ভর্তুকি ও প্রণোদনায় ৮৪ হাজার ৫৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব

  • স্পেশাল করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে ভর্তুকি ও প্রণোদনা খাতে ৮৪ হাজার ৫৪২ কোটি টাকা বরাদ্দের প্রস্তাব করা হয়েছে। এ খাতে সবার শীর্ষে রয়েছে জনপ্রশাসন ৬০ হাজার ৮৭ কোটি টাকা।

বৃহস্পতিবার (১ জুন) জাতীয় সংসদে উত্থাপিত ২০২৩-২৪ অর্থবছরের প্রস্তাবিত বাজেট এমন বরাদ্দ প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।

বিজ্ঞাপন

প্রস্তাবিত বাজেটের ১১.১ শতাংশ থাকছে ভর্তুকি ও প্রণোদনা খাতে। জনপ্রশাসনের পরেই রয়েছে কৃষি খাতে ১৭ হাজার ৫৩৩ কোটি টাকা। সামাজিক নিরাপত্তা ও কল্যাণ খাতে বরাদ্দ চাওয়া হয়েছে ৫ হাজার ১১৫ কোটি, জনশৃঙ্খলা ও নিরাপত্তায় ১ হাজার ২৫৭ কোটি এবং প্রতিরক্ষায় ৬৫০ কোটি টাকা।

ভর্তুকির তুলনায় সুদের পরিমাণ ৯ হাজার ৮৯৯ কোটি টাকা বেশি। বাজেটের ১২.৪ শতাংশ অর্থ ব্যয় হবে সুদ পরিশোধে। এ খাতে বরাদ্দ চাওয়া হয়েছে ৯৪ হাজার ৪৪১ কোটি টাকা।