স্টোরিস-জিম ‘কিমো’ ওয়েস্ট

সেরা ইমপ্রোভাইজড জ্যাজ সলো: অল ব্লুজ-চিক কোরেয়া

সেরা জ্যাজ ভোকাল অ্যালবাম: সিক্রেটস আর দ্য বেস্ট স্টোরিস-কার্ট এলিং ফিচারিং দানিলো পেরেজ

সেরা জ্যাজ ইনস্ট্রুমেন্টাল অ্যালবাম: ট্রিলজি টু-চিক কোরেয়া, ক্রিস্টিয়ান ম্যাকব্রাইড ও ব্রায়ান ব্লেড

সেরা লার্জ জ্যাজ অনসাম্বল অ্যালবাম: ডাটা লর্ডস-মারিয়া স্নাইডার অর্কেস্ট্রা

সেরা ল্যাটিন জ্যাজ অ্যালবাম: ফোর কোয়েশ্চনস-আরটারো ও’ফ্যারিল এবং দ্য আফ্রো ল্যাটিন জ্যাজ অর্কেস্ট্রা

সেরা গসপেল পারফরম্যান্স/সং: মুভিং অন-জনাথন ম্যাকরিনোল্ডস ও মালি মিউজিক

সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক পারফরম্যান্স/সং: দেয়ার ওয়াজ জেসাস (জ্যাক উইলিয়ামস ও ডলি পার্টন)

সেরা গসপেল অ্যালবাম: গসপেল অ্যাকর্ডিং টু পিজে-পিজে মর্টন

সেরা কনটেম্পোরারি ক্রিশ্চিয়ান মিউজিক অ্যালবাম: জেসাস ইজ কিং-কানইয়ে ওয়েস্ট

সেরা ল্যাটিন পপ অ্যালবাম/আরবান অ্যালবাম: ওয়াইএইচএলকিউএমডিএলজি-ব্যাড বানি

সেরা ল্যাটিন রক/অল্টারনেটিভ অ্যালবাম: লা কনকিস্তা দেল এসপাসিও-ফিতো পায়েজ

সেরা আমেরিকানা অ্যালবাম: ওয়ার্ল্ড অন দ্য গ্রাউন্ড-সারাহ ইয়ারোস

সেরা ব্লুগ্রাস অ্যালবাম: হোম-বিলি স্ট্রিংস

সেরা ট্রাডিশনাল ব্লুজ অ্যালবাম: রয়ার দ্যান র-ববি রাশ

সেরা কন্টেমপোরারি ব্লুজ অ্যালবাম: হ্যাভ ইউ লস্ট ইউর মাইন্ড ইয়েট?-ফ্যান্টাস্টিক নেগ্রিটো

সেরা ফোক অ্যালবাম: অল দ্য গুড টাইমস-জিলিয়ান ওয়েলশ ও ডেভিড রলিংস

সেরা র‌্যাগে অ্যালবাম: গট টু বি টাফ-টুটস অ্যান্ড দ্য মেটালস

সেরা গ্লোবাল মিউজিক অ্যালবাম: টোয়াইস অ্যাজ টল-বার্না বয়

সেরা সংকলিত সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): জোজো র‌্যাবিট

সেরা আবহসংগীত সাউন্ডট্র্যাক (ভিজ্যুয়াল মিডিয়া): জোকার (হিলদোর গুদনাদত্তির)

সেরা গান (ভিজ্যুয়াল মিডিয়া): নো টাইম টু ডাই-নো টাইম টু ডাই (বিলি আইলিশ ও ফিনিয়াস ও’কনেল)

সেরা যন্ত্রসংগীত রচনা: স্পুটনিক-মারিয়া শ্নাইডার

সেরা অ্যারেঞ্জমেন্ট (যন্ত্রসংগীত/কাপেলা): ডনা লি-জন বিসলি

সেরা অ্যারেঞ্জমেন্ট (যন্ত্রসংগীত ও কণ্ঠ): হি ওন্ট হোল্ড ইউ-জ্যাকব কলিয়ার ফিচারিং র‌্যাপসোডি

সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (নন-ক্লাসিক্যাল): হাইপারস্পেস-বেক

সেরা রিমিক্সড রেকর্ডিং: রোজেস-সেন্ট জন, ইমানবেক জেইকেনভ
সেরা ইঞ্জিনিয়ার্ড অ্যালবাম (ক্লাসিক্যাল): শোস্টাকোভিচ: সিম্ফনি নাম্বার থার্টিন, বাবি ইয়ার-ডেভিড ফ্রস্ট ও চার্লি পোস্ট

বর্ষসেরা প্রযোজক (ক্লাসিক্যাল): ডেভিড ফ্রস্ট

সেরা অপেরা রেকর্ডিং: গার্শউইন: পোর্জি অ্যান্ড বেস-ডেভিড রবার্টসন

   

অল্পের জন্য প্রাণে বাঁচলেন দেব



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
ছবি : সংগৃহীত

ছবি : সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

অল্পের জন্য প্রাণে বেঁচে গেলেন কলকাতার চলচ্চিত্রের সুপারস্টার ও সংসদ সদস্য দেব। নির্বাচনী প্রচারণায় অংশ নেওয়ার জন্য মালদা থেকে রানীনগরে যাওয়ার সময় এ দুর্ঘটনা ঘটে।

ভারতীয় সংবাদমাধ্যম টেলিগ্রাফ জানিয়েছে, দেবকে বহন করা হেলিকপ্টারটিতে আগুন ধরে যায়। মালদা হেলিপ্যাড থেকে উড্ডয়নের পরপরই আগুন ধরে গেলে পাইলট হেলিকপ্টারটিকে জরুরি অবতরণ করেন। এ ঘটনায় হেলিকপ্টারে থাকা দেব অক্ষত ছিলেন। দুর্ঘটনার পর তিনি সড়কপথে গন্তব্যের উদ্দেশে রওনা হন।

সুপারস্টার ও সংসদ সদস্য দেব

দুর্ঘটনার খবর পেয়ে দেবের দল তৃণমূল কংগ্রেসের নেত্রী ও পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ফোনে দেবের খোঁজখবর নিয়েছেন। এ প্রসঙ্গে দেব বলেন, ‘এটা স্বাভাবিক, কিছুটা ট্রমায় আছি আমি। এই অশান্তি, ধোঁয়া ও গন্ধ আমার ওপর মানসিক প্রভাব ফেলেছে।’

মালদা পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিটিআইকে জানিয়েছেন, প্রযুক্তিগত ত্রুটির কারণেই আগুন লেগেছে বলে ধারণা করা হচ্ছে। তবে হেলিকপ্টারে ধোঁয়া দেখতে পাওয়ার ঘটনায় স্বভাবতই নানা প্রশ্ন উঠতে শুরু করেছে। দেবের মতো একজন বড় তারকা ও সংসদ সদস্যের নিরাপত্তায় আদৌ কোনো ঘাটতি ছিল কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। একই সঙ্গে ওড়ার আগে হেলিকপ্টারটির যথাযথ পরীক্ষা করা হয়েছিল কি না, তা নিয়েও তদন্ত শুরু হয়েছে। হেলিকপ্টার সংস্থার সঙ্গেও যোগাযোগ করা হচ্ছে।

শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে ব্যস্ত নায়ক দেব

জানা গেছে, ৭ মে মালদহ উত্তর, মালদহ দক্ষিণ, মুর্শিদাবাদ ও জঙ্গিপুর কেন্দ্রে লোকসভা ভোট। তার আগে চলছে শেষ মুহূর্তের প্রচার। সেই প্রচারে অংশ নিতেই আজ ঘাটালের তৃণমূল সংসদ সদস্য দেব মালদহে গিয়েছিলেন। সেখান থেকে মুর্শিদাবাদে যাওয়ার পথেই ঘটল বড়সড় বিপত্তি।

;

জমি বুঝে পেল অভিনয়শিল্পী সংঘ



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
কর্মকর্তাদের কাছ থেকে কাগজপত্র বুঝে নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

কর্মকর্তাদের কাছ থেকে কাগজপত্র বুঝে নিচ্ছে অভিনয়শিল্পী সংঘ

  • Font increase
  • Font Decrease

ছোট পর্দার শিল্পীদের সংগঠন ‘অভিনয়শিল্পী সংঘ’ ঢাকার আফতাবনগরে ৫ দশমিক ৭৭ শতাংশ জমি বরাদ্দ পেয়েছিল। সেই জায়গা গতকাল শুক্রবার বুঝে পেল সংগঠনটি। এ তথ্য নিশ্চিত করেছেন অভিনয়শিল্পী সংঘের সভাপতি আহসান হাবীব নাসিম।

তিনি বলেন, ‘আমাদের জন্য এটা অনেক বড় আশার কথা। কারণ, নিজেদের একটা জায়গা করা প্রথম কোনো শিল্পীদের সংগঠন এটি। আমাদের এই সাংস্কৃতিক সংগঠন যে স্বপ্ন দেখেছিল, সেই যাত্রায় পথচলা শুরু হচ্ছে। আমি বলব, শিল্পীদের আজ গর্বের দিন। আনন্দের দিন। আমরা এখন নিজেদের মতো করে সব পরিকল্পনা করতে পারব। যা শিল্পীদের সমাজে আরও বেশি ভূমিকা রাখতে সহায়তা করবে।’

ঈদের পর ২০ এপ্রিল সাভারে বৈশাখী উৎসব ২০২৪ ও সাধারণ সভা ও আনন্দ সম্মিলনের আয়োজন করে অভিনয়শিল্পী সংঘ। সেদিনই তারা বরাদ্দ পাওয়া জমির কথা সহকর্মীদের সঙ্গে ভাগাভাগি করে। হল রুম, সেমিনার, লাইব্রেরি, ওল্ড হোম, প্রজেকশন হলরুমসহ অভিনয়শিল্পীদের প্রয়োজনীয় সব উপকরণ এই ভবনে রাখতে চায় সংগঠনটি।

আহসান হাবীব নাসিম বলেন, ‘আমাদের অভিনয়শিল্পীদের মধ্যে অনেকেই বয়স্ক। এমন ১০-১৫ জন সব সময়ই থাকেন। দেখা যায়, শেষ বয়সে তারা একা থাকেন। কারও অর্থনৈতিক কষ্ট না থাকলেও একাকিত্বে ভোগেন। তাদের থাকার জন্য আমরা এখানে আলাদা ব্যবস্থা করব। যেন শেষ সময়টা সবাই ভালোভাবে কাটাতে পারেন। অভিনয়শিল্পীদের মধ্যে বন্ধনটা যেন সব সময় থাকে। সেই বন্ডিংটা তৈরি করার ইচ্ছা রয়েছে।’

তিনি আরও বলেন, ‘নিয়মিত সেমিনার ও কর্মশালার ব্যবস্থা করা হবে। তরুণ অভিনয়শিল্পীদের দক্ষতা উন্নয়নে কাজ করে যাওয়ার সুযোগ ত্বরান্বিত হবে। তবে এটাকে আমরা বাণিজ্যিকভাবে ব্যবহার করব না।’

;

বলিউডের ‘ব্রহ্মাস্ত্র’খ্যাত শাকিবের সঙ্গে একই ছবিতে বাঁধন



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
আজমেরী হক বাঁধন ও শাকিব আইয়ুব

আজমেরী হক বাঁধন ও শাকিব আইয়ুব

  • Font increase
  • Font Decrease

বাংলাদেশের বাইরে কলকাতার ওয়েব প্ল্যাটফর্ম হইচইতে প্রথম কাজ করেন জনপ্রিয় অভিনেত্রী আজমেরী হক বাঁধন। কলকাতার জনপ্রিয় নির্মাতা সৃজিত মুখার্জির সিরিজ ‘রবীন্দ্রনাথ এখানে কখনও খেতে আসেননি’তে কাজ করেন তিনি।

এরপর তো গত বছরই নেটফ্লিক্সের হিন্দি ওয়েব ফিল্ম ‘খুফিয়া’তে অভিনয় করে বলিউডে অভিষেক হয় এই তারকার। বিশাল ভারদ্বাজের এই সিনেমাটিতে বাঁধনের অভিনয় দারুণ প্রশংসা কুড়ায়।

আজমেরী হক বাঁধন /  ছবি : ফেসবুক

এবার ভারতের তৃতীয় কাজে দেখা যাবে বাঁধনকে। গতকাল পশ্চিমবঙ্গের দৈনিক সংবাদ প্রতিদিনের এক প্রতিবেদনে জানা গেছে, প্রসেনজিৎ বিশ্বাসের অ্যান্থোলজি সিনেমা ‘ফেয়ার অ্যান্ড আগলি’তে অভিনয় করবেন বাঁধন।

প্রতিবেদনে আরও জানা গেছে, সিনেমাটিতে অভিনয়ের ব্যাপারে সম্মতি জানিয়েছেন বাঁধন। শুটিংয়ের জন্য ভারতে যাওয়ার প্রস্তুতিও নিচ্ছেন তিনি। এই অ্যান্থোলজি সিনেমায় আরও থাকছেন শাকিব আইয়ুব। যাকে ‘ফারজি’ ও ‘ব্রহ্মাস্ত্র’র মতো বড় বলিউড প্রজেক্টে দেখা গেছে।

শাকিব আইয়ুব / ছবি : ইনস্টাগ্রাম

অ্যান্থোলজি সিনেমাটিতে থাকছে পাঁচটি স্বল্পদৈর্ঘ্য সিনেমা। এসব সিনেমায় আরও অভিনয় করেছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, দেবপ্রসাদ হালদার, পার্নো মিত্র, কৌশিক সেন প্রমুখ। জানা গেছে, এর মধ্যেই অ্যান্থোলজি সিনেমাটির কয়েকটি সিনেমার শুটিং হয়ে গেছে।

এ ছাড়া গত মাসেই বাঁধন শেষ করেছেন রেজওয়ান শাহরিয়ার সুমিতের ‘মাস্টার’ সিনেমার কাজ। বাঁধন অভিনীত আরেক সিনেমা ‘এশা মার্ডার’ পবিত্র ঈদুল আজহায় মুক্তি পাওয়ার কথা।

;

বিচ্ছেদের পথে ব্রিটনি স্পিয়ার্স-স্যাম আসগারি



বিনোদন ডেস্ক, বার্তা২৪.কম
স্বামী স্যাম আসগারির সাথে ব্রিটনি স্পিয়ার্স

স্বামী স্যাম আসগারির সাথে ব্রিটনি স্পিয়ার্স

  • Font increase
  • Font Decrease

৬ বছরের সম্পর্ক। ধুমধাম করে বিয়ে করেন ২০২২ সালের জুন মাসে। কেটেছিল মাত্র ১ বছর, তারপরই দু’জন জীবনের ভিন্ন পথে হাঁটার সিদ্ধান্ত নিলেন। কথা হচ্ছে হলিউডের তারকা ব্রিটনি স্পিয়ার্স এবং স্বামী স্যাম আসগারিকে নিয়ে। সম্প্রতি এই দম্পতি তাদের বিবাহ বিচ্ছেদ নিশ্চিত করেছেন।

৯ মাস আগে ২০২৩ সালের জুলাই মাসে বিচ্ছেদের জন্য আপিল করেছিলেন স্যাম। কেন তিনি প্রথম বিবাহবার্ষিকীর মাত্র কয়েক সপ্তাহ পরেই বিচ্ছেদ চাইলেন- তা নিয়ে দুজনের কেউই মুখ খোলেন নি। তবে গণমাধ্যমে এই নিয়ে নানান প্রতিবেদন প্রকাশ করা হচ্ছে। ব্রিটনির বিরুদ্ধে তার সম্ভাব্য অভিযোগ শুনে সবার চোখ চড়কগাছ হয়ে যাবার উপক্রম।

গুঞ্জন রয়েছে স্যামের অভিযোগ ছিল, পরকিয়ায় লিপ্ত হয়েছেন ব্রিটনি। তাও কিনা তাদেরই একজন গৃহকর্মীর সাথে! দুজনের অন্তরঙ্গ দৃশ্যের প্রমাণ স্বরূপ সিসিটিভি ফুটেজ রয়েছে স্যামের কাছে। এমনকি রিপোর্টে অভিযোগ রয়েছে, আলাদা হয়ে যাওয়ার প্রসঙ্গে এই দম্পতির মধ্যে হাতাহাতিও হয়েছে।


আগের প্রতিবেদন অনুযায়ী, স্যামকে ক্ষতিপূরণ দিবে ব্রিটনি- এমন তথ্য সামনে এসেছিল। এখন জানা গেছে ভিন্ন তথ্য, স্যামকে কোন খরচ দিতে হবে না ব্রিটনির। ব্রিটনির আইনী পক্ষ থেকে জানা গেছে, বিচ্ছেদ ফলাফল জানা গেলেও কাগজপত্রের অফিশিয়াল কাজ এখনো শেষ হয়নি। সব নথিপত্র আদালতে জমা দেওয়া হয়েছে, বিচারকের স্বাক্ষরের অপেক্ষায় রয়েছে সেসব। কাগজ হাতে এলেই বিচ্ছেদ হবে দম্পতির।

এর সাথেই তথ্য মিলেছে, ব্রিটনি স্পিয়ার্স বাবার সাথে পুরনো আইনি বিরোধ মিটিয়ে নিয়েছেন। এমনকি ব্রিটনি স্পষ্ট ঘোষণা করেছেন যে, তিনি মিউজিক ইন্ডাস্ট্রিতে আর ফিরে আসবেন না।

গতমাসে ব্রিটনি স্যামের সাথে তার সম্পর্কের কথা মনে করে স্মৃতিচারণ করেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট শেয়ার করার এক মাস পরেই চূড়ান্ত সিদ্ধান্তের এই খবর প্রকাশিত হয়।

তথ্যসূত্রঃ টাইমস অব ইন্ডিয়া

;