দেশের পুঁজিবাজার

ডিএসইতে ১৪, সিএসইতে ২৩ পয়েন্ট কমেছে প্রধান সূচক

  • সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দেশের প্রধান শেয়ারবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) সপ্তাহের দ্বিতীয় কার্যদিবস সোমবার প্রধান সূচক কমে শেষ হয়েছে এ দিনের লেনদেন কার্যক্রম। এদিন ডিএসইতে প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ১৪ পয়েন্ট এবং সিএসইতে সিএসসিএক্স কমেছে ২৩ পয়েন্ট।

এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ৪১৫ কোটি ৫৩ লাখ টাকা। আর সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ টাকা। গত কার্যদিবসে লেনদেন হয়েছিল ১৮ কোটি ১৯ লাখ শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

বিজ্ঞাপন

ডিএসই ও সিএসইর ওয়েবসাইট সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসই

বিজ্ঞাপন

এদিন ডিএসইতে লেনদেনের শুরুতে সূচক বাড়ে। লেনদেনের শুরু হয় সাড়ে ১০টায়, শুরুতেই সূচক কমে যায়। প্রথম ৫ মিনিটেই ডিএসইএক্স সূচক বাড়ে ২ পয়েন্ট। এরপর থেকে সূচক একটানা কমতে থাকে। বেলা ১০টা ৪০ মিনিটে সূচক কমে এক পয়েন্ট। বেলা ১০টা ৪৫ মিনিটে সূচক ৫ পয়েন্ট কমে যায়। বেলা ১০টা ৫০ মিনিটে সূচক কমে ১০ পয়েন্ট। বেলা ১০টা ৫৫ মিনিটে সূচক ৩ পয়েন্ট কমে। বেলা ১১টায় সূচক ৫ পয়েন্ট কমে। বেলা ১২টায় সূচক ২৩ পয়েন্ট কমে। এরপর থেকে সূচক কমার প্রবণতা কমতে থাকে। বেলা ১টায় সূচক কমে ১০ পয়েন্ট। বেলা ২টায় সূচক ৭ পয়েন্ট কমে এবং বেলা আড়াইটায় লেনদেন শেষে ডিএসইএক্স সূচক ১৪ পয়েন্ট কমে দাঁড়ায় ৫ হাজার ৩১৮ পয়েন্টে।

অন্যদিকে, ডিএসই-৩০ সূচক ৪ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ৮৮৬ পয়েন্টে এবং ডিএসই শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে অবস্থান করছে এক হাজার ২১৬ পয়েন্টে। এদিন ডিএসইতে লেনদেন হয়েছে ৪২৪ কোটি ৬৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ড।

লেনদেন শেষে ডিএসইতে লেনদেন হওয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে দাম বেড়েছে ১১৬টির, কমেছে ১৯৮ এবং অপরিবর্তিত রয়েছে ৩৯টি কোম্পানির শেয়ারের দাম।

সোমবার দাম বৃদ্ধির ভিত্তিতে ডিএসই’র শীর্ষ দশ কোম্পানির তালিকায় আছে- ন্যাশনাল লাইফ ইনস্যুরেন্স, এটিসিএসএলজিএফ, রানার অটোমোবাইল, রূপালী লাইফ ইনস্যুরেন্স, জেএমআই সিরিঞ্জ, সিলকো ফার্মা, স্কয়ার ফার্মা, ইউনাইটেড পাওয়ার, প্রগতি লাইফ ইনস্যুরেন্স এবং সিঙ্গার বিডি।

সিএসই

অন্যদিকে, লেনদেন শেষে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) সাধারণ সূচক (সিএসইএক্স) ২৩ পয়েন্ট কমে ৯ হাজার ৮৭৯ পয়েন্টে, সিএসই-৩০ সূচক ১৫ পয়েন্ট কমে ১৪ হাজার ২৮৫ পয়েন্টে এবং সিএএসপিআই সূচক ৪২ পয়েন্ট কমে ১৬ হাজার ২৯০ পয়েন্টে অবস্থান করে।

লেনদেন শেষে সিএসইতে লেনদেন হয়েছে ১৪ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের ইউনিট।

এদিন দাম বাড়ার ভিত্তিতের সিএসই’র শীর্ষ কোম্পানিগুলো হলো- প্রগতি লাইফ ইনস্যুরেন্স, রানার অটোমোবাইল, বঙ্গজ, প্রিমিয়ার ইনস্যুরেন্স, এটিসিএসএলজিএফ, স্ট্যান্ডার্ড সিরামিকস, মোজাফফর হোসেন স্পিনিং মিল, ন্যাশনাল পলিমার, প্যারামাউন্ট ইনস্যুরেন্স এবং ফারইস্ট ফাইন্যান্স।