নাটোরে নিম্নমানের উপকরণে সড়ক সংস্কার: মালিক-শ্রমিকদের বিক্ষোভ

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তাটোয়েন্টিফোর.কম, নাটোর
  • |
  • Font increase
  • Font Decrease

মহাসড়কে মালিক-শ্রমিকদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত

মহাসড়কে মালিক-শ্রমিকদের বিক্ষোভ, ছবি: সংগৃহীত

নাটোরের সিংড়ায় নাটোর-বগুড়া মহাসড়কের সংস্কারের কাজে নিম্নমানের সামগ্রী ব্যবহার করা হয়েছে বলে অভিযোগ তুলে সড়ক অবরোধসহ বিক্ষোভ করেছে যানবাহন মালিক ও শ্রমিকরা।

বুধবার (৩১ জুলাই) দুপুরে সিংড়া বাসস্ট্যান্ডের সড়ক অবরোধ করে যানবাহন মালিক-শ্রমিকরা প্রায় ২০ মিনিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

বিজ্ঞাপন

এসময় বক্তব্য রাখেন নাটোর জেলা মটর মালিক সমিতির সভাপতি মোঃ আশরাফুল ইসলাম স্বপন, সাধারণ সম্পাদক হাসান ইমাম, ট্রাক, ট্যাংকলরি ও কাভার্ড ভ্যান শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ শহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আব্দুস সাত্তার প্রমুখ।

পরে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপির আশ্বাসে তারা অবরোধ তুলে নেন।

বিজ্ঞাপন

সংশ্লিষ্ট সূত্র জানায়, মহাসড়কে মানুষের দূর্ভোগ লাঘবে রমজানের শুরুতেই নাটোর-বগুড়া মহাসড়কের ১৪ কিলোমিটার এবং বনপাড়া-হাটিকুমরুল মহাসড়কের গুরুদাসপুরে কাছিকাটা এলাকার আত্রাই টোল প্লাজা সংলগ্ন সড়ক সংস্কারের উদ্যোগ নেয় স্থানীয় সড়ক বিভাগ। এছাড়া চলাচলে অনুপযোগী বিভিন্ন গ্রামীণ সড়ক সংস্কার কাজও শুরু হয়। ৩২ কিলোমিটার নাটোর-বগুড়া মহাসড়কের ১৪ কিলোমিটার সড়ক সংস্কার কাজ করা হচ্ছে। এ কাজের জন্য প্রায় ১৮ কোটি টাকার বরাদ্দ রয়েছে। গত ঈদুল ফিতরের আগে জেলা প্রশাসক কাজ সম্পন্ন করার তাগিদ দেন। কিন্তু ঈদুল আজহার আগেও তা শেষ করতে পারেনি ঠিকাদারি প্রতিষ্ঠান।

স্থানীয়দের অভিযোগ, ঠিকাদারি প্রতিষ্ঠান ধীর গতিতে ও নিম্নমানের নির্মাণ উপকরণ দিয়ে কাজ করায় পথচারী এবং যাত্রীদের ভোগান্তিসহ দুর্ভোগের শিকার হতে হচ্ছে। এ নিয়ে যানবাহন মালিক-শ্রমিক সহ এলাকাবাসীর মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে।