আইপিএল ২০১৮ এর শিরোপা চেন্নাইয়ের হাতে

, খেলা

মানসুরা চামেলী, স্টাফ করেসপন্ডেন্ট | 2023-08-28 18:47:46

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ফাইনাল ম্যাচে সানরাইর্জাস হায়দ্রাবাদকে আট উইকেটে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে মাহেন্দ্রো সিং ধোনির দল চেন্নাই সুপার কিংস। ওয়াটসনের ঝড়ো ব্যাটিং নৈপুণ্যে শিরোপা জিতে দলটি।

মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে অনুষ্ঠিত এ ফাইনাল ম্যাচে সানরাইজার্সের দেয়া ১৭৯ রানের জয়ের টার্গেটে ব্যাট করতে নেমে চেন্নাই ১৮.৩ ওভারে ২ উইকেট হারিয়ে ১৮১ রান করে জয়ের লক্ষ্যে পৌছায়। দলের পক্ষে ৫৭ বল খেলে ৮ ছক্কায় ১১৭ রান করেন শেন ওয়াটশন।

এদিন সানরাইজার্স হায়দ্রাবাদের বোলার তেমন সুবিধা অাদায় করতে পারে নি। এ সিজনের সেরা বোলার রশীদ খান চার ওভার বল করলেও তার উইকেটের থলি থাকে শূণ্য। দুই ওভার ৩ বল করে ২৭ রান দিয়ে একটি উইকেট শিকার করেন কার্লোস ব্রেথওয়েট।

এর আগে টস হেরে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৭৮ রান সংগ্রহ করে সানরাইজার্স হায়দ্রাবাদ। দলের পক্ষে ১১ বল খেলে ২৩ রান করেন সাকিব আল হাসান। ৪৭ রান করেন কেন উইলিয়াম রান করেন। ৪৫ রান করেন ইউসুফ পাঠান।

ম্যাচ গড়পেটার অভিযোগে দুই বছর নিষেধাজ্ঞা ছিলো চেন্নাই সুপার কিংস। নিষেধাজ্ঞা কাটিয়ে আবার অাইপিএল ফাইনাল খেলা চেন্নাই তৃতীয় বারের মতো শিরোপা জিতলো।

 

এ সম্পর্কিত আরও খবর