অস্ত্র মামলায় যুবকের ১৪ বছর কারাদণ্ড

  • স্টাফ করেসপন্ডেন্ট, কক্সবাজার, বার্তা২৪.কম
  • |
  • Font increase
  • Font Decrease

ছবি: বার্তা২৪.কম

ছবি: বার্তা২৪.কম

কক্সবাজারে অস্ত্র মামলায় মো. নুরুচ্ছবি (৩২) নামে এক যুবককে ১৪ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

মঙ্গলবার (১৫ জানুয়ারি) দুপুরে কক্সবাজার জেলা ও যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের বিচারক সৈয়দ মোহাম্মদ ফখরুল আবেদীন এ রায় ঘোষণা করেন।

বিজ্ঞাপন

দণ্ডপ্রাপ্ত নুরুচ্ছবি পেকুয়া উপজেলার রাজাখালী ইউনিয়নের চৌধুরীপাড়া এলাকার মো. ইসহাকের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৬ সালের ২৫ সেপ্টেম্বর ৫টি অস্ত্র ও ৮ রাউন্ড গুলিসহ নুরুচ্ছবিকে আটক করে র‌্যাব-৭ কক্সবাজার ক্যাম্পের একটি আভিযানিক দল। ওই মামলায় দীর্ঘ শুনানি শেষে আদালত আজ এই রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন দণ্ডপ্রাপ্ত নুরুচ্ছবি।

বিজ্ঞাপন

কক্সবাজার জেলা ও যুগ্ম দায়রা জজ (প্রথম) আদালতের সহকারী পাবলিক প্রসিকিউটর (এপিপি) জিয়া উদ্দিন আহমেদ বার্তা২৪.কমকে এ তথ্য নিশ্চিত করেছেন।