মাঠ ভেজা, খেলা শুরু হবে দেরিতে

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-31 21:51:08

দিনভর টিপটিপ বৃষ্টিতে তিনজাতি টি-টুয়েন্টি টুর্নামেন্টের বাংলাদেশ-জিম্বাবুয়ের প্রথম ম্যাচের সময় কিছুটা পিছিয়ে গেছে। ম্যাচ শুরুর নির্ধারিত সময় ছিল সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে। টস পর্ব হতো ৬টায়। কিন্তু আম্পায়াররা মাঠ পরিদর্শনে নেমে জানান- বৃষ্টিভেজা মাঠ খেলার উপযোগী হয়নি। দ্বিতীয় দফা মাঠ পরিদর্শনের কথা জানান তারা। স্থানীয় সময় সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে দ্বিতীয় দফা মাঠ পরিদর্শনে নামেন আম্পায়াররা। সোয়া ৬টায় দ্বিতীয় দফা মাঠ পরিদর্শনের পরও আম্পায়াররা খেলা শুরু করতে পারেননি। কারণ সেই একই আউটফিল্ড ভেজা। তৃতীয়বারের মতো মাঠ পরিদর্শন করবেন আম্পায়াররা সন্ধ্যা ৭টায়। তারপর এই ম্যাচের টস শুরুর সময় জানা যাবে।

খেলা শুরু না হওয়ায় মাঠে অনুশীলনে ব্যস্ত ক্রিকেটাররা, ছবি: বার্তা২৪

 

বাংলাদেশ ও জিম্বাবুয়ে উভয় দল মাঠে অনুশীলনে ব্যস্ত ছিলো। মাঠ কর্মীরা মাঠ প্রস্তুতের জন্য পরিশ্রম করছিলেন। সন্ধ্যার আকাশে বৃষ্টি ছিল না। কিন্তু আকাশে মেঘ ছিল। ফ্লাডলাইটের আলোতে টুর্নামেন্টের এই ম্যাচ উপভোগ করতে গ্যালারিতে ধীরে ধীরে দর্শকদের ভিড় বাড়ছিল। দুটি সুপার সাপার দিয়ে মাঠের ভেজা আউটফিল্ড শুকানোর চেষ্টা চলছে এখন। 

 

এ সম্পর্কিত আরও খবর