জয় শতকরা ৭০ ভাগ নিশ্চিত-অনুভব করছে আফগানিস্তান!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-28 17:00:15

মেহেদি হাসান মিরাজ অনেক প্রশ্ন শুনলেন। অনেক উত্তরও দিলেন। তবে কোনবারই স্পষ্ঠ করে বলতে পারলেন না এই ম্যাচ বাংলাদেশ জিততে পারে। শুধু বললেন-‘প্রথম ইনিংস আমরা ভালো খেলিনি। তবে এখনো দ্বিতীয় ইনিংস বাকি আছে। জানি সামনে টার্গেট অনেক কঠিন হবে। তবে আমরা চেষ্টা করবো।’

- আপাতত চট্টগ্রাম টেস্টকে ঘিরে বাংলাদেশের আশার নাম এখন একটাই, চেষ্টা!

আর আফগানিস্তান তৃতীয়দিনের খেলা শেষে স্কোরবোর্ডে নিজেদের সঞ্চয় এবং বাংলাদেশের জন্য সম্ভাব্য টার্গেট যা হতে পারে সেটা জেনে এখন চট্টগ্রাম টেস্টে জয়ের আনন্দ উদযাপনের জন্য কেকের অর্ডার দিতেই পারে!

আফগানিস্তানের অনুভব জুড়েই এখন এই টেস্ট জয়ের সম্ভাব্য উৎসব। আর তাই তৃতীয়দিনের খেলার সেরা পারফর্মার ইব্রাহিম জাদরান বলেও গেলেন-‘এই ম্যাচে জয় যে আসছে তা ৭০ ভাগ নিশ্চিত আমরা।’

সম্ভাব্য সেই জয়ের আনন্দ-অনুভব আফগান এই ওপেনারের গলায়-‘আমাদের লক্ষ্য হলো বাংলাদেশের জন্য ৪০০ প্লাস রানের টার্গেট দাড় করানো। সেই লক্ষ্য পুরুণে আর মাত্র ৩০/৪০ রান দুরে আছি আমরা। কোনো সন্দেহ নেই শেষের দুদিন এই উইকেটে বাংলাদেশের জন্য সেই টার্গেট ছাড়িয়ে যাওয়া অবশ্যই সহজ কিছু হবে না।’

চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম ইব্রাহিম জাদরানের জন্য অপরিচিত কিছু নয়। এখানে টেস্ট খেলতে নামার আগে গত জুলাইয়ে আফগানিস্তান ‘এ’ দলের হয়ে এই মাঠে চারদিনের ম্যাচে খেলেছিলেন। এই মাঠের সেই ম্যাচে হাফসেঞ্চুরির হাসিতে হেসেছিলো তার ব্যাট।

চট্টগ্রাম টেস্টের দ্বিতীয় ইনিংসে যেভাবে ব্যাট করছিলেন তাতে প্রথম টেস্ট সেঞ্চুরিটা তার পাওনা হয়ে দাড়িয়েছিলো। কিন্তু ৮৭ রানের সময় হঠাৎ করে ছক্কা হাঁকানোর অ্যাডভেঞ্চার পেয়ে বসলো তাকে! নাঈম হাসানকে লং অন দিয়ে উড়িয়ে ছক্কা মারতে গিয়ে ক্যাচ দিয়ে এলেন। ২০৮ বলে ৬ বাউন্ডারি ও ৪ ছক্কায় থেমে গেলো তার ইনিংস ৮৭ রানে।
 
সেঞ্চুরি হারানোর দুঃখ নিয়ে মাঠ ছাড়লেও তৃতীয়দিন শেষে তার সেই ৮৭ রানের ইনিংস আফগানিস্তানকে এই ম্যাচে নিরাপদ সঞ্চয় এনে দিয়ে ম্যাচ জেতার স্বপ্ন দেখাচ্ছে।

চট্টগ্রামে নিজের পূর্বস্মৃতি প্রসঙ্গে ইব্রাহিম বলছিলেন-‘মাসখানেক আগে বাংলাদেশের এখানে আমি খেলে গিয়েছিলাম। ভালোই জানা ছিলো এখানকার কন্ডিশন কেমন হয়। আজ যে আমি ভালো খেলেছি তার কারণ ওটাই।’

জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের উইকেট সম্পর্কে ইব্রাহিম জানাচ্ছিলেন-‘আগের দুদিন উইকেট একটু সহজ ছিলো। কিন্তু তৃতীয়দিন এই উইকেটে ব্যাট করাটা কঠিন ছিলো। আমি উইকেটে টিকে থাকার চেষ্টা করেছিলাম। দায়িত্ব নিয়ে ইনিংসটা সাজাতে চেয়েছিলাম। সফল হয়েছি।’

চট্টগ্রাম টেস্টে প্রথম তিনদিন পর্যন্ত সাফল্য ও ম্যাচ নিয়ন্ত্রনে আফগানিস্তান অনেক এগিয়ে ছিলো। শেষের সময়টায় কি এখন সেই হিসেব বদলে দিতে পারবে বাংলাদেশ দল?

ইব্রাহিম জাদরান মৃদু হাসলেন।
 
যে হাসিতে মিললো জয়-আনন্দ!

এ সম্পর্কিত আরও খবর