দুই সিটিসহ ২৩৩ স্থানীয় নির্বাচনের মনোনয়ন জমা শেষ মঙ্গলবার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লা ও ময়মনসিংহ সিটি করপোরেশনসহ ২৩৩টি স্থানীয় সরকার নির্বাচনের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি)।

নির্বাচন কমিশনের সচিব জাহাংগীর আলম জানান, রিটার্নিং কর্মকর্তা সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়ন জমা দেয়ার শেষ দিন মঙ্গলবার ১৩ ফেব্রুয়ারি। মনোনয়নপত্র বাছাইয়ের তারিখ ১৫ ফেব্রুয়ারি।

বিজ্ঞাপন

তিনি আরও জানান, বাছাইয়ের বিরুদ্ধে আপিল দায়ের ১৬ থেকে ১৮ ফেব্রুয়ারি। আপিল নিষ্পত্তি তারিখ ১৯ থেকে ২০ ফেব্রুয়ারি। প্রার্থিতা প্রত্যাহারের শেষ তারিখ ২২ ফেব্রুয়ারি। প্রতীক বরাদ্দ ২৩ ফেব্রুয়ারি। ভোটগ্রহণ ৯ মার্চ। ভোট গ্রহণ হবে সকাল ৮টা থেকে বিকাল ৪ টা পর্যন্ত।

দুই সিটি ছাড়াও পটুয়াখালী, জামালপুরের বকশীগঞ্জ ও বরগুনার আমতলী পৌরসভার সাধারণ নির্বাচন হবে। এছাড়া পাঁচটি পৌরসভার শূন্য পদে উপ-নির্বাচন ও বিভিন্ন ইউনিয়ন পরিষদের নির্বাচন হবে এদিন।