পুলিশে নিয়োগে তদবির: সরকারি কর্মচারী গ্রেফতার

  • স্টাফ করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, বগুড়া
  • |
  • Font increase
  • Font Decrease

পুলিশ কনস্টেবলের পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক, ছবি: বার্তা২৪.কম

পুলিশ কনস্টেবলের পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আটক, ছবি: বার্তা২৪.কম

বগুড়ায় পুলিশ কনস্টেবল পদে চাকরি পাইয়ে দেওয়ার নামে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে আনোয়ার হোসেন (৩৫) নামের এক সরকারি কর্মচারীকে গ্রেফতার করেছে গোয়েন্দা পুলিশ(ডিবি)। আনোয়ার হোসেন বগুড়া মোহাম্মদ আলী হাসপাতালের রেকর্ড কিপার পদে চাকরি করেন।

শুক্রবার (২১ জুন) বিকেলে চাকরি প্রার্থী সুজন মাহমুদের ভগ্নীপতি রাশেদুর রহমান শিপন বাদী হয়ে গ্রেফতারকৃত আনোয়ার হোসেনের নামে বগুড়া সদর থানায় মামলা করেন।

বিজ্ঞাপন

মামলা সূত্রে জানা যায়, সুজন মাহমুদকে পুলিশ কনস্টেবল পদে চাকরির জন্য রাশেদুর ররহমান শিপন তাদের পূর্বপরিচিত আনোয়ার হোসেনের সঙ্গে যোগাযোগ করেন। আনোয়ার হোসেন ১৪ লাখ টাকার বিনিময়ে সুজন মাহমুদকে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দেন। সেই অনুযায়ী গত ১৩ জুন আনোয়ার হোসেন তার অফিসে বসে এক লাখ টাকা অগ্রিম এবং প্রার্থীর কাগজপত্রের ফটোকপি গ্রহণ করেন।

মামলার বাদী বার্তা২৪.কম-কে জানান, শহরে পোস্টারিং দেখে জানতে পারেন এবার পুলিশে নিয়োগ পেতে কোনো প্রকার ঘুষ এবং তদবিরে কাজ হবে না। পরে তারা বিষয়টি পুলিশকে জানালে আনোয়ার হোসেনকে গ্রেফতার করে।

বিজ্ঞাপন

জেলা গোয়েন্দা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বার্তা২৪.কম-কে বলেন, 'গোয়েন্দা পুলিশের একাধিক সদস্য এ বিষয়ে কাজ করছে। আনোয়ার হোসেনের নামে এ ধরনের প্রতারণার আরও অভিযোগ রয়েছে।'