মিসবাহকে নিয়ে সাবেকদের মিশ্র প্রতিক্রিয়া

ক্রিকেট, খেলা

স্পোর্টস ডেস্ক, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-23 06:58:42

আবেদন করার আগে থেকেই পাকিস্তানের কোচ হওয়ার দৌড়ে এগিয়ে ছিলেন মিসবাহ-উল-হক। ব্যাপারটা অবাক করার মতোই। কোচ হওয়ার পরও ক্রিকেট অনুরাগীদের অবাক করেছেন পাকিস্তানের সাবেক এ অধিনায়ক। তা কীভাবে? প্রধান কোচের সঙ্গে প্রধান নির্বাচকের দায়িত্ব পেয়ে!

পাকিস্তান জাতীয় দলে মিসবাহর দ্বৈত দায়িত্ব বিস্মিত করেছে শোয়েব আখতারকে। তবে অভিনন্দন জানাতে ভুলেননি পাকিস্তানের সাবেক এ স্পিডস্টার, ‘পাকিস্তান ক্রিকেট দলের প্রধান কোচ ও প্রধান নির্বাচকের দ্বৈত দায়িত্বের জন্য মিসবাহকে অভিনন্দন।’

তবে মজার ছলে ৪৫ বছরের মিসবাহকে খোঁচাও মেরেছেন শোয়েব, ‘সঙ্গে পিসিবির চেয়ারম্যানের দায়িত্বটা মিসবাহ না পাওয়ায় আমি অবাক হয়েছি। হাহাহাহা। একটু মজা করলাম।’

মজা করলেও মিসবাহকে শুভকামনা জানিয়েছেন ৪৪ বছরের শোয়েব, ‘সত্যিই প্রত্যাশা করি, আগের মতো বিস্ময়কর পারফরম্যান্স উপহার দেবেন মিসবাহ।’

তবে পাকিস্তানের সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার রমিজ রাজার কোচ হিসেবে মিসবাহকে পছন্দ হয়নি। তার ধারণা ক্যারিয়ারে ধীরগতির ব্যাটিং করেছেন মিসবাহ। দলের দায়িত্ব পেয়ে দলকে নিয়ে ধীরগতিতেই এগিয়ে যাবেন তিনি।

মিসবাহ অবশ্য পাল্টা জবাবও দিয়ে ফেলেছেন, দলকে দিয়ে তিনি আক্রমণাত্মক ক্রিকেটই খেলাবেন।

এ সম্পর্কিত আরও খবর