এমন রেকর্ড চাননি সামি

ক্রিকেট, খেলা

স্পেশাল করেসপন্ডেন্ট বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-25 22:18:41

ব্যাট করাটা তার মূল কাজ নয়। তিনি বোলার। বল হাতে দাপট দেখিয়ে যাচ্ছেন মোহাম্মদ সামি। কিন্তু তাই বলে এভাবে ব্যাটিংটা ভুলে বসবেন?

টেস্ট ক্যারিয়ারের ৪১ ম্যাচ খেলে সামির সংগ্রহ ৪৩৩ রান। সর্বোচ্চ অপরাজিত ৫১। সেই ক্রিকেটারটিই কীনা ব্যাট হাতে যারপরনাই ব্যর্থ! টেস্টে শেষ ছয় ইনিংসে শূন্য! তার পথ ধরেই অন্যরকম এক রেকর্ড গড়লেন ভারতের এই ক্রিকেটার।

চলমান জ্যামাইকা টেস্টে ওয়েস্ট ইন্ডিজের স্পিনার রাকিম কর্নওয়ালের বলে হ্যামিল্টনের হাতে ক্যাচ দিয়ে আউট সামি। এই ম্যাচে কোনো রান না করে ফিরতেই সামি স্পর্শ করেন ভারতের সাবেক স্পিনার ভগবত চন্দ্রশেখরকে!

ভারতের হয়ে এতোদিন টেস্টে টানা সবচেয়ে বেশিবার শূন্য করে আউট হওয়ার রেকর্ড চন্দ্রশেখরের। এবার এই রেকর্ডে ভাগ বসালেন সামি। পেছনে ফেললেন অজিত আগারকারকে। যিনি টানা পাঁচ ইনিংসে শূন্য করে ফিরেছেন সাজঘরে। মজার ব্যাপার হলো প্রতিবারই অস্ট্রেলিয়ার বিপক্ষে এভাবে অসহায় ছিলেন তিনি।

সামি অস্ট্রেলিয়া ও উইন্ডিজের বিপক্ষে পেলেন তিক্ত এই অভিজ্ঞতা। তিনি যেন ব্যাট করতে ভুলেই গেছেন। আর এমন অনাকাঙ্ক্ষিত রেকর্ডও চাননি সামি!

তবে টেস্ট ইতিহাসে সবচেয়ে বেশিবার শূন্য রানে ফিরেছেন কোর্টনি ওয়ালশ। ওয়েস্ট ইন্ডিজের এই কিংবদন্তি ক্রিকেটার মোট ৪৩বার ফেরেন কোনো রান না করেই। বাংলাদেশের সাবেক এই টেস্ট বোলিং কোচ ব্যাট করেছেন ১৩২ টেস্টে ১৮৫ ইনিংসে। ওয়ালশের পরই আছেন নিউজিল্যান্ডের সাবেক ক্রিকেটার ক্রিস মার্টিন। ৭৯ টেস্টে ৩৬বার শূন্য রানে ফেরেন তিনি!

এ সম্পর্কিত আরও খবর