লাকসামে পারিবারিক বিরোধে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, কুৃমিল্লা
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কুমিল্লার লাকসামে পারিবারিক বিরোধের জের ধরে মো. জসিম উদ্দিন (৫৫) নামে এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিকেলে গুরুতর আহতাবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান। নিহত জসিম উপজেলার আজগরা ইউনিয়নের ঘাটার নোয়াগাঁও গ্রামের বাসিন্দা।

বিজ্ঞাপন

স্থানীয়রা জানান, জসিমের ছেলের সঙ্গে তার স্ত্রীর বিভিন্ন বিষয় নিয়ে পারিবারিক কলহ ও বিরোধ চল আসছিল। পারিবারিক বিরোধের জের ধরে বৃহস্পতিবার দুপুরে জসিম উদ্দিনের ছেলের শ্বশুর বাড়ির লোকজন দলবল নিয়ে তার বাড়িতে অতর্কিত হামলা চালায়। এ সময় গুরুতর আহত হন জসিম উদ্দিন, তার স্ত্রী ফাতেমা বেগম, জসিমের ছেলে ইমাম হোসেনসহ বেশ কয়েকজন। এদের মধ্যে গুরুতর আহত জসিম উদ্দিনকে হাসপাতালে নেয়ার পথে তিনি মারা যান।

সন্ধ্যায় লাকসাম থানার অফিসার ইনচার্জ (ওসি) নিজাম উদ্দিন জানান, ঘটনাস্থলে পৌঁছে নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।