শেরপুরে ট্রাক চাপায় রিকশাচালক নিহত
-
-
|

ট্রাক চাপায় পড়া রিকশা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম
শেরপুরে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে আজিজুল হক (৮০) নামে এক বৃদ্ধ রিকশাচালক নিহত হয়েছেন।
রবিবার (১০ নভেম্বর) রাতে ওই ঘটনা ঘটে। নিহত আজিজুল শ্রীবরদী উপজেলার চৈতাজানী গ্রামের মৃত মকবুল হোসেনের ছেলে।
জানা যায়, রবিবার রাত সোয়া ১১টার দিকে শেরপুর শহরের নওহাটা এলাকায় শেরপুর-ঝিনাইগাতী রোডের দূর্গা রাইস মিলের সামনে অজ্ঞাত একটি ট্রাক রিকশাচালক আজিজুল হককে চাপা দেয়। এতে ট্রাকের চাপায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যান আজিজুল। খবর পেয়ে সদর থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করে।
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘাতক ট্রাকটিকে শনাক্ত করার চেষ্টা চলছে।