সাঞ্জুর অজানা সাত

  • বিনোদন ডেস্ক
  • |
  • Font increase
  • Font Decrease

রাজকুমার হিরানি পরিচালিত পঞ্চম ছবি ‘সাঞ্জু’।

সিনেমাপাড়ার দীর্ঘদিনের বন্ধু সঞ্জয় দত্ত এবার তার ছবির বিষয়।

বিজ্ঞাপন

সঞ্জয়ের জীবনের অনেক চড়াই-উৎরায় তিনি সিনেম্যাটিক আবহে নিয়ে এসেছেন পর্দায়।

এ বছরের অন্যতম ব্যবসাসফল ছবি হতে যাচ্ছে ‘সাঞ্জু’।

বিজ্ঞাপন

মুক্তির এক সপ্তাহের মাথায় বক্সঅফিস বলছে, আয়ের পরিমাণ দাঁড়িয়েছে দুশো কোটির ওপরে।/uploads/files/v2AeZFzp5zpvbdivkt5zdD13WP7va80yuXYwMEtx.jpeg

‘সাঞ্জু’ সম্পর্কিত সাতটি অজানা তথ্য থাকলো এখানে:


০০১

চিত্রনাট্য লেখার আগে সঞ্জয় দত্তর অন্তত তিন শ ভিডিও ক্লিপ দেখেন পরিচালক

০০২

রণবিরকে সঞ্জয় দত্তের মতো করে তুলতে সময় লেগেছে তিনমাস

০০৩

রণবিরের ফিটনেস দেখভাল করার জন্য তার সঙ্গে সার্বক্ষণিকভাবে একজন লোক লাগানো ছিলো

০০৪

শুটিংয়ের সময়ও ছবির নাম ঠিক ছিলো না। পরে পরিচালক জানতে পারেন, সঞ্জয় দত্তকে মা নার্গিস ‘সঞ্জু’ নামে ডাকতেন। সেটাই হয় ছবির নাম


আরও পড়ুন : এক ছবিতে দুই রণবীর, সম্ভাবনা কতোটুকু?

০০৫

ছবির শেষটা অন্যরকম ছিলো। কিন্তু চিত্রনাট্য রণবিরের মা নীতু সিংকে শোনানোর পর তিনি পছন্দ করেননি। পরে তিনি নিজেই একটা আইডিয়া দেন। সেটাই চুড়ান্ত করেন পরিচালক

০০৬

ছবিতে রণবিরের মেকাপ করতেই পাঁচ-ছয় ঘণ্টা লেগে যেতো। শুটিং শুরু হতো সকাল আটটায়। রণবির তাই আগের রাত ৩টায় এসে মেকাপে বসে যেতেন

০০৭

ছবিতে রণবিরের বাবার চরিত্র করেছেন পরেশ রাওয়াল। এ চরিত্রে পরিচালকের পছন্দ ছিলো আমির খান। কিন্তু আমির তখন ‘দঙ্গল’-এ মাত্রই বয়স্ক চরিত্র করেছেন। ফের ওজন বাড়ানোর ঝক্কি নিতে চান নি আমির।