ড্র করলেই সুইসরা শেষ ষোল'য়

, খেলা

সিনিয়র করেসপন্ডেন্ট, বার্তা২৪.কম | 2023-08-28 16:57:13

 

অনেকটাই চাপ মুক্ত সুইজারল্যান্ড। দুই ম্যাচে চার পয়েন্ট নিয়ে আছে গ্রুপ 'ই' এর পয়েন্ট তালিকার দ্বিতীয়স্থানে। বুধবার গ্রুপের সবচেয়ে দুর্বলতম দল কোস্টারিকার সঙ্গে লড়াই। এখানে এক পয়েন্ট পেলেই দ্বিতীয় রাউন্ডে খেলা নিশ্চিত। নিজনি নভগোরদ স্টেডিয়ামে ম্যাচটি আজ রাতে খেলতে নেমে একটুও নির্ভার নেই ইউরোপের দলটি। তারা ভাল করেই জানে রাশিয়া বিশ্বকাপে ফেভারিট বলে কিছু নেই। বাংলাদেশ সময় রাত ১২টায় শুরু হওয়া ম্যাচটি সরাসরি দেখাবে সনি টেন ওয়ান।

গ্রুপে সমান ৪ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ব্রাজিল আর সুইজারল্যান্ড। ৩ পয়েন্ট এরপর সার্বিয়া। যারা রাতের আরেক ম্যাচে লড়বে ৫বারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলের সঙ্গে। যেখানে জয়ের জন্য ছুটতে হচ্ছে নেইমারদের। অবশ্য ড্র করলেও শেষ ষোল নিশ্চিত তাদের।

এই গ্রুপে নকআউটের লড়াইয়ে তিন দেশ। আগেই বিদায় নিশ্চিত হয়েছে শুধু কোস্টরিকার। সেই দলের সঙ্গে আজ লড়াই সুইজারল্যান্ডের। কিন্তু কে জানে শেষে এসে না আবার চমক দেখায় গত বিশ্বকাপ ফুটবলের কোয়ার্টার ফাইনালে খেলা দলটি। তবে ব্রাজিল-সার্বিয়া ম্যাচে যাই হোক ড্র করলেই দ্বিতীয় রাউন্ড নিশ্চিত সুইসদের।

রাশিয়া বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে ব্রাজিলের সঙ্গে ১-১ গোলে ড্র দিয়ে মিশন শুরু হয়েছিল সুইজারল্যান্ডের। পরের ম্যাচে দলটি সার্বিয়াকে হারায় ২-১ গোলে। দুর্দান্ত ফর্মে আছে জারদান শাকিরিদের সুইজারল্যান্ড। নিজেদের সর্বশেষ ২৪ ম্যাচে মাত্র একবার মাত্র হেরেছে দলটি। এ অবস্থায় মিডফিল্ডার গেলসন ফার্নান্দেজ অবশ্য সতর্ক থেকেই মাঠে নামার কথা শোনালেন। সুইস এই ফুটবলার বলেন, ‘দেখুন, কোস্টারিকা দুর্দান্ত এক দল। নিজেদের উজাড় করেি্ খেলে। এটি বিশ্বকাপে তাদের শেষ ম্যাচ। সন্দেহ নেই আমাদের কঠিন চ্যালেঞ্জ জানাবে।  আত্মতুষ্টিতে থাকার কোনো সুযোগ নেই আমাদের।’

এই ম্যাচ খেলার আগে স্বস্তির খবর হল-শাকিরি ও গ্রানিট জাকা নিষিদ্ধ হচ্ছেন না। সার্বিয়ার বিপক্ষে জয়ের ম্যাচে বিতর্কিত গোল উদযাপনের কারণে শুরুতে দুই ম্যাচ নিষিদ্ধ হন সুইজারল্যান্ডের এই দুই তারকা ফুটবলার। কিন্তু শেষ মুহুর্তে এসে তাদের নিষেধাজ্ঞা প্রত্যাহার করে শুধু জরিমানা করেছে বিশ্ব ফুটবলের সর্বোচ্চ সংস্থা ফিফা।

এদিকে ইতিহাস বিশ্বকাপে এবারই প্রথম কোস্টারিকার দেখা পাচ্ছে সুইজারল্যান্ড। আর প্রীতি ম্যাচের ফলটা সমান। ২০০৬ সালে ২-০ গোলে জয় নিয়ে মাঠ ছাড়ে সুইসরা। ২০১০ সালে পাল্টা জবাবটা দেয় কোস্টারিকা। এবার ভিন্ন প্রেক্ষাপট- কোস্টারিকার জন্য শুধু্ই সম্মানের, সুইজারল্যান্ডের জন্য স্বস্তির!

এ সম্পর্কিত আরও খবর