প্রিসাইডিং কর্মকর্তার পা ভেঙে দিয়েছে বিএনপি

  • স্টাফ করেসপন্ডেন্ট, রংপুর, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ছবি: বার্তা২৪.কম

পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় কেন্দ্র। ছবি: বার্তা২৪.কম

পীরগাছা ও কাউনিয়া উপজেলা নিয়ে রংপুর-৪ আসন গঠিত। এ আসনে ভোটগ্রহণকারী এক সহকারী প্রিসাইডিং অফিসারের পা ভেঙে দিয়েছে বিএনপির কর্মী ও সমর্থকরা।

রোববার (৩০ ডিসেম্বর) সকাল ১০টার দিকে পীরগাছার দেউতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে এ ঘটনা ঘটে।

বিজ্ঞাপন

জানা গেছে, ভোটকেন্দ্র থেকে পোলিং এজেন্টদের বের করে দেয়ার অভিযোগ নিয়ে জোরপূর্বক দেউতি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে প্রবেশ করে স্থানীয় বিএনপির কর্মী-সমর্থকরা। এ সময় তারা আশরাফুজ্জামান নামে এক সহকারী প্রিসাইডিং অফিসারের সঙ্গে বাকবিতণ্ডাতে জড়িয়ে পড়ে। একপর্যায়ে বিক্ষুদ্ধ বিএনপির কর্মীরা সহকারী প্রিসাইডিং অফিসার আশরাফুজ্জামানের ওপর হামলা চালিয়ে তার পা ভেঙে দেয়।

এ ঘটনায় প্রায় একঘণ্টারও বেশি সময় ওই কেন্দ্রে ভোটগ্রহণ বন্ধ থাকে। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে যথারীতি ভোটগ্রহণ শুরু হয়। বর্তমানে ওই সহকারী প্রিসাইডিং অফিসার পীরগাছা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

বিজ্ঞাপন

রংপুর-৪ আসনে বর্তমান এমপি টিপু মুনশি (নৌকা), এমদাদুল হক ভরসা (ধানের শীষ), মোস্তফা সেলিম বেঙ্গল (লাঙ্গল), মাওলানা বদিউজ্জামান (হাতপাখা) ও আব্দুস সাদেক মিয়া (মই), লায়লা আঞ্জুমান আরা (গোলাপ ফুল) প্রতীকে প্রতিদ্বন্দ্বিতা করছেন।