নিজ অর্থায়নে দুস্থদের ৪৯ টন খাদ্য দিলেন এমপি শিমুল

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

এমপি শিমুলের দেওয়া ৪৯ টন খাদ্যসামগ্রীর বস্তা, ছবি: বার্তা২৪.কম

এমপি শিমুলের দেওয়া ৪৯ টন খাদ্যসামগ্রীর বস্তা, ছবি: বার্তা২৪.কম

নিজ অর্থায়নে নাটোর সদর ও নলডাঙ্গা উপজেলার দুস্থ, অসহায় ও দিনমজুর পরিবারগুলোর মধ্যে ৪৯ টন খাদ্যসামগ্রী বিতরণ করেছেন নাটোর-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম শিমুল।

মঙ্গলবার (৩১ মার্চ) দুপুরে দুই উপজেলার দু’টি পৌরসভা ও ১২টি ইউনিয়নে বিতরণের জন্য সংশ্লিষ্ট আওয়ামী লীগের সভাপতি-সাধারণ সম্পাদকদের কাছে এসব খাদ্যসামগ্রী হস্তান্তর করেন তিনি।

বিজ্ঞাপন

শফিকুল ইসলাম শিমুলের একান্ত সচিব এস এম আকরামুল ইসলাম জানান, এ খাদ্য সহায়তার মধ্যে রয়েছে ৪০ টন চাল, চার টন ডাল, পাঁচ টন আলু, চার হাজার লিটার সয়াবিন তেল, পাঁচ হাজার পিস মাস্ক, চার হাজার করে হ্যান্ড স্যানিটাইজার ও সাবান।

  এমপি শিমুলের দেওয়া খাদ্যসামগ্রীর কার্টন, ছবি: বার্তা২৪.কম

এ সময় শফিকুল ইসলাম শিমুল আওয়ামী লীগ নেতৃবৃন্দের উদ্দেশে বলেন, যাদের প্রকৃত অর্থে খাদ্য সহায়তা দরকার, খোঁজ নিয়ে তাদের বাড়ি বাড়ি খাবারগুলো পৌঁছে দেবেন। এ সংকটময় মুহূর্তে কোনো অনিয়ম বা অভিযোগ যেন না আসে। পাশাপাশি প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে সাড়া দিয়ে বিত্তবান ব্যক্তি ও দলীয় নেতাকর্মীরা মানুষের পাশে দাঁড়াবেন।