দেশি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রির দায়ে জরিমানা

  • খন্দকার সুজন হোসেন, স্টাফ করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, মানিকগঞ্জ
  • |
  • Font increase
  • Font Decrease

দেশি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রির দায়ে জরিমানা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দেশি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বিক্রির দায়ে জরিমানা, ছবি: বার্তাটোয়েন্টিফোর.কম

দেশীয় তৈরি পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বাড়তি দামে বিক্রির দায়ে মানিকগঞ্জ শহরের কিডস অ্যান্ড মম নামের একটি পোশাক বিক্রির দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

সোমবার (১৯ আগস্ট) দুপুরে মানিকগঞ্জ জেলা ভোক্তা অধিদফতরের উপ-পরিচালক আসাদুজ্জামান রুমেল ওই জরিমানা করেন।

বিজ্ঞাপন

এ বিষয়ে জানতে চাইলে জেলা ভোক্তা অধিদফতরের এই কর্মকর্তা বার্তাটোয়েন্টিফোর.কমকে জানান, দেশে তৈরি বিভিন্ন পোশাকে ভারতীয় ট্যাগ লাগিয়ে বাড়তি দামে সাধারণ ক্রেতাদের নিকট বিক্রি করে আসছে কিডস অ্যান্ড মম নামের ওই পোশাক বিক্রির দোকান কর্তৃপক্ষ। এছাড়া অন্যান্য পোশাকও বিক্রি করছে অতিরিক্ত মুনাফায়। সরেজমিনে এর সত্যতা পাওয়ায় ওই দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।