৩৫ মণ ওজনের গরু ‘যুবরাজ’!

  • ডিস্ট্রিক্ট করেসসপন্ডেন্ট, বার্তা ২৪.কম, ঝিনাইদহ
  • |
  • Font increase
  • Font Decrease

ঝিনাইদহে ৩৫ মণ ওজনের ষাঁড় ‘যুবরাজ’/ ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহে ৩৫ মণ ওজনের ষাঁড় ‘যুবরাজ’/ ছবি: বার্তা২৪.কম

ঝিনাইদহের সদর উপজেলার দুর্গাপুর গ্রামে আগামী কোরবানির ঈদে বিক্রির জন্য প্রস্তুত করা হচ্ছে ফ্রিজিয়ান ষাঁড় ‘যুবরাজকে’। ইতোমধ্যে ষাঁড়টির ওজন দাঁড়িয়েছে ৩৫ মণ। ঈদের আগে ওজন আরও পাঁচ থেকে সাত মণ বাড়বে বলে আশা করছেন ষাঁড়ের মালিক শাহ আলম।

এদিকে, এত বড় গরু দেখতে প্রতিদিনই শাহ আলমের বাড়ি ভিড় করছেন উৎসুক জনতা। অনেকে যুবরাজের সঙ্গে ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করছেন।

বিজ্ঞাপন

গরুর মালিক শাহ আলম বার্তা২৪.কম-কে বলেন, ‘দুই বছর আগে মাত্র দেড় লাখ টাকায় ষাঁড়টি কিনেছিলাম। লালন-পালন করে বর্তমানে গরুটির ওজন হয়েছে ৩৫ মণ। ইতোমধ্যে গরুটির দাম ১৮ লাখ টাকায় উঠেছে। আগামী ঈদুল আযহায় ২৫ লাখ টাকায় গরুটি বিক্রি করার ইচ্ছা আছে। এখন পর্যন্ত এ ষাঁড়ের পেছনে ৯ থেকে ১০ লাখ টাকা ব্যয় হয়েছে।’

তিনি আরও বলেন, ‘প্রতিদিন যুবরাজকে প্রায় দুই হাজার টাকার সুষম খাবার খাওয়ানো হচ্ছে। আগামী দুই মাসে আরও পাঁচ থেকে সাত মণ ওজন বাড়বে বলে আশা করছি। প্রতিদিন অনেক মানুষ গরুটি দেখতে আসছেন। ফলে আমাকে অনেক ঝামেলাও পোহাতেও হচ্ছে। তবে মানুষের উপস্থিতি দেখে ভালোও লাগছে।’

বিজ্ঞাপন

ঝিনাইদহ শহর থেকে যুবরাজকে দেখতে আসা শাহিনুর রহমান টিটো বার্তা২৪.কম-কে বলেন, ‘একটি গরুর ওজন ৩৫ মণ! এটা শুনে ঝিনাইদহ শহর থেকে দেখতে এসেছি। আগে কখনও এতবড় গরু দেখিনি। গরুটি দেখে গরু মনে হয়েছে একটি হাতি।’

ঝিনাইদহ জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. হাফিজুর রহমান বার্তা২৪.কম-কে বলেন, ‘ঈদের আগে গরুটির ওজন আরও বাড়বে। গরুটিতে লালন-পালন করতে জেলা প্রাণিসম্পদ অফিস থেকে সব ধরনের সহযোগিতা করা হচ্ছে।’