সুন্দরবনে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় ৩ জেলে আটক

  • ডিস্ট্রিক্ট করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম, সাতক্ষীরা
  • |
  • Font increase
  • Font Decrease

সাতক্ষীরার মানচিত্র, ছবি: সংগৃহীত

সাতক্ষীরার মানচিত্র, ছবি: সংগৃহীত

 

সাতক্ষীরা রেঞ্জ পশ্চিম সুন্দরবনের গহিনে মালঞ্চ নদীর কালির খালে বিষ প্রয়োগে মাছ শিকারের সময় ৩ জেলেকে মালামালসহ আটক করেছেন হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির সদস্যরা।

বিজ্ঞাপন

সোমবার (২০ মে) দুপুর আড়াইটার দিকে জেলেদের আটক করা হয়।

আটককৃত জেলেরা হলেন- মুন্সীগঞ্জ ইউনিয়নের আটির উপর গ্রামের মোসলেম মল্লিকের ছেলে বেলাল মল্লিক ও ইসমাইল মল্লিকের ছেলে মহব্বত মল্লিক এবং দাতিনা খালি গ্রামে ওজিয়ার গাজীর ছেলে জয়নাল গাজী।

বিজ্ঞাপন

হরিনগর নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস, আই জিয়াউর রহমান জানান, বিষ প্রয়োগে মাছ শিকারের খবর গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে ঘটনাস্থল থেকে মাছ ও জালসহ জেলেদের আটক করা হয়। পরবর্তীতে শ্যামনগর উপজেলা নির্বাহী ম্যাজিস্ট্রেট সুজন সরকার ভ্রাম্যমাণ আদালতে জেলেদের জরিমানা করেন।