জ্যামাইকায় জয়ের সুবাস পাচ্ছে ভারত

ক্রিকেট, খেলা

স্পোর্টস এডিটর, বার্তাটোয়েন্টিফোর.কম | 2023-08-24 20:32:50

সবার আগে স্কোরবোর্ডের হিসেব।

ভারত দ্বিতীয় ইনিংসে ৪ উইকেটে ১৬৮ রান তুলে ডিক্লেয়ার্ড করলো। ম্যাচ জেতার জন্য ওয়েস্ট ইন্ডিজের সামনে টার্গেট দাড়ালো ৪৬৮ রানের। হাতে সময় সোয়া দুদিন। বিশাল সেই টার্গেটের পেছনে ছুটতে নামা ওয়েস্ট ইন্ডিজ তৃতীয়দিন শেষ করলো ২ উইকেটে ৪৫ রান তুলে। এখনো ম্যাচ জিততে উইন্ডিজকে আরো ৪২৩ রান করতে হবে।

পুরো সিরিজে ওয়েস্ট ইন্ডিজের ব্যাটিংয়ের যে ছন্নছাড়া অবস্থা, তাতে সামনের দুদিনে এই বিশাল কীর্তি গড়ে ফেলবে ক্যারিবীয়রা-এমনটা ভাবনা আকাশ কুসুম!

দ্বিতীয়দিনের সকালেই ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংস গুটিয়ে যায় মাত্র ১১৭ রানে। আগের দিনের সংগ্রহের সঙ্গে তারা মাত্র ৩০ রান যোগ করে বাকি ৪ উইকেটে। ওয়েস্ট ইন্ডিজকে ফলোঅন করানোর সুযোগ পেয়েও ভারত সেই পথে গেলো না। দ্বিতীয় দফা ব্যাট করতে নামলো।

তবে ভারতের দ্বিতীয় ইনিংসের শুরুটা ভালো হলো না। দুই ওপেনার আরেক দফা ব্যর্থ। পুজারা ফিরলেন ২৭ রান করে। অধিনায়ক বিরাট কোহলি আগের ইনিংসে হাফসেঞ্চুরি করেছিলেন। এবার শূন্য রানে আউট! ৫৭ রানে শুরুর ৪ উইকেট হারানো ভারতের ইনিংস সামলে দিলেন হনুমা বিহারি ও অজিঙ্কা রাহানে। প্রথম ইনিংসের সেঞ্চুরিয়ান বিহারি ৭৬ বলে অপরাজিত থাকলেন ৫৩ রানে। রাহানের ব্যাট হাসলো হার না মানা ৬৪ রানে।

তৃতীয়দিনের শেষ সেশনের শেষ ঘন্টায় ভারত ৪ উইকেটে ১৬৮ রানে ইনিংস ঘোষণা করলো। ওয়েস্ট ইন্ডিজের সামনে জয়ের লক্ষ্য দিলো ৪৬৮ রানের স্কোর। এতো বেশি রান তাড়া করে টেস্ট ম্যাচ জেতার ওয়েস্ট ইন্ডিজের নেই। জিততে হলে তাদের গড়তে হবে নতুন রেকর্ড।

জ্যামাইকা টেস্টও যে চতুর্থদিনেই শেষ হচ্ছে সেটা নিশ্চিত প্রায়। আর ভারতও যে সিরিজ ২-০ তে জিততে চলেছে সেটা আরো নিশ্চিত!

সংক্ষিপ্ত স্কোর: ভারত ১ম ইনি: ৪১৬/১০ (১৪০.১ ওভারে, রাহুল ১৩, আগারওয়াল ৫৫, পুজারা ৬, কোহলি ৭৬, রাহানে ২৪, বিহারি ১১১, পান্থ ২৭, ঈশান্ত ৫৭, অতিরিক্ত ৩১, হোল্ডার ৫/৭৭, কর্নওয়াল ৩/১০৫)।
ওয়েস্ট ইন্ডিজ ১ম ইনি: ১১৭/১০ (৪৭.১ ওভারে, শিমরণ হেটমায়ার ৩৪, হোল্ডার ১৮, রোচ ১৭, বুমরা ৬/২৭, সামি ২/৩৪)।
ভারত ২য় ইনি: ১৬৮/৪ উইকেটে ৫৪. ৪ ওভারে ডিক্লেয়ার্ড, রাহানে ৬৪*, বিহারি ৫৩*, রোচ ৩/২৮)।
ওয়েস্ট ইন্ডিজ ২য় ইনিং: ৪৫/২ (১৩ ওভারে, ড্যারেন ব্রাভো ১৮*, ব্রুকস ৪*)
# তৃতীয়দিন শেষে।

এ সম্পর্কিত আরও খবর