এমন উইকেট চাননি সাকিব, বিস্মিত বাংলাদেশ অধিনায়ক!

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম, চট্টগ্রাম থেকে | 2023-08-26 19:43:15

বল হাতে ম্যাচে এমন কিছু করেননি সাকিব চট্টগ্রাম টেস্টে। ৬৪ রানে পেয়েছেন দুটি উইকেট। ব্যাটিংয়ে প্রথম ইনিংসে আউট মাত্র ১১ রান তুলে। কিন্তু দ্বিতীয়দিনের খেলা শেষে সংবাদ সম্মেলনে চলে এলেন বাংলাদেশ অধিনায়ক!

সাধারণত দিনের কোনো পারফর্মারই খেলা শেষে সংবাদ সম্মেলনে আসেন। তবে সাকিব এদিন এলেন কিছু ব্যাখ্যা দিতে। কিছু প্রশ্নের উত্তর চাইতে। সাফ জানিয়ে দিলেন-‘এমন উইকেট আমরা চাইনি। প্রথমদিন এমন ফ্ল্যাট উইকেট দেখে আমি বিস্মিত।’

চট্টগ্রাম টেস্টে যেমন উইকেট আশা করেছিলেন বাংলাদেশ অধিনায়ক, তা পেলেন কই?
 
ম্যাচে আফগানিস্তানের প্রথম ইনিংসে ব্যাটিং বা বোলিং দেখে সাকিব চমকে উঠেননি। তিনি আসলে বিস্মিত হয়েছেন এই টেস্টের উইকেট দেখে। কি চেয়েছিলাম? আর কি পেলাম! এই প্রশ্নের উত্তর খুঁজছেন বাংলাদেশ অধিনায়ক ম্যাচের দ্বিতীয়দিনেই-‘যে উইকেট ছিল তাতে আফগানিস্তানের এই ব্যাটিং দেখে আমরা বিস্মিত না। বরং আমরা যে প্রথমদিন অমন ফ্ল্যাট উইকেটে ৫ উইকেট তুলে নিতে পেরেছিলাম, তাতেই বিস্মিত। আমরা মনে হয় অনেকদিন পরে এমন ফ্ল্যাট উইকেটে খেলেছি।’

 কোন রাখঢাক না করে সাকিব প্রায় অভিযোগের সুরেই বললেন-‘আমরা এধরনের উইকেট আশাই করিনি। তাই আমাদের জন্য পরিস্থিতি আরো কঠিন হয়ে গেছে। এমন ফ্ল্যাট উইকেট দেখে আমরা সবাই আসলে বিস্মিত। এমন কিছু তো আমরা আশা করিনি এখানে! যা আশা করেছিলাম, তার পুরোই উল্টোটা পেলাম। তবে এর অর্থ এটা নয় যে এই টেস্টে আমরা আর ভালো কিছু করতে পারবো না। আপনি যে ধরনের পরিকল্পনা নিয়ে নামেন, অনেক সময় ওই ধরনের পরিকল্পনা সফল নাও হতে পারে। ভালো দলগুলো তখনই নিজেদের প্রমাণ করতে সমর্থ হয়, যখন বক্সের বাইরে কোনো প্রশ্নের উত্তর তাদের কাছে জানা থাকে। আমরা এখন চেষ্টা করবো এই টেস্টে তেমন কোনো উত্তরই যেন দিতে পারি। তবে অবশ্যই এমন উইকেট বা এমন পরিস্থিতি আমাদের প্রত্যাশার বাইরে ছিল।’

-তাহলে কেমন উইকেট চেয়েছিল বাংলাদেশ?

সাকিব এবার একটু কূটনীতিক হলেন-‘আমাদের চাওয়া পাওয়া কি, সেটা প্রকাশ্যে সবাই জানুক সেটা আমি কখনোই চাইবো না। এই ধরনের বৈঠকগুলো খুবই গোপনীয়তার স্বার্থে হয়। তাই আমি কখনোই চাইবো না যে আমাদের কোনো পরিকল্পনাগুলো জানাজানি হোক। তবে আমি আবার বলছি, এই টেস্টে যেমন উইকেটের আশা নিয়ে আমরা খেলতে নেমেছিলাম, তেমন কিছুই হয়নি। কিন্তু আশা অনুযায়ী হয়নি জেনে যে আমরা এখন আর ভালো কিছু করতে পারবো না-তা অবশ্য না। আমাদের এখন দায়িত্ব এমন সময়ে ভালোভাবে দৃঢ়তার সঙ্গে লড়তে পারা।’

নিজ মাটিতে খেলা। অথচ নিজেদের চেনা মাঠে নিজেদের দাবি অনুযায়ী উইকেট না পাওয়াটা তো স্বাগতিক দলের অধিনায়কের জন্য ভীষণ হতাশার বিষয়। সাকিব সেই দুঃখটা গোপন করলেন না- ‘অবশ্যই হতাশার বিষয়। তবে এটা নিয়ে ম্যাচের এই সময় আলোচনা বা চিন্তা করে কোনো লাভ হবে না। এখন এখান থেকে আমরা কিভাবে ফিরে আসতে পারি সেটাই অনেক গুরুত্বপূর্ন বিষয়। আমরা যেভাবে এই ম্যাচের জন্য দল সাজিয়েছি, সেটা দেখেই হয়তো সবাই জানবেন এখানে আমরা কি ধরনের উইকেট আশা করছিলাম? তবে স্বাভাবিকভাবেই অনেক সময় অনেককিছুর কারণে সম্ভবপর হয় না। তাই ওটা নিয়ে চিন্তায় পড়ে লাভ নেই। আপনি কোনো কিছু চাইতেই পারেন। তবে সবসময় যে পাবেন সেটাও হয় না!

চট্টগ্রামের উইকেট নিয়ে সাকিবের গলায় আক্ষেপ, হতাশা, নাখোশ-সবকিছুই ঝরে পড়লো!

এ সম্পর্কিত আরও খবর