হিলি থেকে দিনাজপুর-বগুড়া রুটে বাস চলাচল বন্ধ

  • উপজেলা করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, হিলি (দিনাজপুর)
  • |
  • Font increase
  • Font Decrease

বাস বন্ধ রেখেছেন চালকরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

বাস বন্ধ রেখেছেন চালকরা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে ট্রাক ও ট্যাংকলরি পরিবহন ধর্মঘট প্রত্যাহার করলেও হিলি-বগুড়া ও হিলি-দিনাজপুর সড়কে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে। এতে দিনাজপুর ও বগুড়াগামী যাত্রীরা চরম দুর্ভোগ পোহাচ্ছেন।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল থেকে বন্দরে পণ্যবাহী পরিবহন চলাচল করলেও যাত্রীবাহী পরিবহন চলাচল করেনি।

বিজ্ঞাপন

গত ১৬ নভেম্বর (শনিবার) সকাল থেকেই হিলি-বগুড়া রুটের চালকরা নিজ নিজ গাড়ি বন্ধ রেখে ধর্মঘট কর্মসূচি পালন করছেন। এতে ওই পথে চলাচলরত যাত্রীরা বাস না পেয়ে বিপাকে পড়েছেন। বিকল্প উপায়ে বাড়তি ভাড়া দিয়ে গন্তব্যে পৌঁছতে হচ্ছে তাদের।

হিলি বাস টার্মিনালের চেইনমাস্টার জুলফিকার আলী রন্জু বার্তাটোয়েন্টিফোর.কমকে বলেন, কেউ মারা গেলে নতুন আইনে চালকের মৃত্যুদণ্ড বা আহত হলে ৫ লাখ টাকা দিতে হবে। শ্রমিকদের এতো টাকা দেওয়ার সামর্থ্যও নাই আর বাস চালিয়ে চালকরা জেলে যেতে চাননা। তাই তারা নতুন সড়ক পরিবহন আইন সংস্কারের দাবিতে বাস চলাচল বন্ধ রেখেছে।

বিজ্ঞাপন