পথ পেল রিয়াল, রোনালদোর জন্য ভক্তদের আক্ষেপ

ফুটবল, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-31 16:33:15

ক্রিশ্চিয়ানো রোনালদো বিহীন রিয়াল মাদ্রিদ কেন যেন ছন্নছাড়া। উয়েফা সুপার কাপেই তার এক ঝলক দেখা গেছে। তবে বাস্তবতাকে তো আর পাশ কাটানোর সুযোগ নেই। রোনালদো এখন জুভেন্টাসে। তাকে ছাড়াই ভাবতে হচ্ছে দলকে। তবে স্বস্তির খবর কিছুটা হলেও সেই প্লেমেকারের অভাব কিছুটা হলেও পুষিয়ে দিচ্ছেন গ্যারাথ বেল। রোববার রাতে স্প্যানিশ লা লিগায় তার ম্যাজিকে জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল।

সান্টিয়াগো বার্নাব্যুতে নিজেদের মাঠে ২-০ গোলে গেতাফে হারিয়েছে তারা। দানি কারভাহালের গোলে প্রথমার্ধে এগিয়ে যায় দল। এরপর ব্যবধান দ্বিগুন করেন বেল।

ঘরের মাঠে প্রতিপক্ষকে শুরুতেই কোনাঠাসা করে ফেলে রিয়াল। তবে প্রথম গোলের জন্য ২০তম মিনিট পর্যন্ত অপেক্ষা করতে হয়েছে। গ্যারাথ বেলের ক্রস আটকে দিয়েছিলেন গেতাফের গোলকিপার। পরে বলের নিয়ন্ত্রন নিয়ে কারভাহাল গোল করতে ভুল করলেন না।

এরপর ৩৪তম মিনিটে ব্যবধানটা দ্বিগুনই হতে পারতো। ডি বক্সে সার্জিও রামোসকে ফাউল করেন গেতাফের এক ফুটবলার। পেনাল্টি পায় রিয়াল। যদিও করিম বেনজেমা অফসাইডে থাকায় পরে সেই সিদ্ধান্তটা বাতিল হয়ে যায়।

৫১তম মিনিটে এসে ফের এগিয়ে যায় স্পেনের সবচেয়ে সফল এই ক্লাবটি। মার্কো আসেনসিওর কাছ থেকে ক্রস পেয়ে বল জালে জড়ান বেল। এই ব্যবধান ধরে মাঠ ছাড়ে রিয়াল।
তবে দলটির সমর্থকরা এখনো রোনালদোকে ভুলতে পারেন নি। টানা ৯ বছর পর সিআর-সেভেন নেই দলে। বার্নাব্যুর গ্যালারিতে লা লিগার প্রথম ম্যাচেই দর্শক থাকল মাত্র ৪৮ হাজার ৪৬৬ জন। অথচ দর্শক ধারণক্ষমতা এক লাখের বেশি!

বলা হচ্ছে, রোনালদোর কারণেই এমন দর্শক খরা। ফিফার বর্ষসেরার জন্য আক্ষেপ থেকেই যাচ্ছে ভক্তদের। গত দশ বছরে লা লিগায় নিজেদের প্রথম ম্যাচে এবার সবচেয়ে কম দর্শকের উপস্থিতি দেখা গেল!

এ সম্পর্কিত আরও খবর