এবছর গোলরক্ষকরাও পাচ্ছেন ব্যালন ডি’অর

ফুটবল, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-22 14:03:00

প্রথমবারের মতো গোলরক্ষকরাও ব্যালন ডি’অর পেতে যাচ্ছেন এ বছর। পুরস্কারের আয়োজক ফ্রেঞ্চ ফুটবল ম্যাগাজিন খবরটা নিশ্চিত করেছে।

গোলরক্ষকদের দেওয়া হবে ইয়াশিন ট্রফি। সোভিয়েত ইউনিয়নের সাবেক ফুটবলার লেভ ইয়াশিনের নামে হচ্ছে এ অ্যাওয়ার্ড। লেভ ইয়াশিনই (১৯৬৩ সালে) একমাত্র গোলরক্ষক যিনি ব্যালন ডি’অর জিতে ছিলেন।

১৯৫৬ সালে প্রথম ব্যালন ডি’অর অ্যাওয়ার্ড দেওয়ার প্রচলন শুরু। সেই পুরস্কারটি প্রথম পান স্ট্যানলে ম্যাথুস। সে থেকে এতো দিন কেবল সেরা পুরুষ ফুটবলারদের দেওয়া হতো পুরস্কারটি। তবে গত বছর থেকে সেরা নারী ফুটবলারকেও এ পুরস্কার দেওয়া শুরু হয়েছে। পুরস্কারটি জেতেন নরওয়ের অ্যাডা হেগেরবার্গ।

তিন ক্যাটাগরির অ্যাওয়ার্ডের জন্য মনোনয়ন পাওয়া ফুটবলারদের সংক্ষিপ্ত তালিকা ঘোষণা হবে ২১ অক্টোবর। ২ ডিসেম্বর বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হবে।

২০১০-১০১৫ সাল পর্যন্ত ব্যালন ডি’অর আর ফিফা বর্ষসেরা ফুটবলার অ্যাওয়ার্ড মিলে একটি পুরস্কার দেওয়া হতো। পরে ২০১৬ সালে ফিফা আলাদা হয়ে যায়। পুরস্কারের নাম দেওয়া হয় ফিফা বেস্ট অ্যাওয়ার্ডস।

 

এ সম্পর্কিত আরও খবর