রেলে চাকরির সুযোগ, ২২ নভেম্বর পর্যন্ত আবেদন
-
-
|

ফাইল ছবি
রাজস্ব খাতভুক্ত 'সহকারী স্টেশনমাস্টার' পদে ৫৬০ জন লোকবল নিয়োগ দেবে বাংলাদেশ রেলওয়ে। সম্প্রতি পদ সংখ্যা বাড়িয়ে নিয়োগ বিজ্ঞপ্তির সংশোধনী প্রকাশ করা হয়েছে। আগের নিয়োগ বিজ্ঞপ্তিতে পদ ছিল ২৩৫টি। এবার দেশের সব জেলার নাগরিকেরা আবেদন করতে পারবেন। অনলাইনে আবেদন করা যাবে ২২ নভেম্বর বিকেল ৫টা পর্যন্ত।
পদের নাম: সহকারী স্টেশনমাস্টার
পদসংখ্যা: ৫৬০ জন
শিক্ষাগত যোগ্যতা: স্নাতক পাস হতে হবে
বেতন: ৯,৭০০-২৩,৪৯০ টাকা
চাকরির ধরন: স্থায়ী
প্রার্থীর ধরন: নারী-পুরুষ
বয়স: এ বছরের ১ সেপ্টেম্বর যাদের বয়স ১৮ পূর্ণ হয়েছে, তারা আবেদন করতে পারবেন। এ ছাড়া বয়স ৩০ পেরিয়ে যাওয়া প্রার্থীরাও আবেদন করতে পারবেন।
আগ্রহী প্রার্থীরা টেলিটকের ওয়েবসাইটে গিয়ে আবেদন করতে পারবেন। আবেদনের সঙ্গে ৩০০-৩০০ সাইজের ছবি ও ৩০০-৮০ সাইজের স্বাক্ষর স্ক্যান করে যুক্ত করতে হবে। তবে আগে যারা আবেদন করেছেন, তাদের পুনরায় আবেদন করার প্রয়োজন নেই। টেলিটক প্রি-পেইড সিমের মাধ্যমে ১১২ টাকা ৭২ ঘণ্টার মধ্যে পাঠাতে হবে।
আবেদনের অন্যান্য শর্তাবলি বিজ্ঞপ্তি থেকে (বিজ্ঞপ্তি ও সংশোধনী) জানা যাবে।