দলীয় কোন্দল পাত্তা পাবে না: শম্ভু এমপি



সেরাজুল ইসলাম সিরাজ, স্পেশাল করেসপন্ডেন্ট
বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ছবি: সংগৃহীত

বরগুনা-১ আসনে আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বরগুনা থেকে: এবার নির্বাচিত হতে পারলে বরগুনা-১ আসনকে দারিদ্রমুক্ত ঘোষণা করতে চান আওয়ামী লীগ মনোনীত প্রার্থী ধীরেন্দ্র দেবনাথ শম্ভু। ১৯৯১, ১৯৯৬, ২০০৮ ও ২০১৪ সালে আওয়ামী লীগের টিকেটে সংসদ সদস্য নির্বাচিত হন জনপ্রিয় এই রাজনীতিবিদ। এবারের নির্বাচনেও জয়ের বিষয়ে শতভাগ আশাবাদ ব্যক্ত করেন তিনি।

তবে তার জয়ের পথে কাঁটা হয়ে দাঁড়াতে পারে দলীয় কোন্দল। জেলা আওয়ামী লীগের বড় একটি অংশের সঙ্গে তার দা-কুমড়া সম্পর্ক। কিছুদিন আগে তাকে অবাঞ্চিত ঘোষণা করার ঘটনাও ঘটে। তবে এসব বিষয়কে পাত্তা দিচ্ছেন না উপকূলীয় আসনের নির্বাচিত এই এমপি।

আনুষ্ঠানিক প্রচারণা শুরু না হলেও কর্মীদের সঙ্গে যোগাযোগে ব্যস্ত সময় পার করছেন শম্ভু। আমতলী, তালতলী ও বরগুনা সদরে কর্মীদের সঙ্গে নিয়ে বৈঠক করেন। অন্যদিকে কৃষকরা সোনালী ধান সংগ্রহে মাঠে নামতে শুরু করেছে।

শনিবার (৮ ডিসেম্বর) রাতে তার নিজ বাসভবনে বার্তা২৪.কমের সঙ্গে একান্তে কথা বলেন। এ সময় তিনি বলেন, যারা প্রকৃত আওয়ামী লীগ করেন তারা কখনই নৌকার বাইরে যেতে পারবে না। আওয়ামী লীগ বড় দল এখানে মনোনয়ন প্রত্যাশী একাধিক থাকবে এটাও যেমন স্বাভাবিক। আবার একজন নির্বাচন করবে এটাও স্বাভাবিক। কিন্তু ভোটের মাঠে তার প্রভাব পড়বে বলে আমি মনে করি না। নেত্রী বলে দিয়েছেন সবাইকে একযোগে কাজ করার জন্য। এখন আর আমাদের মাঝে ভেদাভেদ নেই। আবার বিচ্ছিন্নভাবে দু’একজন যদি অভিমান করেও থাকে তাতে ভোটের ফলে খুব একটা তারতম্য হবে না।

এই আসনের লোকের ভালোবাসাই আমার শক্তি। তারা যেমন আমাকে ভালো জানে, তেমনি আমিও তাদের ভালোবাসি। এখানে দলমত আলাদা থাকতে পারে কিন্তু কেউ আমার সম্পর্কে খারাপ বলতে পারবে না। বিএনপি করা লোকটি হয়তো আমাকে ভোট দেবে না তার দলীয় আদর্শের কারণে। কিন্তু সেও আমার সম্পর্কে খারাপ বলতে পারবে না। এক প্রশ্নের জবাবে বলেন, হ্যাঁ কেউ কেউ আড়ালে-আবডালে আমার বিরুদ্ধে নানা রকম অপপ্রচার করে। মনে রাখবেন, তাদের অনৈতিক আবদার গ্রহণ করিনি জন্য তারা আমার ওপর অসন্তুষ্ট। অসৎ লোক সব সময় ব্যর্থতাই দেখবে।

টিআর কাবিখা-কাবিটা নিয়ে অনিয়ম প্রসঙ্গে বলেন, যারা এসব প্রশ্ন তুলছে তাদের কাছে জিজ্ঞেস করেন তারা এটার সুবিধা নিয়েছে কি-না! দলের লোকজন একটু-আধটু সুবিধা নিয়েই থাকেন। আমি কিন্তু ১০ কোটি টাকার মানহানি মামলা করেছি সৎসাহস আছে বলে। আমি চ্যালেঞ্জ করছি কেউ একটি অনিয়ম দেখাক।

তিনি বলেন, আমি এই অঞ্চলের ব্যাপক উন্নয়ন করেছি। ১৯৯১ সালে এখানে ৬১ শতাংশ লোক ছিলো দারিদ্রসীমার নিচে। এখন কিন্তু মাত্র ২০ শতাংশ লোক দারিদ্রসীমার নীচে বাস করছে। যোগাযোগ ব্যবস্থার আমূল পরিবর্তন হয়েছে আমার হাত ধরে। এই অঞ্চলকে শিল্পসমৃদ্ধ অঞ্চলে পরিণতি করতে অনেকগুলো কাজ শুরু করেছি। আগামীতে এখানে বিশেষ অর্থনৈতিক জোন স্থাপন করা হবে। তালতলীতে জাহাজ নির্মাণ শিল্প, থাই ফিটিংসের কারখানা স্থাপিত হচ্ছে। শিল্প কারখানার চালিকা শক্তি বিদ্যুতের কেন্দ্র স্থাপনের কাজও দ্রুত এগিয়ে চলছে। পোর্ট টু পোর্ট (মংলা-ভোমরা- পায়রা-বেনাপোল-চট্টগ্রাম) কানেকটিভিটি গড়ে তোলা হচ্ছে। আমাদের দেশে পুর্ব-পশ্চিমে কোনো সড়ক নেই। উপকূলীয় মহাসড়ক নির্মাণ করা হচ্ছে। এরই মধ্যে অনেকগুলো সেতু নির্মিত হয়েছে। ভোলা পর্যন্ত যোগাযোগ স্থাপিত হয়েছে। ভোলার তেতুলীয়া নদীতে ব্রীজ নির্মাণ করা গেলেই চট্টগ্রামের সঙ্গে যোগাযোগ স্থাপিত হবে। এই সড়ক হয়ে গেলে এই অঞ্চলের চিত্র বদলে যাবে।

এই অঞ্চল এখন কৃষিতে সারপ্লাস। আমরা নতুন করে খালখনন কর্মসূচি নিয়েছি। এতে অনেক জমি সেচের আওতায় চলে আসবে। এতে কৃষির সার্বিক উন্নতি হবে। আমার বিশ্বাস এই অঞ্চলের লোক নৌকাকে ভালোবাসে। তারা আমার সঙ্গেই থাকবে। আমার এলাকার লোকজন অনেক ভালো, তাদেরকে ভুল বোঝানো কঠিন। তার সঠিক সময়ে সঠিক সিদ্ধান্ত নিয়েছে সব সময়। এই আসনের আরেকটি বিউটি হচ্ছে এখানে কোনো সাম্প্রদায়িকতা নেই। প্রতিদ্বন্দ্বী প্রার্থী ঐক্যফ্রন্টের মতিন তালুকদার প্রসঙ্গে বলেন, তিনিও শক্তিশালী প্রার্থী। তার কিছু এলাকায় ভোট রয়েছে। তবে আমার কাছে টিকতে পারবেন না।

বরগুনা সদর-আমতলী ও তালতলী থানা নিয়ে গঠিত বরগুনা-১ আসনে ভোটার সংখ্যা প্রায় ৪ লাখ। স্থানীয়দের সঙ্গে কথা বলে নানা রকম মত। কেউ কেউ বলেছেন, তিনি এবার সে অর্থে তেমন উন্নয়ন করেননি। তবে দিমু কই। অর্থাৎ বিএনপি যাকে দিয়েছে তাকেও তারা পছন্দ করতে পারছেন না।

কি নিয়ে দলীয় কোন্দল?
ধীরেন্দ্র দেবনাথ শম্ভুর দোষই দিয়েছেন অনেক কর্মীরা। তারা বলেছেন, ২০১৫ সালে পৌরসভা নির্বাচনে বরগুনা পৌরসভায় আওয়ামী লীগের প্রার্থী হন যুবলীগ নেতা কামরুল ইসলাম মহারাজ। তখন গোপনে বিদ্রোহী প্রার্থীর পক্ষে কাজ করেন শম্ভু। ভোটের দিনে মহারাজকে লক্ষ্যকরে গুলি ছোড়ে পুলিশ। এ ঘটনায় শম্ভুকেই দায়ী করা হয়। এই কারণে মুখ দেখা দেখিও বন্ধ হয়ে যায়। অন্যদিকে জেলা আওয়ামী সহ-সভাপতি সাবেক এমপি এই অঞ্চলের অবিসংবাদিত নেতা দেলোয়ার হোসেনের সঙ্গেও নানা কারণে টানাপোড়েন চলছে। জেলা পরিষদের নির্বাচিত এই চেয়ারম্যানকে এই অঞ্চলের আওয়ামী লীগ কর্মীরা অভিভাবক মনে করেন। তিনি বরগুনার একমাত্র নেতা যিনি বঙ্গবন্ধুকে হত্যার পর ১৯৭৫ সালে প্রতিবাদ করতে গিয়ে গ্রেফতার হন। ২০০১ সালে স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচিত হলে বিএনপি তাকে দলে টানার জন্য অনেক প্রলোভন দেয়। কিন্তু আওয়ামী লীগের প্রতি অগাধ ভালোবাসার টানে তিনি দল ছাড়েননি। সৎ ও নির্ভিক এই নেতার সঙ্গে ব্যবধান সৃষ্টিকে আওয়ামী লীগ কর্মীরা ভালোচোখে দেখছেন না।

   

পৌর উপনির্বাচন উপলক্ষে সংশ্লিষ্ট

প্রয়োজনে সারারাত ডাকঘর খোলা রাখার নির্দেশ ইসির



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪

ছবি: বার্তা২৪

  • Font increase
  • Font Decrease

নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন এবং বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্যপদে উপনির্বাচন উপলক্ষে ভোটের হিসাব বিবরণী পাঠানোর সুবিধার্থে আগামী ২৬ জুন বুধবার বিকেল ৫টা থেকে প্রয়োজনে সারারাত ও পরের দিন সকাল পর্যন্ত সংশ্লিষ্ট ডাকঘর খোলা রাখার নির্দেশ দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।

শনিবার (১৫ জুন) ইসি নির্বাচন ব্যবস্থাপনা শাখার উপসচিব মো. আতিয়ার রহমান জানিয়েছেন, ইতোমধ্যে নির্দেশনাটি ডাক অধিদফতরের মহাপরিচালককে পাঠানো হয়েছে।

মো. আতিয়ার রহমান বলেন, আগামী ২৬ জুন অনুষ্ঠিতব্য নারায়ণগঞ্জ জেলার কাঞ্চন পৌরসভার সাধারণ নির্বাচন এবং বরিশাল জেলার গৌরনদী পৌরসভার মেয়রের শূন্যপদে উপনির্বাচনে নিয়োজিত প্রিজাইডিং অফিসাররা ভোটগণনার বিবরণীর একটি কপি ডাকযোগে সরাসরি নির্বাচন কমিশনে পাঠাবেন।

ভোটগণনার বিবরণী যথাযথভাবে নির্বাচন কমিশনে পৌঁছানোর জন্য প্রিজাইডিং অফিসার অগ্রিম ডাকমাশুল পরিশোধ না করে কাছাকাছি যে কোনো ডাকঘর থেকে বীমাকৃত ডাকযোগে অথবা প্রাপ্তিস্বীকার রেজিস্টার্ড ডাকযোগে পাঠাবেন।

প্রিজাইডিং অফিসার সংশ্লিষ্ট পোস্ট অফিস থেকে অবশ্যই প্রাপ্তি স্বীকার গ্রহণ করবেন। এমন কী ভোটগ্রহণের পরের দিনও উল্লিখিত খামে প্রাপ্ত ভোটগণনার বিবরণী একই পদ্ধতিতে নির্বাচন কমিশন সচিবালয়ে পাঠানোর ব্যবস্থা করবেন।

উপসচিব মো. আতিয়ার রহমান জানান, প্রিজাইডিং অফিসাররা যাতে অগ্রিম ডাক মাশুল পরিশোধ না করে কাছাকাছি যে কোনো ডাকঘর থেকে ভোটগণনার বিবরণী বীমা করে ডাকে অথবা প্রাপ্তি স্বীকার রেজিস্টার্ড ডাকে সরাসরি নির্বাচন কমিশনে পাঠাতে পারেন, সে জন্য ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিন অর্থাৎ ২৬ জুন বুধবার বিকেল ৫টা থেকে প্রয়োজনে সারারাত ও পরের দিন সকাল পর্যন্ত সংশ্লিষ্ট ডাকঘরগুলো খোলা রেখে ডাকে পাঠানো ফলাফল বিবরণী জরুরি ভিত্তিতে নির্বাচন কমিশনে পাঠানোর নিশ্চয়তা বিধানের জন্য বিশেষভাবে অনুরোধ করা হয়েছে।

;

৪৬৯ উপজেলায় ৩৬ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে: সিইসি



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ষষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনে পাঁচ ধাপ মিলিয়ে ৪৬৯ উপজেলায় মোট ৩৬ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী হাবিবুল আউয়াল।

সোমবার (১০ জুন) বিকেলে আগারগাঁও নির্বাচন ভবনে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি এর আয়োজনে 'আরএফইডি টক' অনুষ্ঠানে তিনি এই কথা বলেন।

প্রধান নির্বাচন কমিশনার বলেন, ৪৬৯টি উপজেলায় নির্বাচন সম্পন্ন হয়েছে। অতীতের তুলনায় শান্তিপূর্ণ ও নিরপেক্ষভাবে ভোট সম্পন্ন হয়েছে। সার্বিকভাবে ৩৬ দশমিক ৫৬ শতাংশ ভোট পড়েছে।

তিনি বলেন, এবার নির্বাচন অনেকটা শান্তিপূর্ণভাবে শেষ হয়েছে। অনেকে প্রভাব সৃষ্টি করতে চেয়েছিল, আমাদের তৎপরতায় সফল হয়নি। দেশের নির্বাচন ব্যবস্থা আরও বেশি সংস্কার প্রয়োজন।

;

শেষ হলো স্থগিত ১৯ উপজেলার নির্বাচন, চলছে গণনা



স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঘূর্ণিঝড় রিমালের প্রভাবে স্থগিত হওয়া দেশের ১৯টি উপজেলায় ভোটগ্রহণ শেষ হয়েছে। শুধু রাঙামাটির বাঘাইছড়ি উপজেলা নির্বাচন ছাড়া দেশের সব উপজেলা পরিষদ নির্বাচন শেষ হলো। এর আগে অন্য উপজেলাগুলোতে দুই ধাপে ভোট শেষ করেছে নির্বাচন কমিশন। 

রোববার (৯ জুন) সকাল ৮টা থেকে শুরু হয়ে এ ভোটগ্রহণ চলে বিকেল ৪টা পর্যন্ত।

এ ধাপেবাগেরহাটের শরণখোলা, মোড়েলগঞ্জ, মোংলা, খুলনা জেলার কয়রা, পাইকগাছা, ডুমুরিয়া, বরিশালের গৌরনদী, আগৈলঝাড়া, পটুয়াখালী জেলার সদর, মির্জাগঞ্জ, দুমকী, পিরোজপুরের মঠবাড়িয়া, ভোলার লালমোহন, তজুমদ্দিন, ঝালকাঠির রাজাপুর, কাঠালিয়া, বরগুনার বামনা, পাথরঘাটা ও নেত্রকোণার খালিয়াজুরী উপজেলায় সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হয়েছে।

এর মধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় ইভিএম এবং বাকিগুলোতে ব্যালটের মাধ্যমে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

তবে বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধর করার অপরাধে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

বাকি জেলাগুলোতে শান্তিপূর্ণভাবে ভোটগ্রহণ শেষ হলেও ভোটার উপস্থিতি কম ছিল।

এগুলোতে চেয়ারম্যান পদে ১১৯, ভাইস চেয়ারম্যান পদে ১৩২ ও মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৭৯ জনসহ মোট ৩৩০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন। ইসি জানিয়েছে, ১৭৯টি কেন্দ্রে ভোটের আগের দিন এবং ১ হাজার দুইটি কেন্দ্রে ভোটের দিন অর্থাৎ আজ সকালে ব্যালট গেছে।

;

নির্বাচনে দায়িত্ব পালনে বাধা, যুবককে ৬ মাসের কারাদণ্ড



ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বাগেরহাট
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

বাগেরহাটের মোংলা উপজেলা পরিষদ নির্বাচনে এক আনসার সদস্যকে দায়িত্ব পালনে বাধা ও মারধর করার অপরাধে একজনকে ছয় মাসের সশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।

রোববার (৯ জুন) পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের মহাসিনিয়া আলিম মাদ্রাসা কেন্দ্রে বেলা সাড়ে ১১টায় ভোট চলাকালে এই ঘটনা ঘটে। এসময় ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ওই কর্মি শাকিল শেখকে (২১) দণ্ড দেন বাগেরহাট জেলা অতিরিক্ত চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট ড. আতিকুস সামাদ।

তিনি বলেন, মহাসিনিয়া আলিম মাদ্রাসা সেন্টারে নির্বাচনে অন্যদের সাথে ভোটারদের নিরাপত্তার দায়িত্বে ছিলেন আনসার সদস্য মোতালেব হোসেন। এসময় শেহালাবুনিয়া এলাকার মৃত মোস্তফা শেখের ছেলে শাকিল শেখ নামে ওই যুবক নারী ও পুরুষদের সারিবদ্ধ লাইন ভেঙ্গে ভোটকেন্দ্রে ঢোকার চেষ্টা করে। এসময় আনসার সদস্য মোতালেব হোসেন তাকে বাধা দেন। কিন্তু তাকে ধাক্কা দিয়ে মারধর শুরু করেন। এসময় দায়িত্বে থাকা পুলিশ সদস্যরা ঘটনাস্থল থেকে তাকে আটক করেন।

পরে উপজেলা পরিষদ নির্বাচন বিধিমালা, ২০১৩ এর বিধি ৭৬ (গ)-(আ) অনুযায়ী আটক ব্যক্তি তার অপরাধ স্বীকার করে। এরপরে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে ছয় মাসের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা জরিমানা করা হয়। জরিমানার টাকা পরিশোধে ব্যর্থ হলে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয় বলেও জানান বিচারক ড.মোঃ আতিকুস সামাদ।

পরে ওই আসামিকে বাগেরহাট জেলা কারগারে পাঠানোর জন্য মোংলা থানায় সোপর্দ করা হয়।

;