অনলাইন পেমেন্ট সেবা চালু করতে যাচ্ছে ইবি



ইবি করেসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, কুষ্টিয়া
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

শিক্ষার্থীদের ভোগান্তি নিরসনে অনলাইন পেমেন্ট পদ্ধতি চালু করবে কুষ্টিয়ার ইসলামী বিশ্ববিদ্যালয়। ইতিমধ্যে ভর্তি, পরীক্ষার ফি, আবাসিক হলের ফিসহ সবধরনের ফি নিতে অনলাইন পেমেন্ট প্রক্রিয়ার চূড়ান্ত কাজ শেষ হয়েছে। এতে ব্যাংকে না গিয়ে ঘরে বসেই প্রদান করা যাবে সব ধরনের ফি।

সোমবার (২০ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান এই বিষয়টি নিশ্চিত করেছেন।

ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান বলেন, শিক্ষার্থীদের দীর্ঘ দিনের দাবি ছিলো অনলাইন পেমেন্ট সার্ভিসের। প্রশাসন বিষয়টি আমলে নিয়ে আগামী বুধবার (২২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় দিবসে প্রশাসনের পক্ষ থেকে অনলাইন সেবার আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে।

জানা যায়, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জন্য পুরোপুরি স্বয়ংক্রিয়ভাবে ফি পরিশোধ সুবিধা দিতে সব ধরনের প্রস্তুতি নিয়ে রেখেছে বিশ্ববিদ্যালয় অগ্রণী ব্যাংক শাখা। অগ্রণী ব্যাংকের ই-পেমেন্ট সার্ভিস সফটওয়্যার মাধ্যমে শিক্ষার্থীরা নিজস্ব আইডি দিয়ে বিকাশ, নগদ ও রকেটের মাধ্যমে টাকা জমা দিতে পারবেন। এই সেবার সুবিধা পাবে ২০১৭-১৮ থেকে সকল শিক্ষার্থী। পুরো কর্মযজ্ঞে কারিগরি সহায়তা দিচ্ছেন বিশ্ববিদ্যালয় আইসিটি সেল। 

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের আইসিটি সেলের পরিচালক অধ্যাপক ড. তপন কুমার জোদ্দার বলেন, আগামী বুধবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের ৪৪ তম প্রতিষ্ঠা বার্ষিকীতে প্রশাসনের পক্ষ থেকে অনলাইন পেমেন্ট সেবা উপহার দেওয়া হবে শিক্ষার্থীদের। উদ্বোধনী অনুষ্ঠানে অগ্রণী ব্যাংকের প্রধান কার্যালয়ের উচ্চপদস্থ কর্মকর্তারাসহ বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের উপস্থিতিতে আনুষ্ঠানিকভাবে অনলাইন পেমেন্ট সেবার উদ্বোধন করা হবে।

   

অবরোধের সমর্থনে জবি ছাত্রদলের বিক্ষোভ মিছিল



জবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
ছবি: বার্তা ২৪

ছবি: বার্তা ২৪

  • Font increase
  • Font Decrease

বিএনপি ও সমমনা দলগুলোর ডাকা সারাদেশে ৮ম ধাপে অবরোধের সমর্থনে রাজধানী পুরান ঢাকায় বিক্ষোভ মিছিল করেছে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের নেতাকর্মীরা।

বুধবার (২৯ নভেম্বর) সকাল ৭ টায় পুরান ঢাকার দয়াগঞ্জ সড়কে ছাত্রদলের সভাপতি মো. আসাদুজ্জামান আসলাম ও সাধারণ সম্পাদক সুজন মোল্লার নেতৃত্বে মিছিলটি কয়েকটি সড়ক প্রদক্ষিণ করে শেষ হয়।

এ সময় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি বিএম মিলাদ উদ্দিন ভূইঁয়া, জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহ-সভাপতি জুলকার নাইন, যুগ্ম সাধারণ সম্পাদক সুমন সর্দার, জাফর আহমেদ, প্রচার সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) মোস্তাফিজুর রহমান রুমি, ইয়াকুব শেখ অনিক, দপ্তর সম্পাদক (যুগ্ম সাধারণ সম্পাদক পদমর্যাদা) সাখাওয়াতুল ইসলাম খান পরাগ, ইয়াসির আরাফাত, আসিফ আল ইমরান, মেহেদী হাসান অর্নব, আরিফুল ইসলাম আরিফ।

এ সময় বিক্ষোভ মিছিলে আরও উপস্থিত ছিলেন সমাজসেবা সম্পাদক রবিন মিয়া শাওন, তথ্য ও গবেষণা সম্পাদক রবিউল ইসলাম শাওন, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মিরাজ, আপ্যায়ন সম্পাদক মুজাম্মেল মামুন ডেনি, সহ প্রচার সম্পাদক মেহেদী হাসান, সহ সাংগঠনিক সম্পাদক নাইমুর রহমান দুর্জয়, সাঈদুল হাসান, মাহবুব আলম, মামুন জামান, ফয়সাল, মাসফিক, মনিরুজ্জামান, আয়াত, সদস্য রায়হান, তাজুল, আনোয়ার সহ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা।

বিক্ষোভ মিছিল পরবর্তী সংক্ষিপ্ত সমাবেশে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সাধারণ সম্পাদক সুজন মোল্লা বলেন, 'যেই দলের ইতিহাস ও ঐতিহ্যই হচ্ছে বাকশালী রাষ্ট্র তৈরি করা, সেই দলের কাছ থেকে গণতান্ত্রিক রাষ্ট্র আশা করা, আর হিজড়ার কাছে বাচ্চা আশা করা এক-ই কথা। এক দফা দাবি আদায় তথা স্বৈরাচারী শেখ হাসিনার পদত্যাগ ও অবৈধ তফসিল বাতিল না হওয়া পর্যন্ত, ছাত্রদলের প্রতিটি নেতাকর্মী রাজপথে অবস্থান করবে। এই দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রদলের একটি নেতাকর্মীও ঘরে ফিরে যাবে না ইনশাআল্লাহ।' 

এদিকে অবরোধ প্রতিরোধে সকাল থেকেই জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীদের ক্যাম্পাসের প্রধান ফটকসহ কেন্দ্রীয় শহিদ মিনার ও ভাষা শহিদ রফিক ভবনের নিচে সতর্ক অবস্থান দেখা যায়।

;

প্রতারণার অভিযোগে রাবি শিক্ষক বরখাস্ত



রাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
প্রতারণার অভিযোগে রাবি শিক্ষক বরখাস্ত

প্রতারণার অভিযোগে রাবি শিক্ষক বরখাস্ত

  • Font increase
  • Font Decrease

বহুস্তর বিপণন বা মাল্টিলেভেল মার্কেটিং (এমএলএম) ব্যবসার মাধ্যমে প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষককে সাময়িক বরখাস্ত করা হয়েছে।

১৪ নভেম্বর বিশ্ববিদ্যালয়ের ৫২৬তম সিন্ডিকেট সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক আবদুস সালাম।

বরখাস্ত হওয়া সেই শিক্ষকের নাম জুলফিকার আহম্মদ। তিনি বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের অধ্যাপক।

বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে জানা যায়, জুলফিকার আহম্মদকে এর আগেও এমএলএম ব্যবসায় প্রতারণার অভিযোগে ২০১৩ সালের মে মাসে সাময়িক বরখাস্ত করা হয়েছিল। কিন্তু ওই সিদ্ধান্ত কার্যকর করা হয়নি। কয়েক বছর আগে বিশ্ববিদ্যালয়ের সাবেক উপ-উপাচার্য আনন্দ কুমার সাহা তার বিষয়ে অভিযোগ দিয়েছিলেন।

অভিযোগে উল্লেখ করা হয়, আইন বিভাগের অধ্যাপক জুলফিকার আহম্মদ এমএলএম ব্যবসার সঙ্গে জড়িত। তিনি প্রতারণা করে কোটি টাকা হাতিয়ে নিয়েছেন। এছাড়া তিনি নিয়ম বহির্ভূতভাবে দুটি সরকারি প্রতিষ্ঠানে একই সময়ে পূর্ণকালীন চাকরি করেছেন। সেই পরিপ্রেক্ষিতে গত সিন্ডিকেটে তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিষয়টির অধিক তদন্ত করার জন্য বিশ্ববিদ্যালয়ের বর্তমান উপ-উপাচার্য সুলতান-উল-ইসলামকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার আবদুস সালাম বলেন, আগের একটি অভিযোগের পরিপ্রেক্ষিতে ৫২৬তম সিন্ডিকেট সভায় তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। তদন্ত কমিটি এ বিষয়ে প্রতিবেদন দেবে। ইতিমধ্যে তাকে চিঠি দেওয়া হয়েছে।

;

শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবি'র ৩৯ শিক্ষার্থী



ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম
শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবি'র ৩৯ শিক্ষার্থী

শতবর্ষ বৃত্তি পেলেন ঢাবি'র ৩৯ শিক্ষার্থী

  • Font increase
  • Font Decrease

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) কলা অনুষদভুক্ত বিভিন্ন বিভাগের ৩৯ জন মেধাবী শিক্ষার্থীকে শতবর্ষ ট্রাস্ট ফান্ড বৃত্তি প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৮ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল ঢাবির নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবন মিলনায়তনে এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে বৃত্তির চেক তুলে দেন।

বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলা অনুষদের ডিন অধ্যাপক ড. আবদুল বাছির। এছাড়া অনুষ্ঠানে বক্তব্য রাখেন ইতিহাস বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. আবু মো. দেলোয়ার হোসেন ও বাংলা বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. ফাতেমা কাওসার। অনুষ্ঠান সঞ্চালনা করেন রেজিস্ট্রার প্রবীর কুমার সরকার।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বৃত্তিপ্রাপ্ত মেধাবী শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেন, 'এ জাতীয় বৃত্তি প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের সফলতাকে স্বীকৃতি দেয়া হয় এবং তারা লেখাপড়ায় উৎসাহিত ও অনুপ্রাণিত হয়। শ্রেণিকক্ষের পড়াশুনার পাশাপাশি শিক্ষার্থীদের সহ-শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে হবে। দক্ষ গ্র্যাজুয়েট হিসেবে নিজেদের সুনাগরিক হিসেবে গড়ে তুলে দেশ ও জাতির উন্নয়ন ও অগ্রযাত্রায় কার্যকরী ভূমিকা রাখার জন্য উপাচার্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানাই।' 

বৃত্তি প্রাপ্তরা হলেন বাংলা বিভাগের মোছা. আদুরী আক্তার, মোছা. মৌটুসী মামুন ও সুমাইায়া খাতুন, ইংরেজী বিভাগের নাফিয়া রহমান মাটি, আরবি বিভাগের শায়খ ওবায়দুল্লাহ, মুন্তাসির আহমাদ মুয়াজ ও মাহমুদুল আহসান, ফারসি ভাষা ও সাহিত্য বিভাগের রীমা আক্তার ও রেজওয়ানা তাবাসসুম রাফা, উর্দু বিভাগের আরিফা সুলতানা রিপা ও রুহানি আফরিন, সংস্কৃত বিভাগের শিমু আক্তার ও মধু কুমার রায়, পালি এন্ড বুদ্ধিস্ট স্টাডিজ বিভাগের লক্ষী রানী ও মো. আমিনুর রহমান, ইতিহাসে বিভাগের মিসুক চাকমা, মো. নাছিম ইমতিয়াজ নিশাদ ও সুলতানা জাহান রুমী, দর্শন বিভাগের রমজান, মো. জাকির হোসেন ও আরিফুল ইসলাম বাধান, ইসলামিক স্টাডিজ বিভাগের সাঈদা আফরিন সুমি, আবু হোরায়রা ও কানিজ ফাতেমা সুমি, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের মো. মুসফিকুর রহমান, আক্কাস আলী সাবিদ ও স্বর্ণালী, তথ্যবিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের মো. সোহানুর রহমান ও মো. হাসনাইন, থিয়েটার এন্ড পারফরম্যান্স স্টাডিজ বিভাগের নিকিতা আজম ও অরুণা সিক্ত সাচী, ভাষা বিজ্ঞান বিভাগের ফজলে দাউদ হায়দার ও মো. শফিকুল ইসলাম, সংগীত বিভাগের প্রীতি রানী ও পার্থ সরকার, বিশ্বধর্ম ও সংস্কৃতি বিভাগের শিখা রানী দাস ও মোছা. হোসনেয়ারা খাতুন, নিত্যকলা বিভাগের রাশিদ সোবহান খনা ও সোনিয়া খাতুন।

;

‘পড়াশোনার সাথে প্রযুক্তি ও ভাষাগত দক্ষতা অর্জন করতে হবে’



ঢাবি করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, ঢাকা
ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল পাঠ্যপুস্তকের জ্ঞানার্জনের পাশাপাশি বিভিন্ন ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা অর্জনের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়েছেন।

মঙ্গলবার (২৮ নভেম্বর) নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে Employability Skills for Career Planning in Japan' শীর্ষক দিনব্যাপী এক সেমিনারে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহ্বান জানান।

ঢাকা বিশ্ববিদ্যালয় জাপানিজ স্টাডিজ বিভাগ, ট্যুরিজম এন্ড হস্পিটালিটি ম্যানেজমেন্ট বিভাগ, তথ্যপ্রযুক্তি ইনস্টিটিউট এবং জাপান-বাংলাদেশ এডুকেশন স্কিল ডেভেলপমেন্ট লিমিটেড যৌথভাবে এই সেমিনার আয়োজন করে।

জাপানিজ স্টাডিজ বিভাগের চেয়ারম্যান ড. মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে তথ্য প্রযুক্তি ইনস্টিটিউটের পরিচালক অধ্যাপক ড. বি এম মইনুল হোসেন, ট্যুরিজম এন্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট বিভাগের সহযোগী অধ্যাপক ড. মুহাম্মদ সোয়েব-উর-রহমান, জাপানের আক্স পাবলিশিং-এর ম্যানেজার ইউচিরো সুকাদা এবং জাপানিজ ল্যাঙ্গুয়েজ স্পেশালিস্ট মিস মারি কাওয়াকুবো বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন জাপানের মাইনরি গ্রুপের পরিচালক মিয়া মামুন।

উপাচার্য অধ্যাপক ড. এ এস এম মাকসুদ কামাল বলেন, জাপানসহ বিশ্বের বিভিন্ন দেশে কর্মসংস্থানের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটদের দক্ষ জনসম্পদ হিসেবে গড়ে উঠতে হবে। এক্ষেত্রে ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বাত্মক সহযোগিতা প্রদান করবে। শিক্ষার্থীদের ভাষা ও প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধিতে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের কার্যক্রম চলমান রয়েছে উল্লেখ করে তিনি বলেন, প্রয়োজনে বিশেষ প্রশিক্ষণের উদ্যোগ গ্রহণ করা হবে।

উল্লেখ্য, সেমিনারে জাপান ভিত্তিক ৩০টি কোম্পানির প্রতিনিধি এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

;