বিশ্বকাপে ‘আত্মঘাতী’ গোলের রেকর্ড



সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম

  • Font increase
  • Font Decrease

‘আত্মঘাতী’ গোল- এবারের রাশিয়া বিশ্বকাপে আতঙ্কের অন্য নাম! নিজের পোষ্টে নিজেরাই বল পাঠিয়ে কপাল পুঁড়েছে বেশ কয়েকটি দলের। অবশ্য ফুটবলে এমন ঘটনা নতুন কিছু নয়। কিন্তু ২০১৮ বিশ্বকাপ আগের সব ঘটনাকে ছাড়িয়ে গেছে! নতুন এক রেকর্ডে নাম লেখালো রাশিয়া বিশ্বকাপ। টুর্নামেন্ট শেষের আগেই হয়ে গেছে ‘আত্মঘাতী’ গোলের রেকর্ড।

সবমিলিয়ে বিশ্বকাপ ৫২টি আত্মঘাতি গোল দেখেছে। ১৯৩০ সালে ভুল করে প্রথমবারের মতো নিজেদের পোষ্টে বল পাঠিয়েছিলেন মেক্সিকোর ম্যানুয়েল রোয়াস! ১৯৩৪, ৫৮, ৬২ আর ৯০ সালের বিশ্বকাপে কোন আত্মঘাতি গোল হয়নি!

কোয়ার্টার ফাইনালে ব্রাজিল-বেলজিয়াম ম্যাচে ‘আত্মঘাতী’ গোল দেখেছেন ফুটবল ভক্তরা। এনিয়ে এই বিশ্বকাপে ১১টি আত্মঘাতী গোল হল৷ যা কীনা রীতিমতো এক রেকর্ড। শেষ আটের লড়াই শেষ। সামনে সেমিফাইনাল, তৃতীয়স্থান নির্ধারণী আর ফাইনাল। তার আগেই ১১ গোল! এ কারণেই একজন রসিকতা করে বলছিলেন, এবার তাহলে গোল্ডেন বুট উঠছে আত্মঘাতী গোলদাতাদের হাতে!

অথচ ১৯৯৮ সালে মাত্র ৬টি আত্মঘাতী গোল হয়েছিল। যা এতোদিন ছিল এই আসরে সবচেয়ে ওন-গোলের রেকর্ড৷ ২০১৪ ব্রাজিলে হয় পাঁচটি৷ এইতো শুক্রবার কাজান এরিনায় ফার্নান্দিনহোর আত্মঘাতি গোলে কপাল পুঁড়ে ব্রাজিলের৷

/uploads/files/reOtQzUuQTouEvHpcld3KMnI0Ux4lEdEGhwkEREL.jpeg

রাশিয়াতে মরোক্কো-ইরান ম্যাচ দেখা গিয়েছিল প্রথম আত্মঘাতী গোল। যেখানে আজি রওদাদোজ নিজেদের পোষ্টে বল পাঠালে ২০ বছর পর বিশ্বকাপে জয় নিয়ে মাঠ ছাড়ে ইরান। তারপর ফ্রান্সের বিপক্ষে নিজেদের পোষ্টে ভুল করে বল পাঠান অস্ট্রেলিয়ার আজিজ বেহিচ৷ ক্রোয়েশিয়ার বিপক্ষে একই ভুলের ফাঁদে পা দেন নাইজেরিয়ান ওগেনেকারো অ্যাটোবো।

এছাড়া এবার আত্মঘাতী গোল করে আলোচনায় এসেছেন পোল্যান্ডের থিয়াগো সিওনেক, মিশরের আহমেদ ফ্যাতি, রাশিয়ার ডেনিস চেরিশেভ, কোস্টারিকার ইয়ান সৌমার্স, মেক্সিকার এডসন অ্যালভারেজ,

তিউনিশিয়ার ইয়াসেন মেরিয়াহ, রাশিয়ার সের্গেই ইগনাশেভিচ!

কে জানে সামনে হয়তো এই তালিকাটা আরো দীর্ঘ হবে! তবে এ কারণে প্রাণ হারানোর নজিরও আছে। সেই ১৯৯৪ বিশ্বকাপে একটাি আত্মঘাতী গোল করেছিলেন কলম্বিয়ার ডিফেন্ডার আন্দ্রেস এসকোবার। যুক্তরাষ্ট্রের বিপক্ষে গ্রুপপর্বের ম্যাচে আত্মঘাতী গোলেই শেষ পর্যন্ত কলম্বিয়ার বিদায়টা নিশ্চিত হয়ে যায়। দেশে ফেরার পর গুলি করে হত্যা করা হয় এসকোবারকে! এবার অবশ্য তেমন কিছু না হলেও ঠিকই সমালোচনার মুখো পড়তে হয়েছে অনেককেই। কিন্তু সবই খেলার অংশ। কেউ তো আর ইচ্ছে করে নিজের পোস্টে বল পাঠিয়ে দেয় না!

   

রোনালদোর জোড়া গোলে ফাইনালে আল নাসর



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বড় ও গুরুত্বপূর্ণ ম্যাচে গোল করে দলকে জেতানো যেন তার অভ্যাস। ইউরোপিয়ান ফুটবলে এই দায়িত্ব পালন করে এসে এখন সৌদির লিগেও এই কাজটি প্রতিনিয়তই করে চলেছেন ক্রিস্টিয়ানো রোনালদো। বুধবার রাতে কিং কাপের সেমিফাইনালে আল খালিজকে ৩-১ গোলে হারিয়েছে আলো নাসর, যেখানে জোড়া গোল করেছেন পর্তুগিজ এই মহাতারকা।

এদিন ম্যাচের শুরু থেকেই প্রতিপক্ষকে চাপে ফেলতে থাকে আল নাসর। একের পর এক আক্রমণে আল খালিজের ডিফেন্স লাইন যখন নড়বড়ে, তখনই সুযোগ বুঝে নিজের প্রথম গোলটি আদায় করেন রোনালদো। ১৭তম মিনিটে খালিজের গোলরক্ষক ইব্রাহিম সেহিকের ভুলকে কাজে লাগান তিনি।

৩৭তম মিনিটে পেনাল্টির সুযোগ পায় আল নাসর, দক্ষতার সঙ্গে গোল আদায় করে দলের হয়ে ব্যবধান বাড়ান সাদিও মানে। দুই গোলে এগিয়ে থেকেই বিরতিতে যায় তারা। বিরতির পর ৫৭তম মিনিটে নিজের দ্বিতীয় গোলটির দেখা পান রোনালদো।

ম্যাচের শেষভাগে যেয়ে ৮২তম মিনিটে দলের হয়ে একটি গোল শোধ দেন আল তোরাইস। তাতেও কোনো লাভ হয়নি, হার নিয়েই মাঠ ছেড়েছে তারা।

গত মঙ্গলবার আল ইত্তিহাদকে হারিয়ে ফাইনালে জায়গা করে দিয়েছে আল হিলাল। গতরাতে ফাইনালের টিকিট নিশিচত করল আল নাসর। ৩১ মে জেদ্দার কিং আবদুল্লাহ স্টেডিয়ামে ফাইনাল ম্যাচটি অনুষ্ঠিত হবে।

;

‘শক্তিশালী’ পিএসজিকে হারিয়ে দিল ডর্টমুন্ড



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের চলতি মৌসুমের চার সেমিফাইনালিস্টের মধ্যে তুলনামূলক ‘দূর্বল দল’ ধরে নেওয়া হয়েছে জার্মান ক্লাব বরুসিয়া ডর্টমুন্ডকে। এমনকি দ্বিতীয় সেমিফাইনালে পিএসজিই ছিল ফ্যান ফেভারিট। কিন্তু ঘরের মাঠে ডর্টমুন্ড যে দাপুটে তা ভুলে গেলে চলবে না, এমনটাই মনে করিয়ে দিল তারা। সিগনাল ইডুনা পার্কে সেমির প্রথম লেগে পিএসজিকে ১-০ গোলে হারিয়ে দিয়েছে বরুসিয়া ডর্টমুন্ড।

ম্যাচের শুরু থেকেই স্বাগতিকদের চাপে ফেলার চেষ্টায় থাকে পিএসজি। পরপর কয়েকটি আক্রমণে কিছুটা নড়বড়ে করে তোলে ডর্টমুন্ডের ডিফেন্স লাইন। আগের দুই রাউন্ডে গোল করা উসমান দেম্বেলে গোলের সুযোগ হাতছাড়া করেন, তাই এগিয়ে গিয়েও যেতে পারেনি এমবাপেরা।

পিএসজি গোলরক্ষক ডোনারুমা নিজের নৈপুণ্যে ঠেকিয়ে দেন সাবিতজারের দুটো শট। তবে ৩৬তম মিনিটে কাঙ্ক্ষিত গোলের দেখা পেয়ে যায় স্বাগতিকরা। শ্লটারবেকের বাড়ানো লং বল দারুণভাবে আয়ত্বে নিয়ে ডোনারুমাকে ফাঁকি দিয়ে বল পিএসজির জালে জড়ান ফুলক্রুগ।

পিছিয়ে থেকে বিরতির পর গোলের জন্য মরিয়া হয়ে ওঠে পিএসজি। তবে শেষ পর্যন্ত আর কোনো গোলের দেখা না পাওয়ায় হার নিয়েই মাঠ ছাড়তে হয় লুইস এনরিকের দলকে। এক গোলে এগিয়ে থেকেই পার্ক ডি প্রিন্সেসে সেমিফাইনালের দ্বিতীয় লেগে খেলতে যাবে জার্মান ক্লাবটি। চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলার উদ্দেশ্য নিয়েই মাঠে নামবে তারা।

;

হার দিয়েই শেষ হলো মুস্তাফিজের আইপিএল যাত্রা



স্পোর্টস ডেস্ক, বার্তা২৪.কম
ছবি: সংগৃহীত

ছবি: সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

বুধবার রাতে ঘরের মাঠে পাঞ্জাব কিংসের বিপক্ষে নেমেছিল চেন্নাই সুপার কিংস। যেখানে ১৩ বল হাতে রেখেই ৭ উইকেটের বড় জয় তুলে নিয়েছে পাঞ্জাব। এই ম্যাচ হারের পর পয়েন্ট তালিকার চারেই আছে চেন্নাই, ১০ ম্যাচ শেষে ১০ পয়েন্ট তাদের।

আইপিএলের চলতি আসরে টাইগার পেসার মুস্তাফিজের এটিই ছিল শেষ ম্যাচ। এখন তিনি জিম্বাবুয়ের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ খেলতে দেশে ফেরত আসবেন।

কোনো উইকেট শিকার করতে না পারলেও বল হাতে ফিজ ছিলেন এদিন দুর্দান্ত। চার ওভার বল করে মাত্র ২২ রান হজম করেছেন তিনি, যার মধ্যে দ্বিতীয় ওভারটি ছিল মেইডেন।

আইপিএলের এবারের আসরের শুরুটা করেছিলেন দারুণ, প্রথম ম্যাচেই তুলে নিয়েছিলেন চার উইকেট। পার্পল ক্যাপটিও রেখেছিলেন নিজের দখলে। গতরাতে পাঞ্জাবের বিপক্ষে ম্যাচের আগ পর্যন্তও বুমরাহর সঙ্গে যৌথভাবে পার্পল ক্যাপের দখল ছিল তার কাছেই।

সব মিলিয়ে আইপিএলের ২০২৪ আসরটা মনে রাখার মতোই কেটেছে মুস্তাফিজের। পুরো আসরটি খেলে আসতে পারলে সম্ভবত টুর্নামেন্টের সর্বোচ্চ উইকেটশিকারীর খেতাবটা নিজের নামেই করতেন মুস্তাফিজ। তবে দেশের হয়ে খেলার দায়িত্ব যীহতু সবার আগে, তাই চেন্নাইয়ের সঙ্গে এখানেই সফর শেষ করতে হচ্ছে তাকে।

;

টিভিতে আজ যেসব খেলা দেখবেন



Apon tariq
ছবি- সংগৃহীত

ছবি- সংগৃহীত

  • Font increase
  • Font Decrease

ক্রিকেট
নারী টি-টোয়েন্টি সিরিজ
৩য় ম্যাচ
বাংলাদেশ–ভারত
বিকেল ৪টা, টি স্পোর্টস

আইপিএল
সানরাইজার্স হায়দরাবাদ–রাজস্থান রয়্যালস
রাত ৮টা, স্টার স্পোর্টস ১, গাজী টিভি ও টি স্পোর্টস

ফুটবল
উয়েফা ইউরোপা লিগ (সেমিফাইনাল)
এএস রোমা–বায়ার লেভারকুসেন
রাত ১টা, সনি স্পোর্টস টেন ২

অলিম্পিক মার্শেই–আতালান্তা
রাত ১টা, সনি স্পোর্টস টেন ১

ইংলিশ প্রিমিয়ার লিগ
চেলসি–টটেনহাম
রাত ১২–৩০ মিনিট, স্টার স্পোর্টস সিলেক্ট ১

টেনিস
মাদ্রিদ ওপেন
বিকেল ৪টা, সনি স্পোর্টস টেন ৫

;