দিনাজপুরে এরশাদের কলেজসহ ৭ প্রতিষ্ঠানে সবাই ফেল
এবারের উচ্চ মাধ্যমিক পরীক্ষায় (এইচএসসি) দিনাজপুর শিক্ষা বোর্ডের ৭টি কলেজ থেকে কেউই পাস করতে পারেনি। এই সাত কলেজের মধ্যে সদ্য প্রয়াত সাবেক রাষ্ট্রপতি, জাতীয় পার্টির চেয়ারম্যান হুসেইন মুহম্মদ এরশাদের নামে কলেজ রয়েছে।
বুধবার (১৭ জুলাই) ফল প্রকাশের পর দিনাজপুর শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক তোফাজ্জুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, এ বছর দিনাজপুর শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসি পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ২৪ হাজার ৮২৯ জন শিক্ষার্থী। এর মধ্যে ছাত্র ৬৪ হাজার ১৭৮ জন এবং ছাত্রী ৬০ হাজার ৭০১ জন। এ বোর্ডে পাসের হার ৭১ দশমিক ৭৮ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ৪ হাজার ৪৯ জন। গত বছর পাসের হার ছিল ৬০ দশমিক ২১ শতাংশ।
গতবারের চেয়ে এবার পাসের হার বাড়লেও দিনাজপুর শিক্ষা বোর্ডে সাত কলেজে কেউ পাস করেনি বলেও জানান তিনি।
এই কলেজগুলো হলো- গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার বামনডাঙ্গা এম এম আলহাজ হুসেইন মুহম্মদ এরশাদ স্কুল অ্যান্ড কলেজ, কুড়িগ্রামের রাজারহাট সিঙ্গার দবরিরহাট বি এল হাই স্কুল অ্যান্ড কলেজ, লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলার দক্ষিণ ঘনশ্যাম স্কুল অ্যান্ড কলেজ, আদিতমারী উপজেলার নামুরী হাই স্কুল অ্যান্ড কলেজ, দিনাজপুরের বিরামপুর উপজেলার ব্যাপারীটলা আদর্শ কলেজ, ঠাকুরগাঁওয়ের পীলগঞ্জ উপজেলার পীরগঞ্জ আদর্শ কলেজ ও পঞ্চগড়ে তেঁতুলিয়া উপজেলার আলহাজ তজিম উদ্দিন কলেজ।